Ticker

100/recent/ticker-posts

Translate

Difference Between Activities Curriculum and Experience Curriculum

 

কর্মকেন্দ্রিক ও অভিজ্ঞতাভিত্তিক পাঠ্যক্রমের পার্থক্য

কর্মকেন্দ্রিক পাঠ্যক্রম

অভিজ্ঞতাভিত্তিক পাঠ্যক্রম

কর্মকেন্দ্রিক পাঠ্যক্রম সক্রিয়তার নীতির (Activitty principle) উপর প্রতিষ্ঠিত ।

 

অভিজ্ঞতাভিত্তিক পাঠ্যক্রম ফললাভের নীতির উপর প্রতিষ্ঠিত

কর্মকেন্দ্রিক পাঠ্যক্রমে, কমিটির সফল সম্পাদনের উপর গুরুত্ব আরোপ করা হয়।

অভিজ্ঞতাভিত্তিক পাঠ্যক্রমে কর্মসম্পাদনের বহুমুখী ফলের উপর গুরুত্ব আরোপ করা হয়।

কর্মকেন্দ্রিক পাঠ্যক্রমের উপাদান হল কতকগুলি কর্ম।

অভিজ্ঞতাভিত্তিক পাঠ্যক্রমের উপাদান হল কতকগুলি অভিজ্ঞতা।

কর্মকেন্দ্রিক পাঠ্যক্রমে স্বাভাবিকভাবে শিক্ষার্থীর দৈহিক বিকাশের উপরই বেশি গুরুত্ব আরোপিত হয় ।

 

অভিজ্ঞতাভিত্তিক পাঠ্যক্রমে অভিজ্ঞতাগুলির বৈচিত্র্যের জন্য দৈহিক ও মানসিক উভয় দিকের বিকাশের উপর গুরুত্ব থাকে। 

কর্মকেন্দ্রিক পাঠ্যক্রমের সহায়তায় পরিচালিত শিক্ষণের সমতা বজায় রাখা যায় না

অভিজ্ঞতাভিত্তিক পাঠ্যক্রম পরিচালনার ক্ষেত্রে শিক্ষণের সমতা বজায় রাখা সম্ভব হয়।

 

এই রকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আমরা একটি অ্যাপ তৈরি করেছি চাইলে তোমরা সেই অ্যাপটিকে ডাউনলোড করে নিতে পারো। অ্যাপ টি ডাউনলোড করার জন্য নিচের দেওয়া icon button টিতে click করুন।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ