1. বেঙ্গল পুলিশের ‘মোটো’ কী?
(a) We Care We Dare (b) Duty Unto Death
(c) Service and Loyalty (d) At taining Honour
Ans:-We Care we dare
2. কিরণ বেদী কোন কেন্দ্রশাসিত অঞ্চলের লেফটেন্যান্ট গভর্নর নিযুক্ত আছেন?
(a) লাক্ষাদ্বীপ (b) দাদরা ও নগর হাভেলি (c) পুদুচেরি (d) লাদাখ
উত্তর:- পুডুচেরি
3. 'Guruda Shakti' কোন ২ দেশের সামরিক মহড়া?
(a) ভারত ও নেপাল (b) ভারত ও ইন্দোনেশিয়া
(c) ভারত ও শ্রীলঙ্কা (d) ভারত ও মলদ্বীপ
উত্তর:- ভারত ও ইন্দোনেশিয়া
4. ‘ন্যাশনাল থোওহীদ জামাথ’ কোন দেশের জঙ্গি সংগঠন?
(a) আফগান-ই-স্তান (b) পাক-ই-স্তান (c) শ্রীলঙ্কা (d) বাংলাদেশ
উত্তর:- শ্রীলঙ্কা
5.‘শেকেল’ কোন দেশের মুদ্রা?
(a) আফগান-ই-জ্ঞান (b) ইজরায়েল (c) প্যালেস্তাইন (d) ব্রুনেই
উত্তর:- ইজরায়েল।
6. ‘যশ ভারতী’ ভারতের কোন রাজ্যের পুরস্কার?
(a) মহারাষ্ট্র
(b) মধ্য প্রদেশ
(c) রাজস্থান
(d) উত্তর প্রদেশ
7. ভারতের কোন রাজ্যে মুখ্যমন্ত্রী ডাল ভাত যোজনা’ চালু করা হয়েছে?
(a) বিহার
(b) ঝাড়খণ্ড
(c) ছত্তিশগড়
(d) উত্তর প্রদেশ
৪. সুরোজ কারকেরা কোন খেলার সঙ্গে যুক্ত?
(a) দাবা
(b) হকি
(c) ব্যাডমিন্টন
(d) কবাডি
9. সংবিধানের প্রস্তাবনার ধারণাটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে?
(a) অস্ট্রেলিয়া
(b) মার্কিন যুক্তরাষ্ট্র
(c) ব্রিটেন
(d) কানাডা
10. উস্তাদ আহমেদ লাহরি নীচের কোন স্থপতির নকশা তৈরি করেন?
(a) তাজমহল
(b) লালকেল্লা
(c) কুতুবমিনার
(d) জামা মসজিদ
11. শিব দত্ত নির্মহি সম্প্রতি 2020 সালে কোন বিষয়ে অসামান্য অবদানের জন্য পদ্মবিভূষণ পান?
(a) শিল্পকলা
(b) জনসেবা
(c) সাহিত্য
(d) শিল্প বাণিজ্য
12. সান্দাল্যান্ড বায়োডাইভার্সিটি হটস্পটটি কোথায় অবস্থিত?
(a) উত্তর-পূর্ব ভারত
(b) দক্ষিণ-পূর্ব ভারত
(c) পশ্চিম ভারত
(d) উত্তর ভারত
13. জুবা কোন দেশের রাজধানী?
(a) ফিজি
(b) দক্ষিণ সুদান
(c) ভিয়েতনাম
(d) ইয়েমেন
14. নির্বাচনে প্রথম নোটার ব্যবহার হয় কত সালে?
(a) 2012
(b) 2011
(c) 2014
(d) 2013
15. ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি কে গঠন করেন?
(a) রাসবিহারী বসু
(b) সুভাষচন্দ্র বসু
(c) মোহন সিং
(d) চন্দ্রশেখর আজাদ
16. নীচের কোন খেলোয়াড়কে 'হরিয়ানার হারিকেন' বলে সম্বোধন করা হয়?
(a) বীরেন্দ্র শেহবাগ
(b) বীরাট কোহলী
(c) কপিল দেব
(d) গৌতম গম্ভীর
17. রেফ্রিজারেটর কোন নীতির ওপর কাজ করে?
(a) অস্রবণ
(b) বিচ্ছুরণ
(c) সেন্ট্রিফিউগেশন
(d) বাষ্পীভবন
18. ভারতের কোন দু'টি শহরের মধ্যে প্রথম ডবল ডেকার ট্রেন চালানো হয়?
(a) আহমেদাবাদ দিল্লি
(b) দিল্লি মুম্বাই
(c) মুম্বাই – হাওড়া
(d) আহমেদাবাদ মুম্বাই
19. ভারতীয় রেল ওয়ার্কশপে প্রাকৃতিক গ্যাস ব্যবহারের জন্য কোন সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে?
(a) ONGC
(b) NTPC
(c) IOCL
(d) GAIL India
20. ভারতের কোন স্টেশনে তিন ধরণের রেলপথ ব্রড গেজ, ন্যারো গেজ, মিটার গেজ বর্তমান?
(a) আহমেদাবাদ
(b) শিলিগুড়ি
(c) সিমলা
(d) চণ্ডিগড়
21. নিউক্লিয়াসে কত শতাংশ প্রোটিন থাকে
(a) 12
(b) 13
(c) 15
(d) 17
22. যে পরিমাণ কাজের বিনিময়ে 1 cal তাপ পাওয়া যায় তা
(a) 200J
(b) 100Erg
(c) 4.2J
(d) কোনোটিই নয়
23. রমণ কত সালে নোবেল পদক
(a) 1915
(b) 193
(c) 1958
(d) 1969
24. 'পাণ্ডুবাণী' কোন রাজ্যের নৃত্যকলা?
(a) মিজোরাম
(b) উত্তর প্রদেশ
(c) ওড়িশা
(d) মধ্য প্রদেশ
25. কিউই পাখি কোন দেশের রাষ্ট্রীয় প্রতীক?
(a) ব্রিটেন
(b) নিউজিল্যান্ড
(c) নেদারল্যান্ড
(d) জাপান
26. ম্যাগসাইসাই পুরস্কার কোন দেশ থেকে দেওয়া হয়?
(a) ফিলিপাইন্স
(b) থাইল্যান্ড
(c) জার্মান
(d) আমেরিকা
27. কোন আইন গত বিষয় বা সত্যতা সম্পর্কে সুপ্রিম কোর্টের পরামর্শ নেওয়ার অধিকার কার আছে
(a) রাষ্ট্রপতি
(b) রাজ্যপাল
(c) উচ্চ আদালত
(d) সবক'টি
28. 'হরোলজি'
(a) পরিবেশ সংক্রান্ত বিজ্ঞান
(b) সময় পরিমাপ সংক্রান্ত বিজ্ঞান
(c) মহাসাগর সংক্রান্ত বিজ্ঞান
(d) মহাকাশ বিজ্ঞান
29. INA এর বিচারসভা কোথায় বসেছিল?
(a) পুরনো দিল্লির সচিবালয়ে
(b) আহমেদ নগরে
(c) দিল্লির সংসদ ভবনে
(d) দিল্লির লাল কেল্লায়
30. নীচের কোনটি ভৌত পরিবর্তন?
(a) বিভাজন
(b) অধঃপতন
(c) বিজারণ
(d) উর্ধ্বপাতন
31. মুদ্রাস্ফীতি রোধের জন্য সাময়িকভাবে ব্যবস্থা নেওয়া হয়?
(a) কর্মসংস্থান
(b) কর কমানো
(c) মঞ্জুরি বাড়ানো
(d) টাকা ছাপনোর হার বাড়ানো
32. ‘এইটটিন ফিফটি সেভেন' বইটির রচয়িতা কে?
(a) এস.এন. সেন
(b) আর.সি. ভাণ্ডার কর
(c) সৈয়দ আহমেদ খান
(d) আর.সি. মজুমদার
33. নীচের কোনটি লিবারালদের মুখপত্র ছিল?
(a) ইয়ং ইন্ডিয়া
(b) লিডার
(c) ফ্রিফ্রেস জার্নাল
(d) নিউ ইন্ডিয়া
34. প্রথম ভারতীয় সংবাদ সংস্থা ছিল
(a) ইন্ডিয়ান রিভিউ
(b) ফ্রিপ্রেস অফ ইন্ডিয়া
(c) অ্যাসোসিয়েটেড প্রেস অফ ইন্ডিয়া
(d) হিন্দুস্থান রিভিউ
35. ‘বোম্বে টাইমস’ থেকে ‘টাইমস অফ ইন্ডিয়া’ আকারে প্রথম প্রকাশিত হয় কত সালে?
(a) 1876
(b) 1861
(c) 1845
(d) 1856
36. জাতীয় গৌরব সম্বর্ধনী সভা (1866) কে প্রতিষ্ঠা করেছিলেন?
(a) প্রথম মিত্র
(b) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
(c) রাজনারায়ণ বসু
(d) রবীন্দ্রনাথ ঠাকুর
37. 'মাতৃভাষা সংবাদপত্র আইন' কত সালে জারি করা হয়েছিল?
(a) 1878
(b) 1890
(c) 1885
(d) 1895
38. কে হিন্দুমেলার আয়োজন করেন?
(a) আবুল বাশার
(b) নবগোপাল মিত্র
(c) হুমায়ুন কবীর
(d) ঈশ্বরচন্দ্র গুপ্ত
39. ‘ডিসকভারি অফ ইন্ডিয়া' বইটি কার লেখা?
(a) জওহরলাল নেহরু
(b) নেতাজী সুভাষচন্দ্র বোস
(c) রাসবিহারী বসু
(d) ড. রাজেন্দ্র প্রসাদ
40. দারিদ্র দূরীকরণ কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার মুখ্য উদ্দেশ্য ছিল?
(a) প্রথম
(b) ষষ্ঠ
(c) অষ্টম
(d) পঞ্চম
41. ‘ইন্দ্রাবতী’ কোন নদীর একটি উপনদী?
(a) দামোদর
(b) কাবেরী
(c) গঙ্গা
(d) গোদাবরী
42. মুর্শিদাবাদ, বাংলার রাজধানী হয় কত সালে?
(a) 1717
(b) 1712
(c) 1746
(d) 1767
43. ভারতের কোন রাজ্যে ‘বিশু’ উৎসব পালিত হয়?
(a) রাজস্থান
(b) বিহার
(c) কেরালা
(d) পশ্চিমবঙ্গ
44. 'Anthropological Survey of India' কবে স্থাপিত হয়?
(a) 1943
(b) 1945
(c) 1951
(d) 1962
45. ‘হাইপোগ্লসাল’ স্নায়ু মানবদেহের কোন অঙ্গে দেখা যায়?
(a) জিভ
(b) গলা
(c) নাক
(d) মুখমণ্ডল
46. TT ভ্যাকসিন কোন রোগের জন্য দেওয়া হয়?
(a) যক্ষ্মা
(b) পক্স
(c) টিটেনাস
(d) টিবি
47. ‘মুক্তির মন্দির সোপান তলে' সঙ্গীতটির গীতিকার কে?
(a) পুলক বন্দ্যোপাধ্যায়
(b) গৌরীপ্রসন্ন মজুমদার
(c) মোহিনী চৌধুরি (d) শৈলেন রায়
Ans:- মোহিনী চৌধুরি
48. “বিপ্লব দীর্ঘজীবী হোক' স্লোগানটি কার?
(a) মোহনদাস করমচাদ গান্ধী (b) ভগৎ সিং (c) ক্ষুদিরাম বসু (d) মাস্টারদা সূর্য সেন
Ans:- ভগৎ সিং
49. ‘সিপাহিজলা অভয়ারণ্য' ভারতের কোন রাজ্যে আছে?
(a) মণিপুর (b) নাগাল্যান্ড (c) ত্রিপুরা (d) মেঘালয়
উত্তর:- ত্রিপুরা।
50. ‘টাকু' কী?
(a) কুয়াশা (b) শিলাবৃষ্টি (c) শীতল স্থানীয় বায়ু (d) ধূলিঝড়
উওর:-শীতল স্থানীয় বায়ু।


0 মন্তব্যসমূহ
Thank you