-------------------------------------------------------
১.আন্তর্জাতিক খনি সচেতনতা দিবস পালন করা হয় কবে?
A) ৪ঠা এপ্রিল
B) ৫ই এপ্রিল
C) ৬ই এপ্রিল
D) ৭ই এপ্রিল
উত্তর= ➢৪ঠা এপ্রিল । এবছরের থিম হলো- Protecting Lives, Building Peace .-----------------------------------------------------
২. বিনোদনমূলক ক্ষেত্রে গাঁজার ব্যবহারকে বৈধতা দিল কোন দেশ?
A) জার্মানি
B) কানাডা
C) ব্রিটেন
D) জাপান
উত্তর= ➢জার্মানি।-----------------------------------------------------
৩.ASSOCHAM-এর নতুন প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলেন কে?
A) অজয় সিং
B) সঞ্জয় নায়ার
C) সুখেন শুক্লা
D) কেউই নন ?
উত্তর= ➢সঞ্জয় নায়ার।-----------------------------------------------------
৪. Konkan Railway Corporation-এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে?
A) অয়ন আহমেদ।
B) নিতিন বর্মন।
C) সন্তোষ কুমার ঝা।
D) কিশোর শর্মা।
উত্তর= ➢সন্তোষ কুমার ঝা ।-----------------------------------------------------
৫. পুরুষ এবং মহিলা উভয় বিভাগে 56th National Kho Kho Championships 2023-24 জিতলো কোন টিম?
A) মহারাষ্ট্র।
B) কর্নাটক।
C) কেরালা।
D) তামিলনাড়ু
উত্তর= ➢তামিলনাড়ু।-----------------------------------------------------
৬. ভারতে লিথিয়াম-আয়ন ব্যাটারি প্রস্তুত করার জন্য কোন কোম্পানির সাথে পার্টনারশীপ গড়লো Indian Oil?
A) Duracell
B) Panasonic
C) Everyday
D) Exide
উত্তর= ➢ Panasonic।-----------------------------------------------------
৭. ভারতের Top Cargo-Handling Port in 2023-24 তকমা পেল কোন বন্দর?
A) মারমাগাঁও।
B) কলকাতা।
C) হলদিয়া।
D) পারাদীপ।
উত্তর= ➢পারাদীপ।-----------------------------------------------------
৮. পরম বীর গার্ডেনের উদ্বোধন করলেন কোন রাজ্যের রাজ্যপাল আর.এন. রবি?
A) আসাম।
B) অন্ধ্রপ্রদেশ।
C) গুজরাট।
D) তামিলনাড়ু।
উত্তর= ➢তামিলনাড়ু।------------------------------------------------------
৯. Tata International-এর ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে?
A) রাজীব সিংহল।
B) মতি বিশ্বাস।
C) বিকাশ কুমার।
D) স্বপন ভট্টাচার্য।
উত্তর= ➢রাজীব সিংহল ।-----------------------------------------------------
১০. কোন রাজ্যের চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হলেন রবি কোটা?
A) মনিপুর।
B) নাগাল্যান্ড।
C) আসাম।
D) মেঘালয়।
উত্তর= ➢ আসাম।-----------------------------------------------------

0 মন্তব্যসমূহ
Thank you