Ticker

100/recent/ticker-posts

Translate

MULTIPLICATION MATHS ( গুণের অঙ্ক বা গণিত)

 আমরা জানব আজকে যে গুন কিভাবে করতে হয়। তো চলুন দেখে নিই কিভাবে গুন করতে হয়।

Multiplication কথাটির অর্থ হলো গুন।

এখানে গুন বলতে মানুষের গুণের কথা বলা হয়নি, এখানে গুন বলতে সেই গুনের কথা বলা হয়েছে যেই গুলি আমার হিসাব পত্র করি বা অঙ্ক এ যেগুলি ব্যাবহার করি।

আমারা এখন জানব যে সমস্ত সংখ্যার শেষে 5 আছে এবং ওপরে নিচের সংখ্যাগুলো  একই রকম তাদের গুণফল আমরা শিখব।

1) 45            2) 65

   ×45              ×65

Ans:- no -১- 2025. No-২-4225

1 no অংকের নিয়ম*

প্রথম:- অংকের ডানদিকের উপর নিচ গুণ।

দ্বিতীয়:- বাঁদিকের উপরে যে সংখ্যা থাকবে তার সঙ্গে 1 যোগ করে নিচের বাঁদিকের সংখ্যার সঙ্গে গুণ হবে।

Note:- ওই ধরনের অংকের ক্ষেত্রে ডান দিকের ওপর নিচ  গুন করেযা গুনফল হবে সেটা নিচে বসাতে হবে। এবং বাঁদিকের  ক্ষেত্রে উপরের সংখ্যার সঙ্গে 1যোগ করে নিচের বাঁদিকের সংখ্যার সঙ্গে গুণ হবে। গুুণ ফল যা আসবে সেটা পাসে বসাতেে হবে।

উদাহরণ:- 1) 5×5=25               2) 5×5=25

                4+1=5×4=20          6+1=7×6=42

https://quizzory.in/id/61a799560b5f8cb0f22260844

একটি মন্তব্য পোস্ট করুন

4 মন্তব্যসমূহ

Thank you