࿐༆༒༺ পরিশ্রম হয়তো আপনার সুন্দর চেহারা নষ্ট করে দিতে পারে কিন্তু পরিশ্রম কখনোই আপনার ভবিষ্যৎ নষ্ট করবে না। লক্ষ্য টা আপনার তাই সেই লক্ষ্যে পৌঁছানোর জন্যে পরিশ্রম টা আপনাকেই করতে হবে। ༻༒༆࿐
আমরা যখন কোনো বিষয় নিয়ে পড়ি তখন কিছু দিন পরেই সেই পড়া গুলো ভুলে যায়, কিন্তু আমরা গল্প কখনও ভুলি না তাই আজকে আমরা গল্পের ছলে আন্তর্জাতিক দিবস গুলিকে মনে রাখবো :- ➢
_________________________________________________ফেব্রুয়ারি মাসে ৪ জন কানা ১৩ টা বেতার চুরি করতে গিয়ে ২০ বারের মতো সামাজিক ন্যায় বিচার না পেয়ে ২১ বার অকথ্য ভাষায় মায়ের কাছে থেকে গাল শুনলো। অর্থাৎ:-
➢ ৪ ই ফেব্রুয়ারি বিশ্ব ক্যানসার দিবস।
➢ ১৩ ই ফেব্রুয়ারি বিশ্ব বেতার দিবস।
➢ ২০ ই ফেব্রুয়ারি বিশ্ব সামাজিক ন্যায়বিচার দিবস।
➢ ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।_________________________________________________মার্চ মাসে ৮ জন নারী ২০ প্লেট বিরিয়ানি খেয়ে খুশি হয়ে ২১ টা বর্ণ কবিতা লিখলো। তারপর ২২ বালতি ঠান্ডা জলে স্নান করে, ২৩ শে মার্চ ঠান্ডা আবহাওয়া ২৪ জন যক্ষা রোগে মারা গেল। অর্থাৎ:-
➢ ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস।
➢ ২০ ই মার্চ আন্তর্জাতিক খুসি দিবস।
➢ ২১ শে মার্চ আন্তর্জাতিক বর্ণবৈষম্য দূরীকরণ দিবস এবং বিশ্ব কবিতা দিবস।
➢ ২২ শে মার্চ বিশ্ব জল দিবস।
➢ ২৩ শে মার্চ বিশ্ব আবহাওয়া দিবস।
➢ ২৪ সে মার্চ বিশ্ব যক্ষা দিবস।
-------------------------------------------------------------------------মনে করো তোমার বাড়ির কাছে একটা বই মেলা হচ্ছে আর সেখানে কিছু সিভিক রয়েছে। ২৩ শে এপ্রিল পুস্তক ( বই ) মেলায় ৭ জন স্বাস্থ্যবান ব্যক্তি তার মধ্যে ৬ জন শান্তি ও উয়ন্নয় বজায় রাখে। তারা ২৬ জন মেধা সম্পত্তি ব্যক্তি কে আটকাতে গিয়ে ২৫ জন ম্যালেরিয়া রোগে আক্রান্ত হয়। অর্থাৎ:-
➢ ২৩ শে এপ্রিল বিশ্ব পুস্তক ও কপিরাইট দিবস।
➢ ৭ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস।
➢ ৬ই এপ্রিল শান্তি ও উন্নয়নকামী ক্রীড়া দিবস।
➢ ২৬ শে এপ্রিল বিশ্ব মেধা সম্পত্তি দিবস।
➢ ২৫ শে এপ্রিল বিশ্ব ম্যালেরিয়া দিবস।
-------------------------------------------------------------------------৩১ শে মে তামাক বিরোধীতে ২২ জন জীবিত ১৫ টা পরিবার মিলে ১৭ টি টেলিযোগাযোগের মাধ্যমে ২৯ টা রাষ্ট্রসংঘ শান্তিরক্ষকের কাছে, ৩ টি সংবাদপত্র স্বাধীনতার দিন জমা করেন। অর্থাৎ:-
➢ ৩১ শে মে বিস্ব তামাক বিরোধী দিবস।
➢ ২২ শে মে আন্তর্জাতিক জীববৈচিত্র দিবস।
➢ ১৫ ই মে আন্তর্জাতিক পরিবার দিবস।
➢ ১৭ ই মে বিশ্ব টেলিযোগাযোগ দিবস।
➢ ২৯ শে মে আন্তর্জাতিক রাষ্ট্রসংঘ শান্তিরক্ষকের দিবস।
➢ ৩ ই মে বিশ্ব সংবাদপত্রের স্বাধীনতা দিবস।
-------------------------------------------------------------------------১৪ ই জুন রক্তদান শিবিরে ১৭ টা মরুভূমি ও শুষ্কতা অঞ্চলের ২৩ জন লোকসেবা এবং বিধবা ২০ জন শরণার্থী এবং ১২ জন শিশুশ্রমিক ৫ টি পরিবেশ থেকে ১ জন পিতা-মাতা এবং ৮ সমুদ্র থেকে এসেছিল। অর্থাৎ:-
➢ ১৪ই জুন বিশ্ব রক্তদাতা দিবস।
➢ ১৭ই জুন বিশ্ব মরুভূমি ও শুষ্কতা দূরীকরণ দিবস।
➢ ২৩ শে জুন রাষ্ট্রসংঘ লোকসভা দিবস, এবং আন্তর্জাতিক বিধবা দিবস।
➢ ২০ ই জুন বিশ্ব শরণার্থী দিবস।
➢ ১২ ই জুন বিশ্ব শিশুশ্রমিক বিরোধী দিবস।
➢ ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস।
➢ ১ লা জুন বিশ্ব মাতা-পিতা দিবস।
➢ ৮ ই জুন বিশ্ব সমুদ্র দিবস।
-------------------------------------------------------------------------২৮ শে জুলাই হেপাটাইটিস দিবসে ১১ জন লোক জনসংখ্যা এসেছিল। অর্থাৎ:-
➢ ২৮ শে জুলাই বিশ্ব হেপাটাইটিস দিবস।
➢ ১১ ই জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস।
-------------------------------------------------------------------------১৯ শে আগস্ট মানবিক দিবসের দিন ১২ জন যুবক এবং ২৯ জন নিউক্লিয় পরীক্ষা বিরোধিতা করতে এসেছিল। অর্থাৎ:-
➢ ১৯ শে আগস্ট বিশ্ব মানবিক দিবস।
➢ ১২ ই আগস্ট আন্তর্জাতিক যুব দিবস।
➢ ২৯ শে আগস্ট আন্তর্জাতিক নিউক্লিয় পরীক্ষা বিরোধী দিবস।
-------------------------------------------------------------------------২৭ শে সেপ্টেম্বর পর্যটন দিবসে ৮ জন সাক্ষরতা ব্যক্তি ১৫ জন গণতন্ত্র বিদ ব্যক্তি ও ১৬ জন ওজোন স্তর রক্ষা করা ব্যক্তি এবং ২১ জন শান্তি বজায় রাখতে গিয়ে 28 জন জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়। অর্থাৎ:-
➢ ২৭ সে সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস।
➢ ৮ ই সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস।
➢ ১৫ ই সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস।
➢ ১৬ সে সেপ্টেম্বর আন্তর্জাতিক ওজোন স্তর রক্ষা দিবস।
➢ ২১ শে সেপ্টেম্বর আন্তর্জাতিক শান্তি দিবস।
➢ ২৮ শে সেপ্টেম্বর বিশ্ব জলাতঙ্ক দিবস।
-------------------------------------------------------------------------৫ ই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসের দিন ৯ টি ডাক অফিসে ১ জন পৌরনাগরিক ২ জন অহিংসা ১০ জন মানসিক স্বাস্থ্যবান ও বিশ্বদৃষ্টি ১১ জন শিশুকন্যা ১৫ জন গ্রামের মহিলা ১৭ টা দরিদ্র পরিবারের ১৬ জন খাদ্যের জন্য ২৪ টা রাষ্ট্রসংঘের কাছে বিশ্ব তথ্য বিকাশের জন্য আন্দোলন করে। অর্থাৎ:-
➢ :- ৫ ই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস।
➢ ৯ অক্টোবর বিশ্ব ডাক ( Post) দিবস।
➢ ১ লা অক্টোবর আন্তর্জাতিক পৌর নাগরিক দিবস।
➢ ২ রা অক্টোবর আন্তর্জাতিক অহিংসা দিবস।
➢ ১০ই অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ও বিশ্ব দৃষ্টি দিবস।
➢ ১১ই অক্টোবর আন্তর্জাতিক শিশুকন্যা দিবস।
➢ ১৫ই অক্টোবর আন্তর্জাতিক গ্রামীণ মহিলা দিবস।
➢ ১৭ ই অক্টোবর আন্তর্জাতিক দারিদ্র দূরীকরণ দিবস।
➢ ১৬ অক্টোবর বিশ্ব খাদ্য দিবস।
➢ ২৪ শে অক্টোবর রাষ্ট্রসংঘ দিবস এবং বিশ্ব তথ্য বিকাশ দিবস।
-------------------------------------------------------------------------নভেম্বর মাসের ২৫ তারিখে ম্যাডাম আমাদের পড়াতে বসে মহিলা উৎপিরণ দূরীকরণ ১০ জন শান্তি এবং উন্নয়নকারী বিজ্ঞানী। ১২ জন নিউমোনিয়া ও ১৬ জন সহিস্নুতা এবং ১৪ জন ডায়বেটিস ও ২০ জন সবার শিশুকে নিয়ে ২১টা দূরদর্শনের মাধ্যমে কাহিনীগুলো দেখালো। অর্থাৎ:-
➢ ২৫ শে নভেম্বর আন্তর্জাতিক মহিলা উৎপীড়ন দূরীকরণ দিবস।
➢ ১০ই নভেম্বর বিশ্ব শান্তি এবং উন্নয়নকামী বিজ্ঞান দিবস।
➢ ১২ই নভেম্বর বিশ্ব নিউমোনিয়া দিবস।
➢ ১৬ই নভেম্বর আন্তর্জাতিক সহিস্নুতা দিবস।
➢ ১৪ ই নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস।
➢ ২০ ই নভেম্বর সর্বজনীন শিশু দিবস।
➢ ২১. শে নভেম্বর বিশ্ব দূরদর্শন এবং বিশ্ব দর্শন দিবস।
----------------------------------------------------------------------- ১০ ই ডিসেম্বর মানবধিকার দিবসের দিন স্যার আমাকে পড়াতে বসে ৭টি অসামরিক উন্নয়ন, ৯ টি দুর্নীতি বিরোধী, ১১ টি পর্বত ১৮ টা অভিবাসী এবং ২০ টা মানব সংহতির গল্প শোনালো।
৩ রা ডিসেম্বর বিকলাঙ্গ দিবসের দিন ১ জন এইডস রোগে আক্রান্ত হয়। তার সেবার জন্য ২ জন দাসত্ব প্রথার দরকার। কিন্তু ৫ মি তে আর্থিক ও সামাজিক স্বয়ংসেবক এর সমস্যার কারণে বিষ খেয়ে মাটিতে পড়ে মারা যায়। অর্থাৎ:-
➢ ১০ই ডিসেম্বর মানবাধিকার দিবস।
➢ ৭ই ডিসেম্বর আন্তর্জাতিক অসামরিক উন্নয়ন দিবস।
➢ ৯ ই ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস।
➢ ১১ই ডিসেম্বর আন্তর্জাতিক পর্বত দিবস।
➢ ১৮ ই ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস।
➢ ২০ ই ডিসেম্বর আন্তর্জাতিক মানব সংহতি দিবস।
➢ ৩ রা ডিসেম্বর আন্তর্জাতিক বিকলাঙ্গ দিবস।
➢ ১ লা ডিসেম্বর বিশ্ব এইডস দিবস।
➢ ২ রা ডিসেম্বর আন্তর্জাতিক দাসত্বপ্রথা অবলোপ দিবস।
➢ ৫ ই ডিসেম্বর আন্তর্জাতিক আর্থিক ও সামাজিক স্বয়ংসেবক, বিশ্ব মৃত্তিকা দিবস।
------------------------------------------------------------------------
আজকের এই Tricks টি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং এর সাথে আরো একটি ইতিহাসের Special Tricks দিচ্ছি সেটাও তোমরা দেখে নাও।
* মা সুই কই রাজপুতের খাতাটা ফতেপুর সেলাই করতে জাবো।
অর্থাৎ:-
➢ মনসবদারি প্রথা কে প্রচলন করেছিলেন?
➢ ' সুল- ই - কুল ' নীতি কে প্রবর্তন করেন?
➢ ইবাদৎখানা কে প্রতিষ্ঠা করেন ?
➢ রাজপুত নীতি কে প্রবর্তন করেন?
➢ ফতেপুর সিক্রি কে প্রতিষ্ঠা করেন?
➢ জাবতি প্রথার প্রবর্তন করেন কে?
➢ জাবতি প্রথার উদ্যোক্তা কে?
এর একটাই উত্তর সেটি হল :- আকবর। ________________________________________________
পান খা চাল ঘার
অর্থাৎ:-১. পান থেকে পানিপথের প্রথন যুদ্ধ(১৫২৬)।
২. খা থেকে খানওয়ার যুদ্ধ (১৫২৭)
৩. চাল থেকে চান্দেরীর যুদ্ধ (১৫২৮) বাবর ও মেদিনী রায় এর মধ্যে হয়।
৪. ঘাড় থেকে ঘরঘরার যুদ্ধ (১৫২৯)।


0 মন্তব্যসমূহ
Thank you