Ticker

100/recent/ticker-posts

Translate

23th March Current Affairs 2024

 1. বিশ্ব আবহাওয়া দিবস পালন করা হয় ২৩শে মার্চ; এবছরের থিম হলো- "At the Frontline of Climate Action"

2.ডিসপোজেবল ই-সিগারেট বা ভ্যাপ ব্যান করলো নিউজিল্যান্ড।

3. হাইতি থেকে ভারতীয়দের উদ্ধার করে আনার জন্য লঞ্চ করা হলো 'Operation Indravati'

4.Indian Banks Association-এর নতুন চেয়ারম্যান পদে নির্বাচিত হলেন এম. ভি. রাও।

5.Indian Steel Association-এর পদে নির্বাচিত হলেন প্রেসিডেন্ট নবীন জিন্দাল।

6. ভুটানের সর্বোচ্চ নাগরিক সম্মান ‘Order পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী of the Druk Gyalpo'

7.চন্দ্র মিশন গুলির জন্য Queqiao-2 নামে স্যাটেলাইট লঞ্চ করলো চীন।

৪. মোজাম্বিক এবং তানজানিয়ার সাথে IMT TRILAT-2024 নামে নৌসেনা অনুশীলনে অংশ নেবে ভারত।

9. উত্তর প্রদেশের নতুন হোম সেক্রেটারি পদে নিযুক্ত হলেন দীপক কুমার।

10.STEAG নামে টেকনোলজি ইউনিট লঞ্চ করলো ইন্ডিয়ান আর্মি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ