2023-24 শিক্ষা বর্ষের SC/ST/OBC SCHOLARSHIP আবেদন প্রক্রিয়া!
নমস্কার বন্ধুরা, আজকে আবার একটি তোমাদের খুশির সংবাদ নিয়ে উপস্থিত হয়েছি সেই খুশির সংবাদটি হচ্ছে যে যারা ২০২৩-২৪ শিক্ষা বর্ষের কলেজে কিংবা বিদ্যালয়ে ভর্তি হয়েছে তাদের জন্য SC /ST/OBC স্কলারশিপ এর আবেদন প্রক্রিয়া চালু হয়ে গেছে। যারা করতে চাইছো তারা আবেদন করতে পারো এবং যারা ২০২২-২৩ শিক্ষাবর্ষে আবেদন করেছ কোন কারণবশত তোমাদের অ্যাপ্লিকেশনটি বা আবেদন পত্রটি রিজেক্ট হয়ে গেছে তারা কলেজে বা যে শিক্ষা প্রতিষ্ঠানে তোমরা পড়ছো সে শিক্ষা প্রতিষ্ঠানে যোগাযোগ করে , পুনরায় সে আবেদনটি তোমরা নতুন করে করতে পারো।
আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে:-
প্রয়োজনীয় কাগজপত্র :-
• আয়ের শংসাপত্র।
• জন্ম তারিখের প্রমাণ।
• জাতিগত শংসাপত্রের অনুলিপি।
• শেষ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মার্কশিটের অনুলিপি।
• ব্যাঙ্ক পাসবুকের প্রথম পাতার অনুলিপি।
• আধার কার্ডের অনুলিপি।
• খাদ্যসাথী কার্ডের অনুলিপি।
এই নথিগুলি যাচাইয়ের জন্য আবেদনের হার্ড কপি সহ প্রযোজ্য ব্লক অফিস/সাব ডিভিশন অফিস/ ডিডব্লিউও কলকাতার অফিসে জমা দিতে হবে।
আবেদন করার আগে নীচে তথ্য টি অবশ্যই ভালো করে দেখে নিন:-
1 অনুগ্রহ করে আবেদন পত্রের নির্ধারিত জায়গায় আপনার নিজের আধার নম্বর দিন/ যদি না থাকে তাহলে আধার এনরোলমেন্ট আইডি দিন।
2. অনুগ্রহ করে নির্ধারিত স্থানে আপনার খাদ্যাসাথী নম্বরটি লিখুন।
3. আপনার নিজের জাতিগত শংসাপত্র নম্বর আবেদনপত্রে নির্ধারিত স্থানে লিখতে হবে।
4. পোস্ট ম্যাট্রিক স্কলারশিপের ক্ষেত্রে সাবধানে কোর্স এবং প্রতিষ্ঠান নির্বাচন করুন কোনো অমিলের ফলে আবেদন প্রত্যাখ্যান হতে পারে এবং কোনো ভুল তথ্য দিয়ে স্কলারশিপ পেলে টাকা পুনরুদ্ধার করা যেতে পারে এবং মিথ্যা তথ্য দিয়ে স্কলারশিপ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে।
5. সক্রিয় মোবাইল নম্বর যা আপনার নিজের বা যেটিতে আপনার অধিকার আছে সেই মোবাইল নম্বর দিয়ে আবেদন করুন। আপনার কোর্স শেষ না হওয়া পর্যন্ত আপনাকে এটি সংরক্ষণ করতে হবে।
6. একজন প্রার্থীর থেকে শুধুমাত্র একটি আবেদন গ্রহণ করা হয়, একাধিক আবেদনের ফলে আবেদন প্রত্যাখ্যান হতে পারে।
7 বৃত্তির পরিমাণ আপনার নিজের আধার যুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে।
৪ ভারত সরকারের ওবিসি প্রি ও পোস্ট ম্যাট্রিক বৃত্তির নির্দেশিকা অনুসারে পিতামাতা বা অভিভাবকদের শুধুমাত্র দুইজন পুত্র সন্তান বৃত্তি পাওয়ার অধিকারী এই বিধিনিষেধ কন্যা সন্তান গণের জন্য প্রযোজ্য নয়।
Official Website:- Click here
আবেদন করার জন্য click to button 👉:- Apply Now
Track An Application:- Click here




0 মন্তব্যসমূহ
Thank you