পাঠ্যক্রম ও সহ পাঠ্যক্রমের কার্যাবলীর সম্পর্ক আলোচনা কর?
ভূমিকা:- আধুনিক পাঠ্যক্রম ও সহ-পঠ্যক্রম কার্যাবলী দুটি হল শিক্ষার গুরুত্বপূর্ণ অঙ্গ। পাঠ্যক্রমের মাধ্যমে বাস্তব জীবনের প্রতিফলন ঘটে। আধুনিক পাঠ্যক্রম বিদ্যালয়ের শ্রেণীর অন্তর্ভুক্ত এবং সহ পাঠ্যক্রমিক কার্যাবলী বিদ্যালয়ের শ্রেণীকক্ষ্য ছাড়া অর্থাৎ শ্রেণী কক্ষের বাইরে যেসব পাঠ্যক্রম সেটা হচ্ছে সহপাঠক্রম কার্যাবলী। পাঠ্যক্রম ও সহপাঠক্রমিক কার্যাবলী শিক্ষার একটি গুরুত্বপূর্ণ উপাদান হলেও এর মধ্যে কিছু সম্পর্ক পরিলক্ষিত হয় সেগুলিকে নিম্ন আলোচনা করা হলো।
আধুনিক পাঠ্যক্রম:- আধুনিক পাঠ্যক্রম হলো এমন একটি উপাদান যার মধ্য দিয়ে বাস্তব জীবনের প্রতিফলন ঘটে।
সহ- পাঠ্যক্রমিক কার্যাবলী:- শিক্ষার্থীদের যথাযথ সর্বাঙ্গীণ বিকাশের জন্য বিদ্যালয়ের বাইরে ও বিদ্যালয় এর ভিতরে প্রথাগত শিক্ষা ছাড়া যেসব কর্মসূচিতে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে সেইসব কর্মসূচি কে বলা হয় সহপাঠক্রমিক কার্যাবলী।
১. আধুনিক পাঠ্যক্রম একজন অভিজ্ঞ শিক্ষকের দ্বারা আগে থেকেই নির্ধারিত করা থাকে। তবে সহপাঠ্যক্রম কার্যাবলীতে পূর্ব থেকে নির্ধারিত করা থাকে না।
২. আধুনিক পাঠ্যক্রম শিক্ষার্থীদের তাদের লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে এবং সহপাঠ্যক্রমিক কার্যাবলী ও সমাজের সঙ্গে অভিযোজন করতে সাহায্য করে।
৩. আধুনিক পাঠ্যক্রম হলো একটি বিজ্ঞানসম্মত পদ্ধতির পাঠ্যক্রম তবে সহপাঠক্রমিক কার্যাবলী শিক্ষার্থীর চাহিদা সমর্থ্য ভিত্তিক পাঠ্যক্রম পদ্ধতি।
৪. আধুনিক পাঠ্যক্রমের মধ্যে দিয়ে শিক্ষার্থীদের শিক্ষার্থী চারিত্রিক বৈশিষ্ট্যের বিকাশ ঘটে আর সহপাঠী কার্যাবলীতে শিক্ষার্থীদের নৈতিক শারীরিক দৈহিক বিকাশ ঘটে।
৫. আধুনিক পাঠ্যক্রম বিদ্যালয়ের অন্তর্ভুক্ত শ্রেণীর কক্ষের ভেতরেই পাঠদান করা হয় কিন্তু সহপাঠক্রমিক কার্যাবলী বিদ্যালয় এর শ্রেণীকক্ষ ছাড়া শ্রেণীকক্ষের বাইরেও করা হয় যেমন খেলাধুলা।
৬. আধুনিক পাঠ্যক্রম ও সহপাঠক্রমিক কার্যাবলীর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে অনুভূতি সহানুভূতি জাগ্রত হয়।
৭. আধুনিক পাঠক্রমের মধ্য দিয়ে শিক্ষার্থীদের শিক্ষকের মধ্যে সম্পর্ক নিগুর হয় এবং ঘনিষ্ঠ হয়। তবে সহপাঠ্যক্রমিক কার্যাবলীতে শিক্ষক পথ প্রদর্শক ও বন্ধুত্ব হিসেবে ভূমিকা পালন করে।
৮. আধুনিক পাঠ্যক্রম বিদ্যালয় অন্তর্ভুক্ত তবে সহপাঠক্রম কার্যাবলী বিভিন্ন সংস্কৃতি অনুষ্ঠান ও কর্মসূচি সমন্বয়।
উপসংহারঃ - আলোচনার আলোচনার সিদ্ধান্তে উপনীত হয়ে বলা যায় যে পাঠক্রম ও সহপাঠক্রমিক কার্যাবলীর সম্পর্ক শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শিক্ষার্থীর লক্ষ্যে পৌঁছাতে।

0 মন্তব্যসমূহ
Thank you