প্রশ্ন :- নবোদয় বিদ্যালয় ও অপারেশন ব্ল্যাকবোর্ড সম্পর্কে আলোচনা করো? Discuss the Navodaya vidyalaya and operation blackboard .
গ্রামীণ বিশ্ববিদ্যালয় ( টিকা)
ভূমিকা:- ১৯৮৬ সালের জাতীয় শিক্ষানীদের সুপারিশ ক্রমে অপারেশন ব্ল্যাকবোর্ড নামে একটি প্রকল্পের সূচনা হয়। এই প্রকল্পটি প্রাথমিক শিক্ষা উন্নয়নের একটি কর্ম প্রকল্প। ব্ল্যাকবোর্ড শব্দটি দ্বারা প্রাথমিক শিক্ষা প্রয়োজন শিক্ষা সহায়ক সব ধরনের উপায়ও বোঝানো হয়েছে।
অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচি গ্রহণের কারণ:- সুমিতা করে দেখা গেছে এ দেশের এমন অনেক প্রাথমিক বিদ্যালয় আছে যেখানে ১.কোন বিদ্যালয়ের গ্রহণ নেই।
২. প্রয়োজনীয় শিক্ষক শিক্ষিকা নেই।
৩. শিক্ষাদানের উপযুক্ত শিক্ষা সহায়ক উপকরণ নেই।
৪. বিদ্যালয়ের শৌচাগার নেই।
৫. পানীয় জলের ব্যবস্থা নেই।
৬. প্রাথমিক বিদ্যালয় গুলি ছাত্রছাত্রীদের বাড়ি থেকে অনেক দূরে।
*এই সকল দুর্ব্যবস্থাকে দূরীকরণের অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচি গ্রহণ করা নয়।
কর্মসূচি:-এই প্রকল্পের মাধ্যমে প্রাথমিক শিক্ষার উন্নয়নের জন্য যেসব ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে সেগুলি হল-
1) দুটি বড় ঘর:- প্রাথমিক বিদ্যালয়ের অত্যন্ত দুখানা বড় ঘর থাকবে যেগুলো সব ঋতুতে ব্যবহার করা হয়ে থাকে।
2) প্রয়োজনীয় শিক্ষা উপকরণ:- মানচিত্র, চাট, মডেল ব্ল্যাকবোর্ড, ম্যাপ, খেলনা ও অন্যান্য শিক্ষক উপকরন সরবরাহ করতে হবে।
3) শিক্ষক নিয়োগ:- প্রতিটি বিদ্যালয় অত্যন্ত দুজন শিক্ষক নিয়োগ করতে হবে, যাদের মধ্যে একজন পুরুষ একজন মহিলা থাকতে হবে।
4) প্রতিটি শ্রেণীতে একজন শিক্ষক নিয়োগ:- বিদ্যালয়ের প্রতিটি শ্রেণীতে একজন করে শিক্ষক নিয়োগের ব্যবস্থা করতে হবে।
5) পানীয় জল ও শৌচাগার:- প্রতিটি বিদ্যালয় -এর পানীয় জল ও শৌচাগার এর ব্যবস্থা করতে হবে।
6) নবোদয় বিদ্যালয়:- ১৯৮৬ এর জাতীয় শিক্ষানীতি গুরুত্বপূর্ণ সুপারিশ ছাড়া নবোদয় বিদ্যালয় বা মডেল স্কুল।
7) উদ্দেশ্য:- দেশের অত্যন্ত মেধা সম্পন্ন শিশুদের উন্নতি মানের মাধ্যমিক শিক্ষার সুযোগ সুবিধা দান।
8) মোট বিদ্যালয়ের সংখ্যা:- কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা অনুসারে সারা ভারতে মোট 432 টি জেলায় একটি করে নবোদয় বিদ্যালয় প্রতিষ্ঠিত হবে। প্রতিটি বিদ্যালয় ৩০০ জনের বেশি ছাত্রছাত্রী থাকবে।
*আবুধাবি বিদ্যালয়ের বৈশিষ্ট্য: নবোদয় বিদ্যালয় এর বৈশিষ্ট্য গুলি হল-
1) বিদ্যালয়গুলি আবাসিক ও অবৈতনিক হবে। শিক্ষার সকল ব্যয় সরকার বহন করবে।
2) গ্রাম অঞ্চল থেকে আসা শিশু ও বালিকা কাজের জন্য ৭৫ % আসন তপশীল জাতি ও উপজাতিদের জন্য যথাক্রমে ১৫% এবং ৭৫ % শাসন সংরক্ষিত থাকবে।
3) জেলাভিত্তিক জাতীয় পরীক্ষার মাধ্যমে ছাত্র ভর্তি নেওয়া হবে। NCERT প্রশ্ন করে এবং সারাদেশে পরীক্ষা পরিচালনা করে।
4) প্রত্যেক শিক্ষার্থীকে তিনটি ভাষা শিখতে হবে। যথা- আঞ্চলিক ভাষা ,হিন্দি ও ইংলিশ ভাষা।
5) নবম শ্রেণী থেকে শিক্ষার মাধ্যম হবে হিন্দি ও ইংরেজি।
6) পাঠ্যক্রমের মধ্যে থাকার কলা বিজ্ঞান বাণিজ্য ও বৃত্তিমূলক শিক্ষা। এই বিদ্যালয়ের শিক্ষক সর্বভারতীয় ভিত্তিতে নিয়োগ হবে।
7) এই বিদ্যালয়ে সারা বছর ধরে শিক্ষার্থীদের কাজের মূল্যায়ন করা হয়।
8) এই বিদ্যালয় গুলি পরিচালিত হয় কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ডের দ্বারা (CBSE) এখানে ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনা ব্যবস্থা করা হয়। অন্যান্য বিদ্যালয়ের কাছে এগুলি পদপ্রদর্শক স্বরূপ।

0 মন্তব্যসমূহ
Thank you