Ticker

100/recent/ticker-posts

Translate

লিপ ইয়ার কী বা অধিবর্ষ কাকে বলে ?

 নমস্কার বন্ধুরা আজকে আমি আলোচনা করব লিপিয়ার ইয়ার কী বা অধিবর্ষ কাকে বলে ? অধিবর্ষ সাল গুলোকে কিভাবে বের করা যায় এবং অধিবর্ষ সাল কোনগুলি আজকে সে বিষয়টা নিয়ে আলোচনা করব।



প্রশ্ন:- লিপ ইয়ার কী বা অধিবর্ষ কাকে বলে ?

উত্তর:- পৃথিবীর সূর্যকে একবার পরিক্রমণ করতে সময় লাগে ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৬ সেকেন্ড বা ৩৬৫ দিন ৬ ঘণ্টা। কিন্তু ৩৬৫ দিনে এক বছর ধরা হয়। এখন ৬ ঘণ্টা সময় অতিরিক্ত থেকে যায়। এই ৬ ঘণ্টাকে প্রতি চার বছর অন্তর ফেব্রুয়ারি মাসে ১ দিন বাড়িয়ে ২৯ দিনে মাস ধরা হয় (৪ x ৬ ঘণ্টা = ২৪ ঘণ্টা = ১ দিন)। ওই বছরটিকে ৩৬৬ দিনে বছর ধরা হয়, একে লিপ ইয়ার বা অধিবর্ষ বলে। সাধারণভাবে খ্রিস্টাব্দ সংখ্যাকে ৪ দিয়ে ভাগ করলে যদি কোনো ভাগশেষ না থাকে তবে ওই বছরকে লিপ ইয়ার বা অধিবর্ষ বলা হয়।

    ** যে বছর ইংরেজি ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা ২৮ দিন এর পরিবর্তে ১ দিন বেড়ে ২৯ দিন হয়, সেই বছরকে অধিবর্ষ বা লিপ ইয়ার বলে। অধিবর্ষের অপর নাম লিপ ইয়ার। অধিবর্ষে ফেব্রুয়ারি মাস ২৯ দিনে হয়।

কত দিনে এক অধিবর্ষ হয়?

পৃথিবী সূর্যকে একবার পরিক্রমণ করতে সময় নেয় এক বছর বা ৩৬৫ দিন। কিন্তু ৩৬৬ দিনে এক অধিবর্ষ।

অধিবর্ষের বৈশিষ্ট্য :- 

.প্রতি ৪ বছর অন্তর অধিবর্ষ হয়।

২.যে বছর অধিবর্ষ হয়, সেই বছর দিন সংখ্যা ৩৬৬ দিন হয়।

৩.অধিবর্ষ বছর গুলিতে ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা হয় ২৯ দিন।

৪.মিশরীয়রা অধিবর্ষ বা লিপ ইয়ারের প্রচলন শুরু করে।

৫.খ্রীষ্টীয় বা ইংরেজী ক্যালেন্ডার অনুযায়ী অধিবর্ষ হয়ে থাকে।

অধিবর্ষ কেন হয় ?

আমরা সাধারণত জানি যে ৩৬৫ দিনে ১বছর। কিন্তু প্রকৃতপক্ষে ১ বছর হয় ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৬ সেকেন্ড এ। এই বাড়তি ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৬ সেকেন্ড বা প্রায় ৬ ঘণ্টা প্রতি ৪ বছরে ৬x৪ = ২৪ ঘণ্টা বা সম্পূর্ণ ১ দিনে পরিনত হয়। যার ফলে ওই বছরে দিন সংখ্যা হয়ে দাঁড়ায় ৩৬৫ দিন + বাড়তি ১দিন = ৩৬৬ দিন। তাই প্রতি ৪ বছর অন্তর অধিবর্ষ হয়।

অধিবর্ষ বের করার পদ্ধতি :- 

যেহেতু প্রতি ৪ বছর অন্তর অধিবর্ষ হয়। তাই অধিবর্ষ নির্নয় করার কিছু নিয়মাবলী আছে।

খ্রিস্টাব্দ বছর গুলিকে (যেমন ২০২০, ২০২৪,২০২৯ ইত্যাদি) যদি ৪ ভাগ করলে যদি কোনো ভাগশেষ না থাকে অর্থাৎ সম্পূর্ণরূপে বিভাজিত হয়, তখন ওই বছরটি অধিবর্ষ হয়। উদাহরণ – ২০০৪,২০১২,১৮৮৪ ইত্যাদি।

শতাব্দী বছর গুলিকে (যেমন-২০০০,১৮০০,২১০০ প্রভৃতি ) ৪০০ দিয়ে ভাগ করলে যদি কোনো ভাগশেষ না থাকে অর্থাৎ সম্পূর্ণরূপে বিভাজিত হয়, তখন ওই বছরটি অধিবর্ষ হয়। উদাহরণ – ১৬০০,২০০০,২৪০০ ইত্যাদি।

        


          ধন্যবাদ সবাইকে আজকের আলোচনা এটুকুই আজকের আলোচনাটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।  এবং এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য আমরা একটি অ্যাপ তৈরি করেছি চাইলে তোমরা সেই অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে মোবাইল ইন্সটল করে রাখতে পারো এবং আমাদের এই পেজটিকে ফলো করতে পারো ।অ্যাপটি ডাউনলোড করার জন্য নিচের আইকন বাটনটিতে ক্লিক করুন




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ