2024 সালের জানুয়ারি মাসের Current affairs
1st January:-
১. কোন ব্যাংকের চেয়ারম্যান পদে পুনরায় তিন বছরের জন্য নিযুক্ত হলেন অত্নুচক্রবর্তী?
উত্তর:- HDFC Bank এর হেডকোয়াটার মুম্বাই এবং প্রতিষ্ঠান কাজ হচ্ছে আগস্ট মাসের ১৯৯৪ সাল।
২. World women's rapid championship 🏆 ভারতের মহিলা দ্বারা গ্র্যান্ড মাস্টার কুনেরু হাম্পি কিসের মেডেল জিতলেন ?
উত্তর:- রূপো।
৩. মূলধন ব্যয় এবং বিনিয়োগের জন্য কেন্দ্রের সর্বাধিক বিশেষ সহায়তা পেয়েছে কোন রাজ্য?
উত্তর:- উত্তর প্রদেশ।
৪. পন্ডচেরি ইউনিভার্সিটির Ex-officio Chancellor পদে নিযুক্ত হলেন কে?
উত্তর:- জগদীপ ধনকর। ইনি ভারতের বর্তমান উপরাষ্ট্রপতি।
৫. লোহিত সাগর শিপিং নিরাপদ করতে অপারেশন "Prosperity Gurdian" লঞ্চ করলো কে ?
উত্তর:- আমেরিকা।
৬. Kabi Youth Festival ২০২৪ আয়োজিত হচ্ছে কোথায়?
উত্তর:- আসাম।
৭. মিস মহারাষ্ট্র ২০২৩ শিরোপা জিতলেন কে?
উত্তর:- কেতকী রাউত।
৮. সম্প্রতি নিউ ইয়ার সেলিব্রেশন ব্যান্ড করল কোন দেশ?
উত্তর:- পাকিস্তান।
৯. সম্প্রতি YSR Congress Party জয়েন করলো কোন ক্রিকেটার?
উত্তর:- আম্বাতি রয়ুরু। এটি অন্ধ্রপ্রদেশের রাজনৈতিক দল।
১০. Indian Oil এর পরবর্তী হিউম্যান রিসোর্স ডিরেক্টর পদে নিযুক্ত হচ্ছেন কে ?
উত্তর:- রশ্মি গোভিল।
এর হেডকোয়ার্টার নিউ দিল্লি এবং প্রতিষ্ঠান কাল ১৯৫৯ সালের ৩০ শে জুন।
2nd January:-
১. Inter - operable Criminal justice System এ প্রথম স্থান অর্জন করলো কে?
উত্তর:- উত্তর প্রদেশ।
২. সীনিয়ার সিটিজেনদের জন্য 'Inspire' প্রোগ্রাম লঞ্চ করলো কোন ব্যাংক ?
উত্তর:- Bandhan Bank
এর হেড কোয়াটার:- কলকাতা (২০১৫)
৩. সম্প্রতি প্রয়াত প্রবীর মজুমদার কে ছিলেন?
উত্তর:- ফুটবলার। মৃত্যুকালীন তার বয়স হয়েছিল ৭৭ বছর।
৪. পুরুষ বিভাগে ২০২৩ fide world Rapid championship জিতলেন কোন দেশের দাবা খেলোয়াড় ম্যাগানেস কার্লসেন।
উত্তর:- নরওয়ে। মহিলা বিভাগে এই টাইটেল জিতলেন রাশিয়ার Anastasia Bodnaruk.
৫. ১৬- তম অর্থ কমিশনের চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে?
উত্তর:- অরবিন্দ পানাগারিয়া।
৬. কোন দেশের সাথে 'Desert Cyclone ২০২৪' নামে যৌথ মিলিটারি অনুশীলন অনুষ্ঠিত করবে ভারত?
উত্তর:- সংযুক্ত আরব আমিরাত। (UAE)
৭.ODI ক্রিকেট থেকে অবসর ঘোষনাকারী David Warner কোন দেশের খেলোয়াড়?
উত্তর:- অস্ট্রেলিয়া।
৮. নিউ দিল্লিতে ভারতে প্রথম Zero Waste Street food Festival উদ্বোধন করলেন কে?
উত্তর:- হরদীপ সিং পুরী।
৯. সম্প্রতি ১ লা বৈশাখ " রাজ্য দিবস" হিসাবে ঘোষণা করলো কে?
উত্তর:- পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের দিবস কবে ঘোষিত হল= ১ লা বৈশাখ।
১০. পশ্চিমবঙ্গের রাজ্য সংগীত হিসেবে ঘোষিত হল ''বাংলার মাটি, বাংলার জল'' গানটি কার লেখা?
উত্তর:- রবীন্দ্রনাথ ঠাকুর।
এই গানটি ১৯০৫ সালে রচিত হয়েছিল। বঙ্গভঙ্গের ১৯০৫ প্রতিবাদ করে হিন্দু ও মুসলিম বাঙালির পুনমির্লন করতে ১৯০৫ সালের ১৬ অক্টোবর রবীন্দ্রনাথ ঠাকুর " রাখি বন্ধন উৎসব" শুরু করেছিলেন এবং সেই দিন এই গানটি ছিল আন্দোলনের মূলমন্ত্র। গানটির স্বরলিপি দিয়েছেন ইন্দিরা দেবী চৌধুরানী।
3rd January:-
১. ২০২৩ ডিসেম্বর মাসে মোট জিএসটি সংগ্রহের পরিমাণ কত লক্ষ কোটি টাকা?
উত্তর:- ১.৬৫ লক্ষ্য কোটি টাকা।
২. Fire service civil defence and home guards এর ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন কে?
উত্তর:- বিবেক শ্রীবাস্তব।
৩. গণ সূর্য্য নমস্কারে আয়োজন করে গিনেস রেকর্ড গড়লো কোন রাজ্য?
অথবা - গন সূর্য নমস্কারে গিনেস বুক অফ অ্যাওয়ার্ড কোন রাজ্য জিতল?
উত্তর:- গুজরাট।
৪. কোন দেশের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেন Fleix Tshisekedi. উত্তর:- কঙ্গে।
অথবা - কংগের রাষ্ট্রপতি হলেন কে ?
উত্তর:- flexi Tshisekedi
৫. ভারতের প্রথম গার্লস সৈনিক স্কুল কোথায় চালু হল?
ভারতের প্রথম অল গার্লস সৈনিক স্কুল চালু করা হলো কোথায়?
উত্তর:- বৃন্দাবন, উত্তর প্রদেশ।
৬. কোন গাড়ি কোম্পানির নতুন MD এবং CEO পরে নিযুক্ত হলেন Gwanggu lee?
উত্তর:- kia india.
৭. Power grid corporation এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে?
উত্তর:-রবীন্দ্র কুমার ত্যাগী।
৮. কোন ব্যাংকের মদ এবং CEO পদে নিযুক্ত হলেন অশোক ভম্বণী?
উত্তর:- কোটাক মাহিন্দ্রা ব্যাংক।
৯. " Ram Mandir Rashtra Mandir Ak Saghivirast " শিরোনামে বই লঞ্চ করলেন কোন রাজ্যের রাজ্যপাল আরিফ মোহাম্মদ।
উত্তর:- কেরালা।
১০. কোন রাজ্যের চিফ সেক্রেটারি পদে পুনরায় নিযুক্ত করেন দুর্গ শংকর মিশ্র ?
উত্তর:- উত্তর প্রদেশ।
4th January:-
১. বিশ্ব ব্রেইল দিবস পালন করা হয় কবে?
উত্তর :- ৪ঠা জানুয়ারি।
২. কোথায় উত্তরপ্রদেশের প্রথম ভাসমান রেস্টুরেন্ট উদ্বোধন করলেন যোগী আদিত্যনাথ?
উত্তর:- প্রয়াগরাজ।
৩.NIVEA - India র নতুন ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে?
উত্তর:- গীতিকা মেহতা।
৪. Pm Viswakarma yojona এর বাস্তবায়ন করতে চলেছে প্রথম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি ?.
উত্তর:- জম্মু-কাশ্মীর।
৫. M.s Swaminathan Award দ্বারা সম্মানিত হলেন কে ?
উত্তর:- বি. আর .কম্বোজ।
৬. কোন দেশের নতুন ডিফেন্স মিনিস্টার পদে নিযুক্ত হলেন Dong jun?
উত্তর:- চীন।
চীনের রাজধানী বেজিং এবং মুদ্রা হচ্ছে চাইনিজ ইয়ান (রেনমিনবি)।
৭. Girls' Under -19 2023 Scottish Junior Open title জিতল কোন ভারতীয় ইস্কয়াম খেলোয়ার ?
উওর:- আনাহাত সিং।
৮. কোন রাজ্যে নতুন চিপ সেক্রেটারি পদে নিযুক্ত হলেন ভগবতী প্রসাদ গোপালিকা?
উত্তর:- পশ্চিমবঙ্গ।
৯. দলিত ও আদিবাসীদের বার্ধক্য ভাতার জন্য আবেদনের বয়সসীমা কমিয়ে ৫০ বছর করলো কোন রাজ্য ?
উত্তর:- ঝাড়খন্ড।
১০. Best Brand ২০২৩ Award জিতল কোন কোম্পানি?
উওর:- Kohinoor Group।
5th January:-
১. জাতীয় পাখি দিবস পালন করা হয় কবে?
উত্তর:- ৫ ই জানুয়ারি।
২. FIH Hockey 5s 🏑 World 🌎 Cup Qualifiers হোস্ট করবে কোন দেশ ?
উত্তর:- ওমান।
৩. বিদেশ মন্ত্রকের নতুন মুখ্য পাত্র হিসেবে নিযুক্ত হলেন কে?
উত্তর:- রণধীর জয়শাল।
৪. National legal service authority (NALA) এর এক্সিকিউটিভ চেয়ারপারসন পদে নিযুক্ত হলেন কে?
উত্তর:- সঞ্জীব খান্না।
৫. European investment bank এ নতুন প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলেন কে?
উত্তর:- Nadia Calvino
হেডকোয়াটার :- লাস্কোমবার্গ।
প্রতিষ্ঠান সাল:- ১৯৫৮ .
৬. Bibrant Gujranat Summit এর প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত হলেন কোন দেশের প্রধানমন্ত্রী Petr Fiala?
উওর:- চেক রিপাবলিক।
৭. Publity male athlete of the year award - ২০২৩ জিতলেন কে?
উত্তর:- বিরাট কোহলি।
৮. প্রথম ইউরোপিয়ান দেশ হিসেবে Digital Schegen Visa ইস্যু করবে কে ?
উত্তর:- ফ্রান্স।
৯. নৃত্য কলা নীতি পুরস্কার জিতলেন কোন ক্লাসিক্যাল নৃত্যশিল্পী ?
উত্তর:- বসন্তর লক্ষী নরসিংহচারী।
১০. ২০২৪ অস্কারের জন্য মনোনয়ন পেল কোন মুভি ?
উত্তর:- 12th Fail
6th January:-
১. বিশ্বযুদ্ধ অনাথ দিবস পালন করা হয় কবে?
উত্তর:- ৬ই জানুয়ারি। এবছরের থিম হল " orphan Lives matter"
২. ভারতের প্রথম সমস্ত দুর্ঘটনা প্রবন এলাকা গুলির মেপ রিলিজ করেছে কোন রাজ্য?
উত্তর:- পাঞ্জাব।
৩. ২০২৩ Kuvempu Award জিতলেন কোন বাঙালি লেখক ?
উত্তর:- শীর্ষেন্দু মুখোপাধ্যায়।
৪. All Indian Rubber Industries Association (AIRIA) এর প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলেন কে ?
উত্তর :- শশী সিং।
৫.Securites and Exchange Board of India (SEBI) এর এক্সিকিউটিভ ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে?
উত্তর:- জি. রাম . মোহন রাও।
৬. 14 th Chandupi Festival অনুষ্ঠিত করল কোন রাজ্য?
উত্তর:- আসাম।
৭. PRERANA PROGRAM লঞ্চ করল কোন কেন্দ্রীয় মন্ত্রক?
উত্তর:- শিক্ষা মন্ত্রক।
৮. রাম মন্দিরের উদ্বোধন দিনটিকে সম্মান জানাতে ২২ শে জানুয়ারি "DRY DAY" ঘোষণা করলে কোন রাজ্য ?
উত্তর:- ছত্রিশগড়।
৯. 100 বিলিয়ন ডলার সম্পত্তি থাকা বিশ্বে প্রথম হলেন কে ?
উত্তর:- Francoise Bettencourt তিনি ফ্রান্সের নাগরিক তিনি Loreal কোম্পানির ভার্গিস চেয়ারম্যান।
১০. ক্যান্সারের কারণে মৃত্যুর তালিকায় এশিয়ার মধ্যে ভারতের স্থান কত ?
উত্তর:- দ্বিতীয়।
১১. Central reserve police force (CRPF) এর ডেটটা জেনারেল পদে নিযুক্ত হলেন কে?
উত্তর:- অনীস দয়াল সিং।
7th January:-
১. National investment and Infrastructure Fund Limited (NIFL) এর ম্যানেজিং ডিরেক্টর এবং CEO পদে নিযুক্ত হলেন কে ?
উত্তর:- সঞ্জীব আগরবাল।
২. Indian Olympic association এর CEO পদে নিযুক্ত হলেন কে?
উত্তর:- রঘুনাথ আইয়ান।
হেডকোয়ার্টার নিউ দিল্লি প্রতিষ্ঠান সাল ১৯২৭।
৩. কোন রাজ্যের প্রথম মহিলা DGP হিসেবে নিযুক্ত হলেন রশমি শুক্লা।
উত্তর:- মহারাষ্ট্র।
৪. কোথায় 58th DGsp/IGsP Conference p ২০২৩ উদ্বোধন করলেন অমিত শাহ?
উত্তর:- জয়পুর।
৫. সম্প্রতি Gi tag পেল কোন রাজ্যের টাঙ্গাইল করিয়াল এবং গদর শাড়ি ।
উত্তর:- পশ্চিমবঙ্গ।
৬. " Sanskrit ke Ayaam" শিরোনামে বই লিখলেন কে?
উত্তর:- মনোরমা মিশ্র।
৭. এশিয়ান ডেভলপমেন্ট ব্যাঙ্ক ( ADB )এর এক্সকিউবেটিক ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে ?
উত্তর:- বিকাশশীল।
হেডকোয়ার্টার ম্যানিলা। প্রতিষ্ঠান সাল ১৯৬৬ সালের ১৯শে ডিসেম্বর।
৮. কোথায় India international jewellery trade show উদ্বোধন করলেন প্রিয়ুস গোয়েল ?
উত্তর:- মুম্বাই।
৯. Mrs. India one in a million ২০২৩ শিরোপা জিতলেন কে?
উত্তর:- রূপিকা গ্রোভার।
১০. Supreme court legal service committee এর চেয়ারপারসন হিসেবে নমিনেটেড হলেন কে ?
উত্তর:- বি. আর. গাভাই ।
8th January:-
১. পৃথিবীর ঘূর্ণন দিবস পালন করা হয় কবে?
উত্তর:- ৮ই জানুয়ারি।
২. সাম্প্রতি স্নো লেপার্ড বা তুষার চিতাকে জাতীয় প্রতীক হিসেবে ঘোষণা করল কোন দেশ ?
উত্তর:- কিরগিস্থান।
৩. কোথায় মৈইবান মধু Gi tag পেল?
উত্তর:- সুন্দরবন।
৪. "World's most admired wine brand" এর তকমা পেল কোন দেশের Marchesi Antinorm?
উত্তর:- ইতালী।
৫. International flight festival হোস্ট করবে কোন শহর?
উত্তর:- অযোধ্যা।
৬. National Asset reconstruction company ( NARCL) এর ম্যানেজিং ডিরেক্টর এবং CEO পদে নিযুক্ত হলেন কে ?
উত্তর:- পি. সন্তোষ।
৭. মিলেট চাষকে প্রেমোট করতে Rani durgavati Sri Anna Protsahan Yojana লঞ্চ করলো কে ?
উত্তর:- মধ্য প্রদেশ।
৮. বয়স সংক্রান্ত জালিয়াতি করার জন্য কোন রাজ্যের ক্রিকেটার সুমিত শর্মাকে ২ বছরের জন্য ব্যান করল BCCI?
উওর:- ওড়িশা। BCCI এর হেডকোয়ার্টার মুম্বাই। এবং প্রতিষ্ঠান সাল হাজার ১৯২৮ সালের ১ লা ডিসেম্বর। এর প্রেসিডেন্ট রাজার বিনি।
৯. কন্নড় ও সংস্কৃত ভাষার লেখা, দশম শতাব্দীর কদম্য শিলালিপি পাওয়া গেল কোথায়?
উত্তর:- গোয়া।
১০. ২০২৪ সালে এর BRICS সভাপতিত্ব করছে কোন দেশ ?
উত্তর:- রাশিয়া।
9th January:-
১. প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয় কবে?
উত্তর:- ৯ জানুয়ারি।
২. কোন দেশের প্রধানমন্ত্রী হিসেবে পঞ্চবার নির্বাচিত হলেন শেখ হাসিনা।
উত্তর:- বাংলাদেশ।
এর রাজধানী ঢাকা এবং মুদ্রার নাম টাকা।
৩. Best City for Indian Women in ২০২৩ তালিকায় প্রথম স্থান রয়েছে কোন শহর ?
উত্তর:- চেন্নাই।
৪. Adani ports and especial economics zone এর CEO তোমাদের নিযুক্ত হলেন কে?
উত্তর:- অশ্বিনী গুপ্তা।
৫. "Four stars of destiny and autobiography" শিরোনামে আত্মজীবনী লিখলেন কে ?
উত্তর:- মনোজ মুকুন্দ নারাভানে।
তিনি আর্মি স্টাফের প্রাক্তন চিফ ছিলেন।
৬. গাছের বুদ্ধি তরাদ্বিত করতে ' E- Soil করল কোন দেশের বিজ্ঞানীরা।
উত্তর:- সুইডেন।
৭. 81 st golden Globus award অনুষ্ঠান " সেরা ড্রামা" মুভি award জিতল কে ?
উত্তর:- Oppenheimer
৮. সাম্প্রতি ' student internship scheme" লঞ্চ করল কোন রাজ্য ?
উত্তর:- পশ্চিমবঙ্গ।।
৯. BIMSTEC এর সেক্রেটারি জেনারেল পদে নিযুক্ত হলেন কে?
উত্তর:- ইন্দ্র মনি পান্ডে। হেডকোয়ার্টার ঢাকা প্রতিষ্ঠান চাল ১৯৯৭ সালের ৬ জুন। এর সদস্য সংখ্যা ৭ টি দেশ - বাংলাদেশ, ভুটান, ভারত, মায়ানমার, নেপাল, শ্রীলঙ্কা, এবং থাইল্যান্ড।
১০. কোন রাজ্যের ময়ূর ভঞ্জ জেলার লাল পিঁপড়ে চাটনি GI Tag পেল?
উত্তর:- ওড়িশা।
10th January:-
১. বিশ্ব হিন্দি দিবস পালন করা হয় কবে?
উত্তর:- ১০ ই জানুযারি।
* এবছরের থিম হলো " Hindi - Bridging Traditional Knowledge and Artificial intelligence"
২. Inland waterways Development Council এর প্রথম মিটিং অনুষ্ঠিত হলো কোথায় ?
উত্তর :- কলকাতা।
৩. ' Baaya ' নামে ভারতের প্রথম ১০০% ইলেক্ট্রিক বাইক ট্যাক্সি সার্ভিস লঞ্চ করলেন কে?
উত্তর:- আসাম।
৪. 75th Creative Arts Emmy Awards জিতলেন কে?
উত্তর:- বারাক ও বামা।
৫. পোল্যান্ডকে পরাজিত করে United Cup 2024 জিতল কে?
উত্তর:- জার্মানি।
৬. চাঁদের উদ্দেশ্যে Peregrine 1 Lander লঞ্চ করলো কোন দেশ?
উত্তর:- আমেরিকা ।
৭. ইন্টারন্যাশনাল পেমেন্টস ডিভিশনের জন্যে phone pe কোম্পানীর CEO পদে নিযুক্ত হলেন কে?
উত্তর:- রিতেশ পাই (PI)
৮. ১০০ টির ও বেশি ভাষায় গান গেয়ে গিনেস রেকর্ডস নামে তুললেন কে?
উত্তর:- সুচেতা সতীশ। তিনি কেরালার বাসিন্দা।
৯. সম্প্রতি প্রয়াত উস্তাদ রশিদ খান কে ছিলেন?
উত্তর:- সঙ্গীত শিল্পী। মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর তিনি ক্লাসিকাল সংগীত শিল্পী ছিলেন।
১০. তফসিলি জাতি ও উপজাতির স্টুডেন্টদের বিনামূল্যে প্রশিক্ষণ দিতে " যোগ্যশ্রী প্রকল্প" লঞ্চ করলো কে?
উত্তর:- পশ্চিমবঙ্গ।
11th January :-
১. জাতীয় মানব পাচার সচেতন দিবস পালন করা হয় কবে?
উত্তর:- ১১ই জানুয়ারি।
২. "প্রসাদম" নামে ভারতের প্রথম হাইজেনিক ফুড স্ট্রিট উন্মোচন করা হলো কোথায়?
উত্তর:- উজ্জয়িনী, মধ্যপ্রদেশ।
৩. কোন দেশের খনিষ্ঠতম প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন Gabriel Attal ?
উত্তর:- ফ্রান্স।
৪. World's best airport for 2023 তকমা পেল কোন দেশের চাঙ্গি এয়ারপোর্ট?
উত্তর:- সিঙ্গাপুর (চাঙ্গি)।
৫. UNESCO all Heritage committee তে সভাপতিত্ব করবে কোন দেশ?
উত্তর:- ভারত। ৪৬ তম অধিবেশন হোস্ট করবে ভারত।
৬. Wireless transparent OLED TV উন্মোচন করলো কোন কোম্পানি?
উত্তর:- L.G
৭. কোন সালটিকে এখন পর্যন্ত উষ্ণতম বছর হিসেবে নিশ্চিত করল ইউরোপিয়ান ইউনিয়ন?
উত্তর:- ২০২৩।
৮. সশস্ত্র বাহিনীর জন্য নামে অ্যাসল্ট রাইফেল লঞ্চ করল কে ?
উত্তর:- DRDO (defence research and development organisation) এর হেড কোয়াটার=নিউ দিল্লি এবং প্রতিষ্ঠান সাল ১৯৫৮।
৯. World slowest City to drive in তালিকায় প্রথম স্থান রয়েছে কোন শহর?
উত্তর:- লন্ডন।
১০. অশ্বারোহী খেলার জন্য প্রথম ভারতীয় মহিলা অর্জুন পুরস্কার পেলেন কে ?
উত্তর:- দিব্যাকৃতি সিংহ।
12th January:-
১. ২৭ তম জাতীয় যুব দিবস পালন করা হলো কোন শহরে?
উত্তর:- নাশিক, মহারাষ্ট্র।
এ বছর থিম হল my Bharat viksit Bharat @2047-By the youth for youth.
২. নতুন আইনের মাধ্যমে কুকুরের মাংসের ব্যবস্থা ব্যান করল কোন দেশ?
উত্তর:- উত্তর কোরিয়া।
৩. সম্প্রতি "রামলালা দর্শন স্কিম"লাঞ্চ করল কোন রাজ্য?
উত্তর:- ছত্রিশগড়।
৪. World trade organisation (WTO) এ ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হলো কে?
উত্তর:- সিন্থিল পান্ডিয়া।
হেডকোয়ার্টার জেনেভা এবং প্রতিষ্ঠান সাল ১৯৯৫ সালের ১ লা জানুয়ারি।
৫. কোন দেশের প্রধানমন্ত্রী পদে পুনরায় নির্বাচিত হলেন Tshering Tobagy?
উত্তর:- ভুটান।
রাজধানী= থিম্পু । মুদ্রা = নুলট্রাম।
৬. Henley passport index 2024 এ ভারতে স্থান কত ?
উত্তর:- ৮০ । প্রথম স্থানে রয়েছে ফ্রান্স ,জার্মানি ,ইতালি, এবং স্পেন।
৭. সাম্প্রতিক পথ হরিরাম দিবেদী কোন ভাষার লেখক ছিলেন ?
উত্তর:- হিন্দি। এর মৃত্যু কালীন বয়স হয়েছিল ৮৭ বছর।
৮. International labour organisation এর রিপোর্ট অনুযায়ী ২০২৪ সালে বিশ্বে বেকারত্ব কত শতাংশ বৃদ্ধি পাবে?
উত্তর:- ৫.২ % ।
৯. MILAN 24 নামে অনুশীলন হোস্ট করবে কোন দেশের নেভি?
উত্তর:- ভারত। এটি অনুষ্ঠিত হবে বিশাখাপত্তনামে।
১০. শ্রীলংকার কান্দিতে ক্যাম্পস চালু করতে চলেছে কোন ITI?
উত্তর:- ITI MUDARS.
13th January:-
১. ভারতের সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন শহরের তকমা পেলাম কোন শহর?
উত্তর:- ইন্দোর এবং সুরাট।
২. মহজাগতি উচ্চশৃঙ্খলা নিরীক্ষণ করতে " Einstein Prob নামে পদ্ম ফুল আকৃতি স্যাটেলাইট লঞ্চ করলো কে ?
উত্তর:- চীন।
৩. Modi energiSing a green future শিরোনামে বই লঞ্চ করলেন কে?
উত্তর:- ভূপেন্দ্র যাদব।
৪. Union public service commission (UPSC) এর মেম্বার কদিন নিযুক্ত হলেন কে?
উত্তর:- শীল বর্ধন। এর হেডকোয়ার্টার নিউ দিল্লি প্রতিষ্ঠান সাল ১৯২৬ এর ১ লা আগস্ট।
৫. কোথায় মালকানগিরি এয়ারপোর্ট উদ্বোধন করলেন নবীন পট্রনায়েক ?
উত্তর:- উড়িষ্যা।
৬. কোন সালটিকে year of technology absorption হিসেবে পালন করবে ইন্ডিয়ান আর্মি?
উত্তর:- ২০২৪.
৭. ভারতের বৃহত্তম সমুদ্র ব্রিজ" অটল সেতু" উদ্বোধন করা হল কোথায়?
উত্তর:- মুম্বাই। এটি ২১.৮ কিমি দীর্ঘ। এর উদ্বোধন করলেন নরেন্দ্র মোদি।
৮. কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সেক্রেটারি পদে নিযুক্ত হলেন বাসব রাজু এ. স ?
উত্তর:- ছত্রিশগড়।
৯.9th India international science festival 2023 অনুষ্ঠিত হলো কোথায়?
উত্তর:- ফরিদাবাদ, হরিয়ানা।
১০. কোন দেশের সাথে " green fuels aliens " প্রতিষ্ঠা করল ডেনমার্ক?
উত্তর:- ভারত।
14th January:-
১. আন্তর্জাতিক উৎসব শুরু হল কোথায়?
উত্তর:- বিকানুর, রাজস্থান।
২. কোন দেশের পোস্ট গার্ডের সাথে sohyag kajkin নামে যৌথ অনুশীলন শুরু করলো ইন্ডিয়ান কোস্ট গার্ড?
উত্তর:- জাপান। এটি অনুষ্ঠিত হচ্ছে চেন্নাই উপকূলে।
৩. বেকার যুব সম্প্রদায়ের জন্য Yuva Nidhi স্কিম লঞ্চ করলো কে?
উত্তর:- কর্ণাটক।
৪. মরণোত্তর Tenzing norgay award পেলেন কে?
উত্তর:- সবিতা কানব্বল।
৫. Experience India র এর ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে?
উত্তর:- মনিশ যৌন।
৬. আন্তর্জাতিক T-20 ক্রিকেটে ১৫০ টি উইকেট নেওয়া প্রথম বোলার হলেন কোন দেশের Tim Soutee?
উত্তর:- নিউজিল্যান্ড।
৭.MSCI emerging markets index এ ভারতের স্থান কত?
উত্তর:- দ্বিতীয়। প্রথম স্থান রয়েছে চীন।
৮. Gravitity -1 নামে রকেট লঞ্চ করল কোন দেশের প্রাইভেট কোম্পানি Orin Space?
উত্তর:- চীন।
৯. ভারতের সবথেকে নোংরা শহর তকমা পেল ?
উত্তর:- হাওড়া।
১০.Climate Summit ২০২৪. অনুষ্ঠিত হলো কোথায়?
উত্তর:- মুম্বাই।
15th January:-
১. সবথেকে অপরিচ্ছন্ন পুরস্কার পেল কোন শহর? ভারতের সবথেকে নোংরা শহরের তকমা ?
উত্তর:- হাওড়া।
২. Climate Summit ২০২৪ অনুষ্ঠিত হলো কোথায়?
উত্তর:- মুম্বাই।
৩. Indian Army দিবস কবে পালিত হয়? ভারতীয় সেনা দিবস কবে পালিত হয়?
উত্তর:- ১৫ ই জানুয়ারী।
৪. সম্প্রতি IUCN এর রেড লিস্টে অসুরক্ষিত হিসেবে স্থান পেল কোন প্রাণী ? IUCN এর রেট লিস্ট এর বিপদজনক প্রাণী হিসেবে নথিভুক্ত হলো কোন প্রাণী ?
উত্তর:- হিমালয়ের নেকড়ে।
৫. দিউতে অনুষ্ঠিত প্রথম Beach Game's - এ ওভারঅল চ্যাম্পিয়ন হলো কোন রাজ্য? আয়োজিত ভারতের প্রথম বীচ গেমসে কোন রাজ্য স্থান অধিকার করল ?
উত্তর:- মধ্যপ্রদেশ । মোট ১৮ টিম মেডেল জিতেছে যার মধ্যে সাতটি সোনা।
৬. কোন দেশের নেভির সাথে Ex - Ayuthaya আমি অনুশীলন অনুষ্ঠিত করলেও ইন্ডিয়ান নেভি ।
উত্তর:- থাইল্যান্ড।
রাজধানী :- ব্যাংকক।
মুদ্রা:- থাই বাট।
P.M :- শ্রেষ্ঠা থাবিশিল।
৭. রাজ্যে অ্যান্টিবায়োটিক অপব্যবহার নিয়ন্ত্রণ করতে Operation Amrith লঞ্চ করল কে ?
উত্তর:- কেরালা ।
৮. সম্প্রতি প্রয়াত প্রভা আত্রে কে ছিলেন ?
উত্তর:- সংগীতশিল্পী। তিনি কিরানা ঘরানার ক্লাসিকাল সংগীত ছিলেন মৃত্যুকালীন তার বয়স হয়েছিল 92 বছর।
৯. Cleanes Ganga Town's অ্যাওয়ার্ড জিতল কোন শহর?
উত্তর:- বারানসি।
১০. সমকামী বিবাহকে বৈধতা দিতে বিলের খসড়া তৈরি করল কোন দেশ ?
উত্তর:- গ্রীস।
১১. বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) - এর এক্সিকিউটিভ বোর্ডে আমেরিকার প্রতিনিধি হিসেবে নিযুক্ত হলেন কে ?
উত্তর:- বিবেক মূর্তি।
১২. ২০২৩ সালে ভারতের সব থেকে দূষিত শহরের তালিকায় প্রথম স্থানে আছে কে?
উত্তর:- বিনিহার্ট, মেঘালয়।
১৩. কোন দেশের সাথে ১০ বছরের সিকিউরিটি এগ্রিমেন্ট স্বাক্ষর করলো ইউক্রেন ?
উত্তর:- ব্রিটেন।
16th January:-
১. জাতীয় স্টার্টআপ দিবস পালন করা হয় কবে ?
উত্তর:- ১৬ই জানুয়ারি। ২০২১ সাল থেকে এই দিনটি পালনের ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
২. Gandhi A Life in Three Campaign's " শিরোনামের বই লঞ্চ করল কে?
উত্তর:- এম. কে আকবর। তার সাথে এই বইটি যৌথভাবে লিখেছেন নটবর সিং।
৩. পেশাদার ক্রিকেট থেকে অবসর ঘোষণা কারি Shoun Marsh কোন দেশের খেলোয়াড় ?
উত্তর:- অস্ট্রেলিয়া।
৪. ১৫০ টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলা প্রথম পুরুষ ক্রিকেটার হলেন কে?
উত্তর:- রোহিত শর্মা।
৫. সম্প্রতি প্রয়াত মুনাবার রানা কোন ভাষার কবি ছিলেন?
উত্তর:- উর্দু। মৃত্যুকালীন তার বয়স হয়েছিল ৭১ বছর।
৬. কোন দেশের নতুন রাজা হলেন crown Prince Frederick x?
উত্তর:- ডেনমার্ক।
৭. ভারতের প্রথম dark sky park হলো কোন রাজ্যের পেঞ্চ টাইগার রিজার্ভ ?
উত্তর:- মহারাষ্ট্র। এশিয়ার মধ্যে পঞ্চম ডার্ক স্কাই পার্ক এটি।
৮. মহিলা স্বনির্ভর গোষ্ঠী কে সহায়তা করতে" মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযান" লঞ্চ করল কে?
উত্তর:- আসাম।
৯. Best Fifa Men's Players for ২০২৩ অ্যাওয়ার্ড জিতল কে?
উত্তর:- লিওনেল মেসি। তিনি আর্জেন্টিনার ফুটবলার।
১০. ২০২৪ সালে প্রথম ঘূর্ণিঝড় অ্যালবারো আঘাত আনলো কোন দেশ ?
উত্তর:- মাদাগাস্কার।
১১. ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন এর CEO কে হলেন?
উত্তর:- রঘুরাম আইয়ার। এর হেডকোয়ার্টার নিউ দিল্লি।
১২. কোথাকার টঙ্গাইল কোম্পানির গদর সারি জিআই ট্যাগ পেল?
উত্তর:- পশ্চিমবঙ্গ ।
১৩. ১২ই জনুয়ারি প্রবাসী দিবস কোথায় পালিত হয়?
উত্তর:- নাসিক, মহারাষ্ট্র।
১৪. আইনস্টাইন প্রোভ কোন দেশ ?
উত্তর:- চাইনা।
১৫. ভারতের দীর্ঘতম ব্রিজ কোনটি?
উত্তর:- অটল সেতু । এর দৈর্ঘ্য ২১.৮ মিটার।
17th January:-
১. কোথায় National academy of customs indirect taxes and narocotis (NACIN) এর নতুন ক্যাম্পাস উদ্বোধন করলেন নরেন্দ্র মোদি?
উত্তর:- অন্ধ্রপ্রদেশ।
২. ২০২৩ ডিসেম্বর মাসে পুরুষ বিভাগে ICC player of month award জিতল কে?
উত্তর:- Part Cummins. তিনি অস্ট্রেলিয়ার ক্রিকেটার।
৩. ২০২৩ ডিসেম্বর মাসে মহিলা বিভাগে ICC player of month award জিতলেন কোন দেশের ক্রিকেটার দীপ্তি শর্মা?
উত্তর:- ভারত।
৪. প্রথম মহিলা best environment officer award জিতলেন কে?
উত্তর:- দীপা ভান্ডারে ।
৫. কোন দেশের নেভির সাথে Ex- Authaya নামে অনুশীলন অনুষ্ঠিত করল ইন্ডিয়ান নেভি?
উত্তর:- থাইল্যান্ড।
৬. কোন দেশের রাষ্ট্রপতি পদের শপথ গ্রহণ করলেন Rernardo Arevalo?
উত্তর:- গোয়াতে মালা।
৭. " An Uncommon love the early life of Sudha and Narayana Murthy " শিরোনামে বই লিখলেন কে?
উত্তর:- চিত্রা ব্যানার্জি দিবাকারুনি।
৮. 54th world Economic Fortune Summit শুরু হলো কোথায়?
উত্তর:- সুইজারল্যান্ড। রাজধানী :- বারল।
মুদ্রা সুইফ্রান। সুইজারল্যান্ড এর দাভোসে এটি শুরু হল।
৯. কোন দেশের নতুন রাষ্ট্রপতি পদে নিযুক্ত হলেন William Tai ? তাইওয়ান এর নিউ প্রেসিডেন্ট কে হলেন? :- উইলিয়াম তাই।
উত্তর:- তাইওয়ান।
১০. SAMBHAV নাম এসেছে ওর মোবাইল ইকোসিস্টেম তৈরি করল কে?
উত্তর:- ইন্ডিয়ান আর্মি।
18th. January:-
১.2024 Military Strength Rankings-এ ভারতের স্থান কত?
উত্তর:- চথুর্ত।
প্রথম স্থানে রয়েছে আমেরিকা, দ্বিতীয় স্থানে রাশিয়া এবং তৃতীয় স্থানে রয়েছে চীন।
২. বিশ্বনাথন আনন্দকে অতিক্রম করে ভারতের ১ নং দাবা খেলোয়াড় হলেন কে?
উত্তর. আর. প্রজ্ঞানন্ধ
৩.Startup Ranking 2022-এ প্রথম স্থানে রয়েছে কোন রাজ্য?
উত্তর :- গুজরাট
৪. ভারতের Most Valuable PSU-এর তকমা পেল কোন কোম্পানি?
উত্তর:- LIC
৫. ষাঁড় বশ মানানো 'জাল্লিকাট্টু' উৎসব শুরু হলো @ তামিলনাড়ু কোথায়?
উত্তর:- তামিনাড়ু।
৬. ১ বছর দীর্ঘ "রামায়ণ উৎসব" আয়োজন করছে কোন দেশ?
উত্তর:- ভারত। দিল্লিতে অনুষ্ঠিত হবে এই উৎসব।
৭.সম্প্রতি দুষ্প্রাপ্য তিব্বতীয় ধূসর ভাল্লুক দেখা গেল কোথায়?
উত্তর:- সিকিম।
৮. Bangalore Metro Rail Corporation Limited (BMRCL)-এর ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে?
উত্তর :- মহেশ্বর রাও।
৯. Ukraine Peace Summit হোস্ট করছে কোন দেশ?
উত্তর:- সুইজারল্যান্ড।
১০.2023 FIFA's Women's Player of The Year Award জিতলেন কোন দেশের ফুটবলার Aitana Bonmati?
উত্তর:- স্পেন।
19th January:-
১.Mahtari Vandana Yojona -2024 লাঞ্চ করল কোন রাজ্য?
উত্তর:- ছত্রিশগড়।
রাজধানী :- রায়পুর, অমরাবতি।
মুখ্যমন্ত্রী:- ভূবেশ বাঘেল।
রাজ্যপাল:- বিশ্বভুবন হরিশচন্দন।
২. বিশ্বের মূল্যবান আইটি ব্র্যান্ডের তালিকায় TCS এর স্থান কত?
উত্তর:- দ্বিতীয়।
৩. এশিয়ার বৃহত্তম বেসামরিক বিমান চলাচল ইভেন্ট Wings India -২০২৪ অনুষ্ঠিত হচ্ছে কোথায়?
উওর:- হায়দ্রাবাদ।
৪. কোথায় নতুন স্পেসক্রাফট ম্যানুফ্যাকচারিং ফেসিলিটিস চালু করল Pixxel কোম্পানি?
উত্তর:- বেঙ্গালুরু।
৫. আন্তর্জাতিক T-20 ক্রিকেটার সব থেকে বেশি সেঞ্চুরি করার তালিকায় প্রথম স্থান অর্জন করলেন কে?
উত্তর:- রোহিত শর্মা।
৬. ভারতের প্রথম কেন্দ্রীয় অর্থ সাহায্যে " গরু অভয়ারন্য" তৈরি করা হচ্ছে উত্তর প্রদেশের কোথায়?
উত্তর:- মুজাফফরনগর।
৭. Miss America -২০২৪ শিরোপা জিতলেন কে?
উত্তর:- ম্যাডিসন মার্শ। তিনি আমেরিকার এয়ার ফোর্স অফিসার।
৮. 5th Meghalaya Games - এর এর উদ্বোধন করলেন কে ?
উত্তর:- দ্রেপদি মুর্মু।
৯. কোথায় "অপারেশন সর্বশক্তি" লঞ্চ করল ইন্ডিয়ান আর্মি।
উত্তর:- জম্মু-কাশ্মীর।
কাশ্মীরের পাকিস্তানের দ্বারা সন্ত্রাসবাদ পুনরুজ্জীবিত করার প্রচেষ্টাকে ব্যর্থ করতেই এই অপারেশন শুরু করা হয়েছে।
১০. আসামের সর্বোচ্চ নাগরিক সম্মান " অসম বৈভব" পাচ্ছেন কে ?
উত্তর:- রঞ্জন গগৈ। তিনি ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি এবং রাজ্যসভার এমপি।
20th January:-
১. পেঙ্গুইন সচেতনতা দিবস পালন করা হয় কবে?
উত্তর:- ২০ই জানুয়ারি।
২. ভারতের নবম ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসেবে অন্তর্ভুক্ত হলো কোন ভাষা?
উত্তর:- ফার্সি।
৩. 47 তম কলকাতা বইমেলায় থিম কান্ট্রি হল কোনটি ?
উত্তর:- যুক্তরাজ্য ( UK)
৪. বিশ্বের সবচেয়ে উঁচু আব্বেদকর মূর্তি উম্মোচন করা হলো কোথায় ?
উত্তর:- অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশের বিজয়ওড়াতে এটি উন্মোচিত হলো।
৫. "সশস্ত্র সীমা বল" এর ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন কে?
উত্তর:- দালজিত সিং চৌধুরী।
৬. Prime Yolleyu Legal এর ব্যান্ড আম্বাসেডর করেন কে?.
উত্তর:- হৃত্বিক রোশন।
৭. " Fertillising the Future" শিরোনামে বই লিখলেন কে ?
উত্তর:- মানখুস মান্দা ভিয়া।
৮. মৎস্যজীবীদের সহায়তা করতে আর্টিফিসিয়াল লিফ প্রজেক্ট উদ্বোধন করল কোন রাজ্য ?
উত্তর:- কেরালা।
৯. 19th Nam Summit শুরু হলো কোথায় ?
উত্তর:- উগান্ডা।
১০. বিশ্বের ১ নং স্মার্টফোন প্রস্তুত কারো কোম্পানির তকমা পেল কে?
উত্তর:- Apple
21th January:-
১. শিক্ষার ট্রান্সফরমেশনের জন্য " My School My Pride " ক্যাম্পেইন লঞ্চ করলো কে ?
উত্তর:- হিমাচল প্রদেশ।
২. Best Airport Award জিতল কোন Airport?
উত্তর:- বেঙ্গালুরু ও দিল্লী।
৩. আগের ৫ বছরের জন্য আইপিএল টাইটেল স্পন্সর হলো কোন কোম্পানি ?
উত্তর:- টাটা গ্রুপ।
৪. "Conversation with Aurangzeb " শিরোনামে উপন্যাস লিখলেন কে?
উত্তর:- চারু নিবেদিতা। ইনি একজন তামিল লেখক।
৫. Pesico India র নতুন CEO পরের নিযুক্ত হলেন কে?
উত্তর:- জাগ্রুত কটেজা।
৬. ভারতের প্রথম Graphere Centre তৈরি করা হলো কোথায়?
উত্তর:- কেরালা।
কেরালার কোচিতে এটি উদ্বোধন করা হলো।
৭. ভারতের প্রথম রাজ্য হিসেবে Regenerative Tourism লাঞ্চ করল কে?
উত্তর:- গোয়া।
৮. কোন রাজ্যের চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হলেন ভিরা রানা?
উত্তর:- মধ্যপ্রদেশ।
৯. চাঁদের মাটি স্পর্শ করা পঞ্চম দেশ হলো কে?
উত্তর:- জাপান।
১০. "Why Bharat Matters শিরোনামে বই লিখলেন কে?
উত্তর:- ড. এস. জযশঙ্কর। তিনি ভারতের বর্তমান বিদেশ মন্ত্রী।
*22th January* :-
১. I CCU-19 cricket World Cup 2024 হোস্ট করেছে কোন দেশ?
উত্তর:- সাউথ আফ্রিকা।
২. কোন ব্যাংকের MD এবং CEO পদে নিযুক্ত হলেন প্রবীণ অ্যাথুচার কুটি।
উত্তর:- BCB Bank হেডকোয়ার্টার মুম্বাই এবং প্রতিষ্ঠান সাল=১৯৩০।
৩. Hacil 5 -23 নামে জলের নিচে পারমাণবিক অস্ত্র পরীক্ষা করল কোন দেশ?
উত্তর:- উত্তর কোরিয়া।
৪. 13th khelo India Youth Games এর উদ্বোধন করা হলো কোথায় ?
উত্তর:- চেন্নাই।
৫. সাম্প্রতিক কোথাকার হনুমান গাহরি বেসন লাড্ডু GI Tag পেল ?
উত্তর:- অযোধ্যা।
৬. ফোবর্সের রিপোর্ট অনুযায়ী বিশ্বের সবথেকে শক্তিশালী মুদ্রা হল কোনটি ?
উত্তর:- কুয়েতি দিনার।
৭. Balkan Athlete of year award জিতলেন কে?
উত্তর:- Navok Djokovic, তিনি সার্বিয়ান টেনিস খেলোয়াড় ?
৮. মৎস্যজীবিদের জন্য Advanced Distress Alert Transmitter লঞ্চ করল কে?
উত্তর:- ISRO
হেড কোয়াটার= বেঙ্গালুরু।
প্রতিষ্ঠান সাল ১৯৬৯ সালের ১৫ ই আগস্ট।
৯. বিহারের পর ১০ দিন ব্যাপী CASTE CENSUS শুরু করল কোন রাজ্য?
উত্তর:- অন্ধ্রপ্রদেশ।
১০. 9th international balloon festival অনুষ্ঠিত হলো কোন রাজ্যে?
উত্তর:- তামিলনাড়ু। তামিলনাড়ুর পোল্লাচিতে এটি অনুষ্ঠিত হলো।
*23th January* :-
১. France's Grand Prix এর ভারতীয় রেসলার রবি কুমার দাহিয়া কিসের মেডেল জিতলেন?
উত্তর:- ব্রোঞ্জ
২. কোথায় Beoagin কোম্পানির ক্যাম্পাস উদ্বোধন করলেন নরেন্দ্র মোদি ?
উত্তর:- বেঙ্গালুরু।
৩. বিশ্বের উচ্চতম রাম মন্দির তৈরি করা হচ্ছে কোন দেশে ?
উত্তর:- অস্ট্রেলিয়া। এটি
উচ্চতা হবে ৭২১ ফুট।
৪. মোহালিতে Human Milk Bank লঞ্চ করল কোন রাজ্য ?
উত্তর:- পাঞ্জাব।
৫. Forbes Gold Reverse Ranking ভারতের স্থান কত ?
উত্তর:- নবম। প্রথম স্থানে রয়েছে আমেরিকা আমেরিকা।
৬.Pakke Paga Hornbill Festival অনুষ্ঠিত হলো কোন রাজ্য?
উত্তর:- অরুণাচল প্রদেশ।
৭. কানাডায় " Money- 2 India" মোবাইল অ্যাপ লঞ্চ করলো কোন ব্যাংক ?
উত্তর:- ICICI BANK 🏦।
৮. International sport personality award জিতলেন কে?
উত্তর:-Gianini Infantino. তিনি ফিফার প্রেসিডেন্ট।
৯. Global leader in trust তকমা পেল কোন দেশ ?
উত্তর:- ভারত।
১০. Spanish super Cup টাইটেল জিতল কোন ফুটবল ?
উত্তর:- Real Madrid
*24th January* :-
১. জাতীয় কন্যা শিশু দিবস পালন করা হয় কবে ?
উত্তর:- ২৪ শে জানুয়ারী।
২. কোন দেশের সাথে KHANJAR নামে যৌথভাবে স্পেশাল ফোর্স অনুশীলন শুরু করল ভারত ?
উত্তর:- কিরগিস্তান।
৩. UP GOURAV SAMMAN পাচ্ছেন কে?
উত্তর:- ডঃ ঋতু ও নবীন।
৪. 2026 সাল থেকে Spanish F1 GP হোস্ট করবে কোন শহর ?
উত্তর:- মাদ্রিদ।
৫. কোথায় কাচ্ছি খারেকে জেম GI Tag নামক খেজুর পেল ?
উত্তর:- গুজরাট। গুজরাট কচ্ছতে এই খেজুর পাওয়া যায়।
৬. বহুভাষিক শিক্ষার জন্য কেন্দ্রীয় সরকার কোন অ্যাপ লঞ্চ করল ?
উত্তর:- Anuvadini
৭. Desert Festival 2024 অনুষ্ঠিত হবে কোথায় ?
উত্তর:- জয়সলমীর।
৮. কোথায় National Skill Training Institute উদ্বোধন করলেন জি. কিষান রেড্ডি।
উত্তর:- হায়দ্রাবাদ।
৯. ICC T20 Caption of the year 2023 হিসেবে ঘোষিত হলেন কে ?
উত্তর:- সূর্য্য কুমার যাদব।
১০. কোন দেশের সাথে digital public infrastructure এর উপর mou স্বাক্ষর করল ভারত ?
উত্তর:- কিউবা।
25th January:-
১. জাতীয় ভোটার দিবস পালন করা হয় কবে?
উত্তর:- ২৫ শে জানুয়ারী।
এবছর থিম হলো nothing like voting vote for sure
২. পঙ্গবাল নিয়ন্ত্রণ করতে আফগানিস্তানকে ৪০ হাজার লিটার ম্যালাথিওন প্রদান করলো কোন দেশ।
উত্তর:- ভারত।
৩. কোন দেশের সাথে cyclone 🌀 নামে স্পেশাল ফোর্স অনুশীলন শুরু করলো ইজিপ্ট?
উত্তর:- ভারত।
৪. মরনোওর ভারত রত্ন পুরষ্কার পেলেন কোন রাজ্যের প্রাক্তন মুখযমন্ত্রী কারপুরী ঠাকুর?
উত্তর:- বিহার।
৫. ICC Men's ODI Cricketer of the year ২০২৩ জিতলেন কে?
উত্তর:- বিরাট কোহলি।
৬. হংকং এ আনুষ্ঠিত Asian Marathan Championship ২০২৪ এ ভারতের মানসিং কীসের মেডেল জিতলেন?
উত্তর:- সোনা।
৭. 14th All India Police Commando Competition শুরু হলো কোথায়?
উত্তর:- বিশাখাপত্তনাম।
৮. বিশ্বের চথূর্ত বৃহওম স্টক মার্কেট হলো কোন দেশ?
উত্তর :- ভারত।
৯. UAE এবং কোন দেশের সাথে " exerecise Desert Knight" বায়ুমণ্ডলের অনুশীলন শুরু করলো ইন্ডিয়ান এয়ার ফোর্স?
উত্তর:- ফ্রান্স।
১০. Jindal Stainless এর নতুন CEO পদে নিযুক্ত হলেন কে?
উত্তর:- তরুণ খুলব।
26 th January:-
১. 75 তম প্রজাতন্ত্র দিবসে ভারত প্রধান অতিথি হলেন কোন দেশের রাষ্ট্রপতি Emmanuel macron?
উওর:- ফ্রান্স।
২. বিশ্বের প্রথম Black tiger Sarif তৈরী করেছে কোন রাজ্য?
উত্তর:- উড়িষ্যা। ওড়িশার ময়ূরভঞ্জ জেলার সিমলিপাল টাইগার রিজার্ভ কাছে এটি তৈরি হচ্ছে ।
৩. ভারতের প্রথম দুই কোটি ক্রেডিট কার্ডের মাইল ইস্টোন স্পর্শ করলে কোন ব্যাংক ?.
উত্তর:- HDFC BANK.
৪. বিশ্বের প্রথম শিশুদের জন্য ম্যালেরিয়া ভ্যাকসিন প্রোগ্রাম লঞ্চ করল কোন দেশ?.
উত্তর:- ক্যামেরুল।
৫. অমুসলিম কূটনীতিকদের জন্য প্রথম অ্যালকোহল স্টোর খুললো কোন দেশ?
উত্তর:- সৌদি আরব।
৬. Hamara samvidhan hamara Samman ক্যাম্পেইন লঞ্চ করলেন কে ?
উত্তর:- জগদীপ ধানকর। তিনি ভারতের বর্তমান উপরাষ্ট্রপতি।
৭. কোন দেশের ৪০০ টি Tomahawk ক্রুজ মিসাইল কেনার জন্য চুক্তি স্বাক্ষর করলো জাপান?
উত্তর:- আমেরিকা।
৮. কোথায় Centre of exchange in digital forensics উদ্বোধন করলেন অমিত শাহ?
উত্তর:- গুজরাট। গুজরাটের গান্ধীনগর ন্যাশনাল ফরেঞ্চি সাইন্স ইউনিভার্সিটি তে এটি উদ্বোধন করা হলো।।
৯. Mamani Food festival আয়োজিত হলো কোথায় ?
উত্তর:- লাদাখ।
১০. Indian open 2024 এ মহিলা বিভাগের সিঙ্গেল টাইটেল জিতলেন কোন দেশের ব্যাটমিন্টন খেলোয়ার Tai Tzu Ying ?
উওর:- টাওয়ান।
27th January:-
১. কোথায় " india selfie point" চালু করল ইন্ডিয়ান আর্মি?
উত্তর:- জম্মু ও কাশ্মীর। জম্মু ও কাশ্মীর উড়ি সেক্টরে লাইন অফ কন্ট্রোল এর কাছে এটি চালু করা হলো।
২. ভারতের দ্বিতীয় " VLF Communication Station তৈরি করা হচ্ছে কোথায় ?
উত্তর:- তেলেঙ্গানা। VLF= VERY LOW FREQUENCY. প্রথম স্টেশনটি বানানো হয়েছিল তামিলনাড়ুতে।
৩. পরস্পর দুইবার জনসংখ্যা হ্রাস ঘটলো কোন দেশ ?
উত্তর:- চীন।
৪. GRUHA JYOTHI SCHEME লঞ্চ করতে চলেছে কোন রাজ্য ?
উত্তর:- তেলেঙ্গানা। এই প্রকল্পের আওতায় বিনামূল্যে ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ দেওয়া হয়।
৫. সম্প্রতি GI TAG পেল কোন রাজ্যের মনোপা হ্যান্ড মেড পেপার?
উত্তর:- অরুণাচল প্রদেশ।।
৬. কোন দেশে BRAHMOS সুপারসনিক ক্রুজ মিসাইল রপ্তানি করতে চলেছে ভারত?
উত্তর:- ফিলিপিন্স।
৭. FREEDOME OF THE CITY OF LONDON AWARD পেলেন কোন ভারতীয় বংশোদ্ভুত আইনজীবী ?
উত্তর:- অজিত মিশ্র।।
৮. Online safety bill অনুমোদন করল কোন দেশের পার্লামেন্ট?
উত্তর:- শ্রীলংকা।
৯. " বড়লোকের বেটি লো " গানটির অরিজিনাল শিল্পী রতন কাহার কোন পুরস্কার পেলেন ?
উত্তর:- পদ্মশ্রী। তিনি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বাসিন্দা তিনি ভাদু গানের সঙ্গে জড়িত।
১০. Col ck Naidu lifetime achievement award পেলেন কে?
উত্তর '- রবি শাস্ত্রী। ফারুখ ইঞ্জিনিয়ার।
28th January:-
১. পরস্পর পাঁচবার কেন্দ্রীয় বাজেট উপস্থাপন করতে চলা কততম অর্থমন্ত্রী হলেন নির্মলা সীতারামন?
উত্তর:- দ্বিতীয়।
২. মিথানল চালিত বিশ্বের বৃহত্তম জাহাজ লঞ্চ করল কোন কোম্পানি?
উত্তর:- Maersk জাহাজরটির নাম দেওয়া হয়েছে" The Ane Maersk।
৩. কোন দেশের সাথে Tan Seeq নামে যৌথ মিলিটারি অনুশীলন অনুষ্ঠিত করছে ভারত ?
উত্তর:- সৌদি আরব।
৪. ভারতের প্রথম Ai Unicorn হলো কোন কোম্পানি?
উত্তর:- krutrim।
৫. কোন কোম্পানির সাথে ভারত প্রথম হেলিকপ্টার অ্যাসেম্বলি লাইন তৈরি করল TATA?
উত্তর:- Airbus
৬. আমেরিকার প্রথম ইস্টেট হিসেবে একজন জেলবন্দী কে নাইট্রোজেনের মাধ্যমে মৃত্যুদণ্ড দিচ্ছ কে ?
উত্তর:- আলাবাম।
৭. প্রবীণতম পুরুষ টেনিস খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড-সলাম টাইটেল কোন দেশের রোহান রোপানা?
উত্তর:- ভারত। তিনি অস্ট্রেলিয়ান ওপেনে ৪৩ বছর বয়সে এদের টাইটেল জিতলেন।
৮. World's anti dropping agency এর ১০ বছরের পোল্যান্ড স্টাডি অনুযায়ী বিশ্বের সবথেকে খারাপ দেশ হলো কোনটি ?
উত্তর:- রাশিয়া। দ্বিতীয় স্থানে রয়েছে ভারত।
৯. সম্প্রতি অভিনেতা মিঠুন চক্রবর্তী কোন পুরস্কার সম্মানিত হলেন ?
উত্তর:- পদ্মভূষণ। এটি ভারতের তৃতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান।
১০. দুষ্প্রাপ্য " গোল্ডেন টাইগার" দেখা গেল কোথাকার কাজী রাস্তা ন্যাশনাল পার্ক ?
উত্তর:- আসাম।
29th January:-
১. Varni নামক মোবাইল অ্যাক্সেসারী কোম্পানির ব্র্যান্ডে আসেম্বেডর হলেন কে ?
উত্তর:- রবীন্দ্র জাদেজা।
২. ভারতের 5G innovation lab তৈরির র জন্য reliance Jio কোম্পানির হাত মেলাচ্ছে কে ?
উত্তর:- ওয়ান প্লাস।
৩. Fih Hockey5s Women world cup জিতল কোন দেশ ?
উত্তর:- নেদারল্যান্ড। রানার আপ হল ভারত।
৪. Uks Blavatnik Award পারছেন কজন ভারতীয় বিজ্ঞানী ?
উত্তর:- তিনজন। তারা হলেন রাহুল ,আর নায়ার মেহুল মালিক, এবং তন্ময় ভারত।
৫. কোথায় ১০০ টি নতুন বায়ো গ্যাস প্লান্ট প্রতিষ্ঠা করার ঘোষনা করলেন খরদীপ সিংপুরি ?
উত্তর:- উত্তর প্রদেশ।
৬. ২০২৪ Australian open এ মহিলা বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন কোন দেশের টেনিস তারকা Aryna sab alenka?
উত্তর:- বেলারুশ।
৭. আমেরিকার জন্য পঞ্চম বৃহত্তম পর্যটন উৎস হলো কোন দেশ ?.
উত্তর:- ভারত।
৮. ২০২৪ Australian open এ পুরুষ বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন কোন দেশের jannik sinner ?
উত্তর:- ইতালি।
৯. Insat 3d নামে আবহাওয়া সংক্রান্ত স্যাটেলাইট লঞ্চ করলো কে ?
উত্তর:- ISRO।
১০. 69 TH filmfpare award অভিনেতার তকমা পেলেন কে ?
উত্তর:- রণবীর কাপুর। এবং সেরা অভিনেত্রী তকমা পেলন অলিয়া ভাট।
30th January:-
১. ভারতের শহীদ দিবস পালন করা হয় কবে ?
উত্তর:- ৩০ শে জানুয়ারি । মহাত্মা গান্ধীর মৃত্যু দিনটিকে স্মরণ রাখা তাই এই দিবস পালন করা হয়।
২. নবম বার কোন রাজ্যের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করলেন নীতিশ কুমার ?
উত্তর:- বিহার।
৩. ২০২৭ world test championship (WTC) ফাইনাল ম্যাচ হোস্ট করবে কোন দেশ?
উত্তর:- ইংল্যান্ড।
৪. সম্প্রতি " বায়ু সেনা মেডেল " দ্বারা সম্মানিত হলেন কে ?
উত্তর:- নিকিতা মালহোত্রা।
৫. শব্দের গতির চেয়ে দ্রুত ভ্রমণ করতে সক্ষম এয়ারক্রাপটন উন্মোচন করলেন কে ?
উত্তর:- NASA
৬. উত্তর-পূর্ব ভারতের প্রথম NATUROPATHY HOSPITAL তৈরি করা হচ্ছে কোথায় ?
উত্তর:- আসাম। আসামের ডিব্রুগড়ে এটি তৈরি করা হচ্ছে।
৭. MAHDA KAYHAN ২ এবং HATEF 1 নামে তিনটি স্লাটেলাইট লঞ্চ করল কোন দেশ ?
উত্তর:- ইরান।
৮. ইন্ডিয়ান আর্মির প্রথম মহিলা সুবেদার হিসেব নিযুক্ত হলেন কে ?
উত্তর:- প্রীতি রজক।
৯. 7TH PARIKSHA PECHARCHA 2024 অনুষ্ঠিত হলো কোথায় ?
উত্তর:- নিউ দিল্লী।
১০. সম্প্রতি প্রয়াত ডক্টর নিত্য আনন্দ কে ছিলেন?
উত্তর:- গবেষক। মৃত্যুকালীন তার বয়স হয়েছিল ৯৯ বছর তিনি ভারতের প্রথম ওরাল গর্ভনিরোধক পিল " সহেলি" আবিষ্কার করেছিলেন ।
31th January:-
১.কোন দেশের প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয় বার নির্বাচিত হলেন Tshering Tabayasy?
উত্তর:- ভুটান।
২. Fourth National chilica birds festival লঞ্চ করল কোন রাজ্য ?
উত্তর:- ওড়িশা।
৩. World top- selling auto maker in 2023 তালিকায় প্রথম স্থানে রয়েছে কোন কোম্পানি?
উত্তর:- Toyota।
৪. Ek samandar mareandar শিরোনামে কবিতা সমগ্র লিখলেন কে ?
উত্তর '- সঞ্জীব যশি।
৫. International also federation female athelete of the year শীরোপা জিতলেন কোন দেশের ঊরু খেলয়ার ?
উত্তর:- নাওয়েম রাশিবিনা দেবী ।
৬. কোথাকার নতুন চিপস সেক্রেটারি পদে নিযুক্ত হলেন সর্বান?
উত্তর:- পুদুচেরি।
৭. Telecom Regulatory authority of India ( TRAI) এর চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে ?
উত্তর:- অনিল কুমার লাহতি।
৮. Laghu Baba jatya brabya kraya scheme লঞ্চ করল কোন রাজ্য ?
উত্তর:- উড়িষ্যা।
৯. 4th Annual orange festival উদ্বোধন করা হলো কোথায় ?
উত্তর:- নাগাল্যান্ড।।
১০. ভোট দানের ব্যাপারে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে একটি শর্ট ফিল্ম বানানোর জন্য কোন ফিল্ম মেকারের সাথে চুক্তি করল ভারতের নির্বাচন কমিশনার ?
উত্তর:- রাজকুমার হিরানি।


1 মন্তব্যসমূহ
Thank you
উত্তরমুছুনThank you