B.A 1st year এর জন্য চন্দ্রগুপ্ত ও বিসর্জন নাটকের MCQ প্রশ্ন ও উত্তর।
১) বিসর্জন নাটকের ভিকারীর বালিকার নাম কী?
> অপর্ণা ।
২) ধনোদাস মদনিকা চরিত্রটি কোন নাটকের পাওয়া যায়?
>কৃষ্ণকুমারী।
৩) কৃষ্ণকুমারী নাটকের লেখক কে?
> শ্রী মধুসূদন দত্ত।
৪) উত্তর নাটকের লেখক এর নাম কি?
>দ্বিজেন্দ্রলাল রায়।
৫) জনা কোন শ্রেণীর নাটক?
>পৌরাণিক নাটক।
৬) চন্দ্রগুপ্ত নাটকের রচনাকাল কত?
> 1931 খ্রিস্টাব্দে।
৭) গোবিন্দমাণিক্য কোন গ্রন্থের রাজা চরিত্র?
>বিসর্জন।
৮) "রাজমহিষী" অহলা বই যে রণভিম সিংহের কাহিনী তোমার কোন পাঠ্য নাটকে আছে?
>কৃষ্ণকুমারী।
৯) গিরীশচন্দ্র রচিত প্রথম পৌরাণিক নাটকের নাম কি?
>রাবনবধ।
১০) পুরুষের কাছে নারীর সুখ-দুঃখ, নারীর জীবন তুচ্ছ এই উক্তিটি কার? কোন নাটক থেকে নেওয়া হয়েছে?
>জয়ার উক্তি চন্দ্রগুপ্ত নাটক থেকে নেওয়া হয়েছে।
১১) রঘুপতি কে ছিলেন?
>রাজ পুরোহিত।
১২) কৃষ্ণকুমারী নাটকের রচনাকাল কত?
>1860 খ্রিস্টাব্দে।
১৩)যেমন নয়নী রাজ হ্ররংস কে দময়ন্তীর নিকট দূত পাঠিয়েছিলেন, আমিও তোমাকে তেমনি পাঠাচ্ছি। কাকে দুধ পাঠানো হচ্ছে?
>ধনদাস কে।
১৪) আমাদের মহারাজদিন কেবল আপনার কথায় শুধু ভাবছে, আপনার নাম করেন তার কি আর সামনে আছে, কোন মহারাজের কথা বলা হয়েছে। এটি কোন নাটকের অংশ?
>কৃষ্ণকুমারী নাটকের রাজা রানী সিংহের কথা বলা হয়েছে।
১৫) রাজরক্ত চাহে দেবী তাই তারে এনে দিবো যাহা চাহে সবদিবো সবধন শোধকরে দিয়ে থাকবো এই কেনার উক্তি কার?
১৬)আছি নাকি আছে জগতের রাজ্য তুমি যদি চুরি করে কে তোমারে করিবে বিচার কে কাকে একথা বলেছেন?
>অপর্ণা গোবিন্দ মাণিক্যে কে একথা বলেছে।
১৭) আপনি নিয়েছো যার বিশ্বমতো ভারতের ক্রন্দন কি শোভা পায়, এটি কার শান্তনা বাণী?
>অপর্ণার বানী।
১৮) তুমি ওনারা নিষ্ঠুর কে আর কাকা বলবো না। আমি তোমার কাকা নই, আমি চন্ডাল তোমার কাল হয়ে এসেছিলাম। এই কথাটি কে কাকে বলেছেন?
>বলেন্দ্র কৃষ্ণাকে।
১৯) পান্ডব কে হেতু তোমার পূজে? কপটরে শিরোমনি তুমি ছল মাত্র বল কহ এটি কে কাকে বলেছে!
>শিব বলেছে কৃষ্ণকে।
২০) ক্লান্ত তুমি বিশ্রামলভ্য বিকলাঙ্গ দারুন প্রহারে, তুমি কেন তব কেন যাচ্ছে সময়, এটি কার উক্তি?
>প্রবীরের।
২১) আমি তাকে ব্রহ্মতেজে প্রজলিত করব। সেই অগ্নি দাবানলের নাই ব্যাপ্ত হলো, সমস্ত ভারতবর্ষ জ্বলে উঠল এই কথা কে কাকে বলেছেন?
>চাণক্য চন্দ্রগুপ্ত কে।
২২) ক্ষমতা স্নেহের অভাব পূর্ণ করতে পারেনা। হৃদয়ের সঞ্চিত আকাঙ্ক্ষা গৌরিক ত্রিশারের মতো ওঠে, ভষ্ম হয়ে ছড়িয়ে পরে- এটি কার উক্তি?
>চন্দ্রগুপ্তের।
২৩) হাই মহারানী কর্তব্য কঠিন হয়ে, ওঠে তোমরা ফেরালে মুখ বিসর্জন নাটকে এই উক্তিটি কার?
>গোবিন্দ মাণিক্যের।
২৪) ধ্রুব চরিত্রটি কোন নাটকে আছে?
>জনা নাটকে।
২৫) এই বেলা এস, জয়সিংহ এসো মোরা এই মন্দিরের ছেড়ে যায় এই অনুরোধ জয়সিংহ কে করেছিলো?
>অপর্ণা।
২৬) বৃক্ষ রূপে জনার জনা নাটকে বিক্ষএর রূপ কে ধারণ করেছে?
> কৃষ্ণ।
২৭) কোন নাটক কে অতিরিক্ত শ্রেষ্ঠ কোরঅং আছে?
>জনা নাটকে।
২৮) বাহার স্বামীর নাম কি?
>অগ্নিদেব।
২৯) সাহার স্বামীর কে?
>অগ্নিদেব।
৩০) বিসর্জন নাটকের গল্পটি কোথা থেকে নেওয়া হয়েছে?
>রাজর্ষি।
৩১) পুরুষের ছদ্মবেশে কোন চরিত্রটি দেখতে পাই?
>মদনিকা।
৩২) এত রক্ত কেন উক্তিটি কার?
> রাজা গোবিন্দমাণিক্যের।
৩৩)করে ভয় জান্নবি (গঙ্গা) সাহার এটি কার উক্তি ?
>জনার।
৩৪) কুলুক কার ভাই?
>জনার।
৩৫) চন্দ্রগুপ্ত কে ছিলেন?
>মলায়াধিপতি।
৩৬) নন্দের চালক কে ছিল?
> প্যাচাল।
৩৭) ছায়া চরিত্রটি কোন নাটকের আছ?
>চন্দ্রগুপ্ত।
৩৮)কেন তুমি আমাকে ধর্মকার? আমি চন্ডাল অপেক্ষাও অধম আমি স্বয়ং কলি অবতার এই কথা কেকাকে বলেছেন?
> ভিম সিংহ বলেন্দ্র কে বলেছেন।
৩৯) জননী আমার এবার দিয়েছে দেখা প্রতক্ষ প্রতিমা জননী আমৃতময়ী একথা কে কাকে বলেছেন?
>রঘুপতি অপর্ণা কে।
৪০) নারির ক্রন্দন সোনবার জন্য এখানে আসেনি বল নারী আমার পিতাকে? কার কথা? কে কাকে বলেছে?
>অনুগন্স তার মাকে।
৪১) চন্দ্রগুপ্ত নাটকের কেন্দ্রীয় চরিত্র কোনটি?
>চন্দ্রগুপ্ত ।
৪২) কৃষ্ণকুমারী কোন শ্রেণীর নাটক?
>পৌরাণিক।
৪৩) কৃষ্ণকুমারী নাটকের নায়ক চরিত্র কোনটি?
>ভীম সিংহ।
৪৪) কৃষ্ণকুমারী নাটকের নায়িকা চরিত্র কোনটি?
>কৃষ্ণকুমারী।
৪৫) বিলাস বতির পরিচয় কি?
>রক্ষিতা।
৪৬) জনা নাটকের প্রবীরের কার প্রতি ভক্তি ছিল?
>মায়ের প্রতি।
৪৭) প্রবীরের স্ত্রীর নাম কী?
>মদন মঞ্জুর।
৪৮) জনা নাটকে জনা চরিত্রটি কর প্রতি ভক্তি ছিল?
>জন্নবি দেবীর (গঙ্গা)।
৪৯) জনা নাটকে নিলোধজ চরিত্র টি কার প্রতি ভক্তি ছিল?
> শিবের প্রতি।
৫০) দ্বিজেন্দ্রলাল রায়ের জন্ম কত সালে এবং কোথায়?
>দ্বিজেন্দ্রলাল রায়ের জন্ম 1863 খ্রিস্টাব্দে এবং নদীয়া জেলার কৃষ্ণনগরে জন্ম।
৫১) দ্বিজেন্দ্রলাল রায়ের মৃত্যু কত সালে ?
> ১৯১৩ খ্রিস্টাব্দে।
৫২) দ্বিজেন্দ্রলাল রায়ের ছদ্মনাম কি ছিল?
> দ্বিজেন্দ্রলাল রায়ের ছদ্মনাম ছিল রাজেন্দ্রলাল ও হরেন্দ্রলাল।
৫৩) দ্বিজেন্দ্রলাল রায়ের বৌদির কি নাম ছিল ?
> দ্বিজেন্দ্রলাল রায়ের বৌদির নাম ছিল মোহনী দেবী।
Pdf download link

10 মন্তব্যসমূহ
Aro Chai Ami eirakom notes
উত্তরমুছুনআরো চাই
উত্তরমুছুনDarun
উত্তরমুছুনগোবিন্দ মানিক্যের ছোট ভাইয়ের নাম
মুছুনAro chai sir
উত্তরমুছুনDarun sir aro chai eirakom notes
উত্তরমুছুনKhub bhalo hoyeche sir
উত্তরমুছুনDarun sir
উত্তরমুছুনদারুন
উত্তরমুছুনAro questions chai sir
উত্তরমুছুনThank you