Ticker

100/recent/ticker-posts

Translate

G.k 2020-2021

 **বর্তমানে কে কোন পদে যুক্ত আছেন (As on February, 2021)*


👍 সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নাম কি? 


উঃ শরদ অরবিন্দ বােবদে।


👍ভারতের অ্যাটর্নি জেনারেলের নাম কি?


 উঃ কে কে ভেনুগােপাল।



👍ভারতের সেনাবাহিনীর প্রধান কে?


 উঃ মনােজ মুকুন্দ নারভানে।


👍ভারতের বিমান বাহিনীর প্রধান কে?

 

উঃ রাকেশ কুমার সিং ভাদোরিয়া।


👍 ভারতের নৌ বাহিনীর প্রধান কে?


 উঃ অ্যাডমিরাল করমবীর সিং।


👍ভারতের রাষ্ট্রপতির নাম কি?

 উঃ রামনাথ কোবিন্দ। 


👍 ভারতের উপরাষ্ট্রপতির নাম কি? 


উঃ এম ভেঙ্কাইয়া নাইডু।


👍রাজ্যসভার চেয়ারম্যানের নাম কি? 


উঃ এম ভেঙ্কাইয়া নাইডু।


👍লােকসভার স্পিকার -এর নাম কি? 


উঃ ওম বিড়লা।


👍লোকসভার ডেপুটি স্পিকারের নাম কি?


 উঃ এম থাম্বিদুরাই।


👍 ভারতের মুখ্য নির্বাচন কমিশনার কে? 


উঃ সুনিল আরােরা।


👍ভারতের প্রধানমন্ত্রীর নাম কি? 


উঃ নরেন্দ্র মােদি।


👍ভারতের ক্যাবিনেট সচিব কে? 

উঃ রাজিব গৌবে। 


👍 ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কে? 


উঃ অজিত কুমার দোভাল।


👍 DRDO -এর ডিরেক্টর জেনারেল কে?


 উঃ ডক্টর জি সতীশ রেডি।


👍 ভারতের অর্থ সচিবের নাম কি? 

উঃ অজয় ভূষণ পান্ডে। 


👍NIA ডিরেক্টর জেনারেল কে?


 উঃ যােগেশ চন্দ্রর মােদি।


👍 IB ডিরেক্টর কে? 


উঃ অরবিন্দ কুমার।


👍সিবিআই =এর ডিরেক্টর কে?


 উঃ প্রবীণ সিনহা।


👍 RAW -এর ডিরেক্টর

কে?

 উঃ সামন্ত গােয়েল।


👍BSF -এর ডিরেক্টর জেনারেল কো? 


উঃ রাকেশ আস্তানা।


👍CRPF -এর ডিজি কে? 


উঃ এ পি মহেশ্বরী।


👍নীতি আয়ােগ -এর চেয়ারম্যান কে?


 উঃ নরেন্দ্র মােদি।


👍নীতি আয়ােগ -এর ভাইস চেয়ারম্যান কে? 


উঃ ডক্টর রাজীব কুমার।


👍ইসরাের চেয়ারম্যানের নাম কি?

 উঃ ডক্টর কে সিবান। 


👍নীতি আয়ােগের সিইও এর নাম কি?


 উঃ অমিতাভ কান্ত।


👍জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন কে?

 

উঃ রেখা শর্মা।


👍 জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কে? 


উঃ এইচ এল দাত্তু।


👍ভাবা এটমিক রিসার্চ সেন্টার এর ডিরেক্টর কে? 


উঃ অজিত কুমার মােহান্তি।


👍SAIL -এর চেয়ারম্যানের নাম কি? 


উঃ সােমা মন্ডল। 


👍BSNL -এর চেয়ারম্যানের নাম কি? উঃ P. K, Purwar


👍রিজার্ভ ব্যাংকের গভর্নর -এর নাম কি? 


উঃ শক্তিকান্ত দাস।


👍NABARD -এর চেয়ারম্যান কে?


 উঃ জি আর চিন্তালা।


👍NASSCOM -এর প্রেসিডেন্ট কে? 


উঃ দেবানি ঘােষ।


👍CBSE -এর চেয়ারপার্সন কে? 


উঃ মনােজ আহুজা।


👍UPSC চেয়ারম্যানের নাম কি? 


উঃ প্রদীপ কুমার যােশী।


👍SSC -এর চেয়ারম্যান কে? 

উঃ ব্রজ রাজ শর্মা।


👍ICC -এর বর্তমান চেয়ারম্যান এর নাম কি? 


উঃ শশাঙ্ক মনােহর।


👍FIFA -এর চেয়ারম্যান কে? 


উঃ জিয়ান্নি ইনফান্তিনাে। 


👍NASA -র বর্তমান চেয়ারম্যান ক? 


উঃ Steve Jurczyk


👍 BCCI -এর বর্তমান চেয়ারম্যান ক? 


উঃ সৌরভ গাঙ্গুলী।


👍এস বি আই এর বর্তমান চেয়ারম্যান কে? 


উঃ দিনেশ কুমার খাড়

*

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ

Thank you