পরিবেশ বিদ্যা এর কিছু প্রশ্ন ও উত্তর
1.পরিবেশ চর্চা বা environment studies কোন বিষয়টি নিয়ে চর্চা করে?
a) আমাদের পারিপার্শ্বিক প্রাকৃতিক পরিবেশ এবং জীব জগতের উপর তার প্রভাব ।
b) রাসায়নিক পরিবেশ এবং জীব জগতের উপর তার প্রভাব।
c) জৈব পরিবেশ এবং জীব জগতের উপর তার প্রভাব।
d) উপরের সব কটি।
Ans:-a
2. নিম্নোক্ত কোনটি প্রাকৃতিক পরিবেশের প্রধান উপাদান?
a) বায়ু b) জল c) মৃত্তিকা d) সবকটি।
Ans:-b
3. নিম্নোক্ত কোন উপাদানটি সামাজিক পরিবেশের অংশ নয়?
a) শিক্ষা b) সূর্যালোক c) চারিত্রিক বৈশিষ্ট্য d) রাজনীতি।
Ans:-d
4. নিম্নোক্ত কোনটি পরিবেশের একটি জীবজ উপাদান?
a) মৃত্তিকা b) বায়ু c) জল d) উদ্ভিদগোষ্ঠী।
Ans:-d
5.নিম্নোক্ত কোনটি আবর্জনার স্তুপ থেকে নির্গত হওয়া বিষাক্ত গ্যাস?
a) হাইড্রোজেন b) ক্লোরিন c) কার্বন ডাই অক্সাইড d) হাইড্রোজেন সালফাইট।
Ans:-d
6. ভূমিকম্পের মাত্রা কোন স্কেলে প্রকাশ করা হয়?
a) এসআই স্কেল b) রিখটার স্কেল c) সিসমোগ্রাফ d) ব্যারোমিটার।
Ans:-b

0 মন্তব্যসমূহ
Thank you