গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য B.A 1st Semester এর বাংলা সাহিত্যের সাহিত্যের ইতিহাস কিছু প্রশ্ন ও উত্তর
1) চর্যাপদের সাহিত্যমূল্য বিচার করো ।
অথবা ,
চর্যার পুঁথির আবিষ্কারক কে ? চর্যাপদ কত খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয় ? চর্যার সাহিত্যমূল্যের পরিচয় দাও । ১ + ১ + ৬ =৮
উত্তর: - চর্যাপদের পুঁথির আবিষ্কারক হলেন হরপ্রসাদ শাস্ত্রী । চর্যাপদ ১৯০৭ খ্রিস্টাব্দে নেপালের রাজদরবার থেকে আবিষ্কৃত হয় , এরপর ১৯১৬ খ্রিস্টাব্দে ‘ বঙ্গীয় সাহিত্য পরিষদ ’ থেকে তা প্রকাশিত হয় । চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন । বাংলা ভাষার যাত্রা শুরু চর্যাপদকে কেন্দ্র করেই । বৌদ্ধ সহজিয়া সাধকদের সাধনা করা চর্যার মূল বিষয় হলেও চর্যার সাহিত্যমূল্যও গুরুত্বপূর্ণ । ধর্মের বিষয় হলেও কবিকে প্রথমে জীবনচিত্রের দিকে নজর দিতে হয় । চর্যার কবিরা বাঙালি জীবনকে ধরেই সাধন পদ্ধতি অনুশীলন করেছেন । জীবনের ভাঙা - গড়া , সুখ - দুঃখ মিলিয়ে যে মানবজীবন , সেই জীবনচিত্রের আভাস কবিরা দিয়েছেন চর্যাপদে । তেত্রিশ সংখ্যক পদে দেখি এক নারীর যন্ত্রণার ভাষ্য—
“ টালত মোর ঘর নাহি পড়বেষী ।
হাঁড়ীত ভাত নাঁহি নিতি আবেশী ।। ”
ঘরে অন্ন নেই অথচ অতিথির নিত্য সমাগম , আর সে যন্ত্রণা ভোগ করতে হয় এক নারীকে । কোনো পদে অবৈধ সংগমের চিত্র , কখনও সমাজের কথা উল্লেখ করে কবিরা জীবনরসের পরিচয় দিয়েছেন । চর্যাপদে বিভিন্ন রাগরাগিনীর উল্লেখ দেখে বোঝা যায় এগুলি গীত হত । হরপ্রসাদ শাস্ত্রীর মতে— “ গানগুলি বৈষুবদের কীর্তনের মত , গানের নাম চর্যাপদ । ” চর্যা যেহেতু গান , আর গান মেনেই তা গীত হয় তাই চর্যারও ছন্দ ছিল । কবিরা বিশেষ ছন্দ ব্যবহার করেছিলেন , যা ' পাদাকুলক ছন্দ ' নামে পরিচিত । তবে চর্যার মাত্রাসংখ্যা ও যতিভাগে নানা বৈচিত্র্য লক্ষ করা যায় ।
যে - কোনো কাব্যের সাহিত্যমূল্য বিচারে অলংকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । চর্যার কবিরাও অলংকার সম্পর্কে সচেতন ছিলেন । উপমা , রূপক , দৃষ্টান্ত সহ নানা অলংকারের দৃষ্টান্ত চর্যাপদে খুঁজে পাওয়া যায় । একটি দৃষ্টান্ত অলংকারের উল্লেখ করা যাক –
“ জিম জল পাণিআ টলিআ ভেউ ন জাঅ তিম মণ -রঅনা রে সমরসে গঅণ সমাঅ ।। ”
ভাব , ভাষা , দ্বন্দ , অলংকার , জীবনরস সব দিক থেকেই চর্যার কবিরা পাণ্ডিত্যের পরিচয় দিয়েছেন । হাস্যরসের পাশাপাশি করুণরস সৃষ্টিতেও কবিদের কৃতিত্ব লক্ষণীয় । বিভিন্ন জনজাতির পরিচয় দিয়ে চর্যার কবিরা এক বৃহত্তম ভূগোলের কাব্য রচনা করেছিলেন । তাই ধর্মীয় বিষয়কে সামনে রেখে এর কাহিনি গড়ে উঠলেও চর্যার সাহিত্যমূল্যকে অস্বীকার করা যায় না ।

0 মন্তব্যসমূহ
Thank you