Ticker

100/recent/ticker-posts

Translate

B.A 1st Semester Education (শিক্ষাবিজ্ঞান) প্রশ্ন ও উত্তর।

 UNIVERSITY OF GOUR BANGA

 Education Questions & Answers

1) discuss the factor of education?

Ans:- শিক্ষার বহু উপাদান এর মধ্যে উল্লেখযোগ্য উপাদান হলো শিক্ষক,-শিক্ষার্থী, পাঠ্যক্রম, ও বিদ্যালয়। শিশু কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ ও অপরিহার্য উপাদান হলো শিক্ষার্থী। প্রথাগত শিক্ষার সমস্ত উপাদানগুলি একে অপরের উপর নির্ভরশীল। নিম্নে শিক্ষার উপাদান গুলি সংক্ষেপে তুলে ধরা হলো-

ক) শিক্ষার্থী:-সংকীর্ণ অর্থে শিক্ষার্থীর মধ্যে কেন সঞ্চালন করার প্রচেষ্টায় হলো শিক্ষা। ও আধুনিক বা ব্যাপক অর্থে শিক্ষার প্রসারে শিক্ষার্থীর মধ্যে সহজতা গুণাবলীর বিকাশ সাধন করা। ঘটানো আচরণের পরিবর্তন করায় শিক্ষার উদ্দেশ্য। অর্থাত শিক্ষার্থী হলো শিক্ষা ব্যবস্থার প্রধান প্রধান।

খ) শিক্ষক:-শিক্ষার সংকীর্ণ ও ব্যাপক অর্থে শিক্ষার উপাদান হিসেবে শিক্ষকের গুরুত্ব সঞ্চারিত হয়েছে। সংকীর্ণ অর্থে 0 শিক্ষক তার সঞ্চারিত জ্ঞান দিয়ে শিক্ষার্থীর শূন্য থেকে পূর্ণ করেন। ব্যাপক অর্থে শিক্ষক বন্ধু দার্শনিক এবং পথপ্রদর্শক এর ভূমিকা পালন করে থাকেন।প্রতিটি ক্ষেত্রে মানিয়ে চলার জন্য একজন সাহায্যকারী প্রয়োজন।অতীতে যখন অনিয়ন্ত্রিত শিক্ষার কোন বিকল্প ছিলনা তখন সাহায্য করেছিলেন পিতা-মাতা ও অভিভাবক।ব্যক্তির ওপর আরোপিত করেছিলেন তিনি হলেন শিক্ষক। শিক্ষকের দায়িত্ব হল মানব শিশুকে মানবসম্পদে পরিণত করা।

গ) পাঠক্রম:- শিক্ষা কার্যক্রমে কাকে শিক্ষা দেওয়া হবে কে শিক্ষা দিবেন, কি শিক্ষা দেওয়া হবে, এই প্রশ্নের উত্তর দিয়ে থাকেন পাঠ্যক্রম।প্রাচীনকালে শিক্ষা যখন সংকীর্ণ অর্থে ব্যবহৃত হতো তখন শিক্ষক নির্দেশিত শিক্ষার্থীর করণীয় কাজকেই পাঠ্যক্রম বলা হত। শিক্ষক যা বলতেন শিক্ষার্থী তাই করত।কিন্তু বর্তমানে শিক্ষার মূল লক্ষ্য হলো শিক্ষার্থীর সার্বিক বিকাশ।তাই বর্তমান পাঠ্যক্রম সকল জ্ঞান, অভিজ্ঞতা, অর্জন করতে পারে সেই বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয় ।

ঘ) শিক্ষালয় বা বিদ্যালয়::-শিক্ষার সর্বশেষ অন্যতম একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো বিদ্যালয়। প্রাচীনকালে যেখানে আলোচনা প্রশ্ন-উত্তর পড়া চলত দলগতভাবে সেই স্থানকে বলা হতো বিদ্যালয়। বর্তমান সমাজে বিদ্যালয় সম্পর্কে ধারণা পরিবর্তন হয়েছে। জালাই হলো নিয়ন্ত্রিত শিক্ষার একটি মাধ্যম।ভাতার অগ্রগতির সঙ্গে সঙ্গে প্রাকৃতিক পরিবেশের মধ্যে আধুনিক সমাজ বিদ্যালয় গড়ে উঠেছে। এখানে শিশুরা নির্দিষ্ট শ্রেণিকক্ষে গ্রন্থাগার পরীক্ষাগার কর্মশালা প্রসঙ্গ না গৃহ সমস্ত কিছুই থাকবে। সব জন্মায় মুক্ত ব্যবস্থা বিদ্যালয়।

মন্তব্য;

2) democracy and education discuss is?

write the educational impligational

 of democracy in the field?

(গণতন্ত্রের প্রভাব ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করো)

Ans:- ইংরেজি ডেমোক্রেসি শব্দটির উৎপত্তি হয়েছে দুটি গ্রিক শব্দ থেকে। একটি হল Demos এবং অপরটি হলো kratos'। demos অর্থ জনসাধারণ এবং kratos শব্দের অর্থ হলো ক্ষমতা।সুতরাং, ইংরেজি ডেমোক্রেসি শব্দটির বুৎপত্তিগত অর্থ হল জনসাধারণের ক্ষমতা। ফলে জনগণের ইচ্ছা ও জনগণের দ্বারা পরিচালিত ব্যবস্থা হলো গণতন্ত্র। এর দ্বারা মূল ভিত্তি হলো স্বাধীনতার সভ্যতা ও ভ্রাতৃত্ব বোধ জাগ্রত।

**শিক্ষায় গণতান্ত্রিকতা**:-প্রকৃতপক্ষে গণতন্ত্রের মূল নীতি আদর্শ গুলির হল প্রত্যেক ব্যক্তির প্রতি শ্রদ্ধা সাম্য ভ্রাতৃত্ব স্বাধীনতা সহনশীলতা দায়িত্ববোধ গণতান্ত্রিক আদর্শের প্রতি আত্মত্যাগ ইত্যাদি।

*শিক্ষাক্ষেত্রে গণতন্ত্রের প্রয়োগ বা গুরুত্ব**:- শিক্ষাক্ষেত্রে এর গুরুত্ব গুলি হল--

ক) গণতন্ত্র ও শিক্ষার লক্ষ্য:- এর লক্ষ্য হল -

1) শিক্ষার্থীর দক্ষতা ও চিন্তন সঠিক বিকাশ:- শিক্ষাক্ষেত্রে গণতন্ত্রের মাধ্যমে যেমন ব্যাক্তির প্রতিশ্রধা, স্বাধীনতা , ভাতৃত্ববোধ বিকাশ ঘটায়।তেমনি গণতন্ত্র শিক্ষার্থীর মধ্যে শিক্ষার্থীর দক্ষতা ও চিন্তার বিকাশ ঘটাতে সাহায্য করে।

2) শিক্ষার্থীর মুক্তমনের বিকাশ ঘটানো:-গণতান্ত্রিক প্রভাবের ফলে শিক্ষার্থীর মুক্তমনের বিকাশ ঘটানো।

3) সুনাগরিক হতে সাহায্য দান:-ধারা শিক্ষার্থীকে সুনাগরিক হতে সাহায্য করে।

4) সাম্য নীতি জাগরণ:-ভবিষ্যৎ জীবনের উপার্জন করা পথ যাতে সে খুঁজে পায় তার জন্য সম্যক জ্ঞান সংগ্রহ করে।

5) চরিত্র গঠন'-মানবজীবনে ব্যক্তির চরিত্র বান হওয়া আবশ্যক কারণ সমাজে মেলামেশা করার জন্য ব্যক্তিত্ব শিক্ষার্থীর চরিত্র গঠন।করা প্রয়োজন এই চরিত্র গঠন হয় কোন সমাজের ও মধ্য থেকে।

6) মাতৃত্ববোধ:-শিক্ষাক্ষেত্রে গণতন্ত্রের একটি অন্যতম গুরুত্বপূর্ণ প্রভাব গুলো মাতৃত্ববোধ জাগরণ। শিক্ষার্থীর মধ্যে মাতৃত্ব বোধের বিকাশ ঘটানো।

7) গণতন্ত্র ও পাঠ্যক্রম:-পাঠ্যক্রম গণতন্ত্রকে বৃদ্ধি করে নিম্নে নীতিগুলি অনুসরণ সৃষ্টি হবে সেগুলি হল-১.পাঠ্যক্রম গড়ে উঠবে ভিন্ন নীতি অনুযায়ী যেমন শিক্ষার্থীর চাহিদা, রুচি সামর্থ্য অনুযায়ী।২. বৃত্তি গ্রহণ এর দক্ষতা নীতি। ৩.শিশুর কেন্দ্রীয় শিক্ষা নীতির উপর ভিত্তি করে। ৪. শিক্ষায় সর্বব্যাপী নীতি গ্রহণ।

3) write a short note of freedom? শিক্ষাক্ষেত্রে স্বাধীনতার ভূমিকা লেখ?

Ans:-

**ভূমিকা**:-যে শিক্ষা ব্যবস্থার মধ্যে বাধাহীন, নির্দেশনাহীন, শাসনহীন, পরামর্শহীন, ভাবে শিশুপ্রকৃতির মুক্তভাবে ক্রিয়া-প্রতিক্রিয়ার মাধ্যমে যে শিক্ষা অর্জন করে ওজন ক্ষমতা বিকাশ ঘটে তাকে স্বাধীনতা বলে।

           এই প্রসঙ্গে রবীন্দ্রনাথ বলেছেন "প্রাণের সম্বন্ধে থেকে বিচ্ছিন্ন হয়ে যে বিদ্যা লাভ করা যায় তা কখনো জীবনের সঙ্গে অন্তরঙ্গ হয়ে উঠতে পারে না''।

***শিক্ষা ক্ষেত্রে সাধিনাতা***-রুশো, কমোনিয়াস, ফ্রয়েবেল, রবীন্দ্রনাথ, গান্ধীজী, প্রমুখ, ভাববাদী, প্রকৃতিবাদী, অপপ্রয়োগ সকলে শিক্ষায় স্বাধীনতাকে সমর্থন জানিয়েছেন। এর মধ্যে যেমন দার্শনিক ভিত্তি রয়েছে ঠিক তেমনি রয়েছে মনোবৈজ্ঞানিক ভিত্তি-

১. আত্ম সক্রিয়তার মাধ্যমে**-শিক্ষার্থীর সম্ভাবনা নিয়ে জন্মগ্রহণ করে।চেয়ে স্বাধীনভাবে আত্ম সক্রিয়তার মাধ্যমে তার উপযোগী বিষয়বস্তু করে রাখে ফলে তার শিক্ষা ফলপ্রসু হয়ে ওঠে।

2. সচেতনা:-শিক্ষায় স্বাধীনতা থাকার ফলে শিক্ষার্থীর নিজে সচেতন হয়ে। 11 কিভাবে বিষয়বস্তু করতে কারণ সেখানে কোনো বাধা থাকে না তার শিখন কার্য হল প্রশু হয়ে ওঠে।

৩. স্পষ্ট বাদিতা:-স্বাধীনভাবে শিক্ষা গ্রহণ করার ফলে শিক্ষার্থীর সংখ্যা গুনে বাধাহীনভাবে নিজে যা শিখে তার ফলে সে বাধাহীন হয় স্পষ্ট ভাবে তার জ্ঞান ব্যক্ত করে ।

৪. মুক্তমনে:-শিক্ষায় স্বাধীনতা থাকার ফলে শিক্ষার্থী মন করেছে তার মনের ইচ্ছা প্রকাশ করে এবং সে যা চায় তাকে তা বিজ্ঞানসম্মতভাবে শিক্ষা উপকরণ গুলি সরবরাহ করতে হয়। ফলে শিক্ষার্থীর অন্তর্নিহিত গুণাবলীর স্বাভাবিক বিকাশ ঘটে যা শিক্ষার্থীকে।

৫. সাফল্যবন:-স্বাধীন শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থী সফল হওয়ার পর খুঁজে পাই । শিক্ষার বিদ্যালয় থেকে সার্বিকভাবে লাভ করে।


PDF DOWNLOAD Click here

একটি মন্তব্য পোস্ট করুন

5 মন্তব্যসমূহ

Thank you