Ticker

100/recent/ticker-posts

Translate

5696 শূন্যপদে রেলে নিয়োগ, মাধ্যমিক পাশে যেকেউ আবেদন যোগ্য | RRB Railway Recruitment 2024

 5696 শূন্যপদে রেলে নিয়োগ, মাধ্যমিক পাশে যেকেউ আবেদন যোগ্য | RRB Railway Recruitment 2024



রেল বিভাগে দুর্দান্ত নিয়োগের বিজ্ঞপ্তি (RRB Railway Recruitment 2024) জারি হয়েছে। একই সঙ্গে অসংখ্য শূন্যপদে হবে নিয়োগ। আপনারা যারা দীর্ঘদিন ধরে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে ভালো কোনো চাকরির খোঁজ করছেন তাদের জন্য একটি অন্যতম সুযোগ এটি। নিয়োগের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো, এখানে শুধুমাত্র মাধ্যমিক পাশে আবেদন জানাতে পারবেন।

নিয়োগকারী সংস্থা: রেল মন্ত্রক এর তত্ত্বাবধানে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের (RRB) এর তরফে জারি হয়েছে নিয়োগের বিজ্ঞপ্তি।

পদের নাম: রেলের এই নিয়োগের মধ্য দিয়ে Assistant Loco Pilot (ALP) পদে নিয়োগ করা হবে।

মোট শূন্যপদ: অসংখ্য শূন্যপদে হবে নিয়োগ। সেক্ষেত্রে আপাতত সব মিলিয়ে 5696 টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম মাধ্যমিক পাশ করে থাকলেই আবেদন জানাতে পারবেন এখানে।

প্রার্থীর বয়সসীমা: 18 থেকে 30 বছর বয়সের মধ্যে যেকেউ আবেদন যোগ্য বলে বিবেচিত হবেন।

আবেদন পদ্ধতি: অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন।

1. সবার প্রথমে নিয়োগের অনলাইন আবেদনের লিংকে ক্লিক করে অনলাইন রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিলাপ করুন।

2. নিজের যাবতীয় তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিলাপ করতে হবে।

3. নিজের বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন করুন।

4. নিজের নাম, অভিভাবকের নাম, জন্মতারিখ, বয়স, জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি দিয়ে অনলাইন ফর্ম ফিলাপ করুন।

5. যাবতীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সঙ্গে পাসপোর্ট সাইজের রঙিন ফটো, সিগনেচার ইত্যাদি আপলোড করে সবার শেষে সাবমিট বাটনে ক্লিক করুন।

আবেদনের সময়সীমা: আগামী 20/02/2024 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। নিচে যাবতীয় লিংক দেওয়া হয়েছে।

🌐Official website  click here
 📩 Notification Download Click Here

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ