কর্মকেন্দ্রিক ও অভিজ্ঞতাভিত্তিক পাঠ্যক্রমের পার্থক্য
|
কর্মকেন্দ্রিক পাঠ্যক্রম |
অভিজ্ঞতাভিত্তিক পাঠ্যক্রম
|
|
কর্মকেন্দ্রিক পাঠ্যক্রম সক্রিয়তার নীতির (Activitty principle)
উপর প্রতিষ্ঠিত । |
অভিজ্ঞতাভিত্তিক পাঠ্যক্রম ফললাভের নীতির উপর
প্রতিষ্ঠিত |
|
কর্মকেন্দ্রিক পাঠ্যক্রমে, কমিটির সফল সম্পাদনের
উপর গুরুত্ব আরোপ করা হয়। |
অভিজ্ঞতাভিত্তিক পাঠ্যক্রমে কর্মসম্পাদনের
বহুমুখী ফলের উপর গুরুত্ব আরোপ করা হয়। |
|
কর্মকেন্দ্রিক পাঠ্যক্রমের উপাদান হল কতকগুলি
কর্ম। |
অভিজ্ঞতাভিত্তিক পাঠ্যক্রমের উপাদান হল
কতকগুলি অভিজ্ঞতা। |
|
কর্মকেন্দ্রিক পাঠ্যক্রমে স্বাভাবিকভাবে
শিক্ষার্থীর দৈহিক বিকাশের উপরই বেশি গুরুত্ব আরোপিত হয় । |
অভিজ্ঞতাভিত্তিক পাঠ্যক্রমে অভিজ্ঞতাগুলির বৈচিত্র্যের জন্য দৈহিক ও মানসিক উভয় দিকের বিকাশের উপর গুরুত্ব থাকে। |
|
কর্মকেন্দ্রিক পাঠ্যক্রমের সহায়তায়
পরিচালিত শিক্ষণের সমতা বজায় রাখা যায় না। |
অভিজ্ঞতাভিত্তিক
পাঠ্যক্রম পরিচালনার ক্ষেত্রে শিক্ষণের সমতা বজায় রাখা সম্ভব হয়।
|



0 মন্তব্যসমূহ
Thank you