Ticker

100/recent/ticker-posts

Translate

W.B.P POLICE PRACTICE SET -1 Special G.K

 ১. পারসেক  কিসের একক?

উত্তর:-দূরত্বের। 

২. দীপ্তিমান প্রাবল্যের এসআই একক কি?

উত্তর:- লুমেন।

৩. নিউক্লিয়াস এর ব্যাসার্ধ মাপার একক কি? 

উত্তর:- ফর্মী। 

৪.all night, all blood is black বইটি কে লেখেন?

উত্তর:- ডেভিড ডিউক। 

৫.Oneology কিসের সাথে জড়িত? 

উত্তর:- ক্যান্সার। মনে রাখার উপায় ক্যান্সার হলে অংক করা যায় না। 

৬. ভারতীয় মিলিটারি একাডেমি কোথায় অবস্থিত? 

ভারতীয় অরণ্য গবেষণা কেন্দ্রঘর কোথায় অবস্থিত? 

উত্তর:- দেরাদুন। 

৭. Loss of Memory?

উত্তর: - Amnesia 

৮. The Murder of One’s Father?

উত্তর:- Patricide 

৯. A list of book and writing of one author or one subject?

উত্তর:-bibliography 

১০. Yearly celebration of a date or an event?

 উত্তর:- Anniversary 

১১. The killing of one’s mother callled?

উত্তর:- Matricide 

১২. নৌবিদ্রোহ কোন জাহাজে ঘটেছিল ?

উত্তর:- তলেয়ার।

১৩. কোন সম্রাট গ্রাম পঞ্চায়েত গঠন করেছিলেন? 

উত্তর:-: শেরশাহ ।

১৪. কাকে ‘পূর্ব এশিয়া ভারতের স্বাধীনতা সংগ্রামের জনক’ বলা হয়?

উত্তর:- হাসবিহারী বসুকে।

১৫. ‘অস্কার পিস্টোরিয়াস’কোন খেলার সাথে যুক্ত? 

উত্তর:- দৌড়।

১৬. মুঘল আমলে নৌ বিভাগকে কি বলা হতো?

উত্তর:- নাওয়ারা।

১৭. তৃতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় হয়? 

উত্তর:- পাটলিপুত্র। 

মনে রাখার উপায় রাজার বউ পাটালি খায় অর্থাৎ রাজার থেকে রাজগৃহ বউ থেকে বৈশালি পাটালি থেকে পাটলিপুত্র খাই থেকে কাশ্মীর। 

১৮. পাইক বিদ্রোহ কবে শুরু হয়? 

উত্তর:-১৮১৭ সালে। 

১৯. কোন উষ্ণতা জলের ঘনত্ব সর্বাধিক? 

উত্তর:- 4°C

২০. মাছকে জলের গভীরতায় ওঠানামায় সাহায্য করে মাছের কোন অংশ ?

উত্তর:- পটকা। 

২১. আদিনা মসজিদ কে নির্মাণ করেন? 

উত্তর:- সিকান্দার শাহ। 

২২. বাবর আজম কোন খেলার সঙ্গে যুক্ত? 

উত্তর:- ক্রিকেট। 

২৩. বাংলার মুকুটহীন রাজা কাকে বলা হয়? 

উত্তর:- সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 

২৪. জি মিলকা সিং কোন খেলার সাথে যুক্ত? 

উত্তর:- গল্ফ।

২৫. তেজস্ক্রিয় মৌল থেকে কি নিঃসৃত হয় না?

 উত্তর:- নিউট্রন কণা। 

২৬. ভারতের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত?

উত্তর:- 3:2

২৭. ননমিক রান্নার পাত্রে যেটি ব্যবহৃত হয় ?

উত্তর:- টেফলন। 

২৮. দ্বিতীয় আলেকজান্ডার কাকে বলা হয়? 

উত্তর:- আলাউদ্দিন খলজি কে। 

২৯. রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে? 

উত্তর:- দন্তিদুর্গ।

৩০. প্রোটিন বিপাকে সাহায্য করে?

উত্তর:-ট্রিপসিন। 

৩১. হাটে বাজারে কার লেখা? 

উত্তর:- বলাইচাঁদ মুখোপাধ্যায়। 

৩২. Who Wrote  ‘In spiring’ though?

উত্তর:- এপিজে আবদুল কালাম। 

৩৩. মনিকা বাত্রা কোন খেলার সাথে যুক্ত? 

উত্তর:- টেবিল টেনিস। 

৩৪. কোন গিরিপদটি জম্মু-কাশ্মীরে অবস্থিত নয়? 

উত্তর:-নাথুলা। 

৩৫. দিবস রজনীর টেস্ট ক্রিকেট খেলা কোন রঙের বলে হয়? 

উত্তর:- গোলাপি। 

৩৬. কোন প্রাণীর দুধে সবচেয়ে কম চর্বি থাকে? 

উত্তর:- গরু। 

৩৭.’ভিনেস ফোগোট’ কোন খেলার সাথে যুক্ত? 

উত্তর:- রেসলিং। 

৩৮. চরক কোন রাজার সভার চিকিৎসক ছিলেন?

উত্তর:-কনিষ্ক। 

৩৯. A song of India কার লেখা? 

উত্তর:-রাস্কিন বন্ড। 

৪০. সোমপুর কে নির্মাণ করেন? বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কে স্থাপন করেন? 

উত্তর:- ধর্মপাল। 

৪১. স্পর্শ পদ্ধতিতে কোন এসিড প্রস্তুত করা হয়? 

উত্তর:- সালফিউরিক অ্যাসিড। 

৪২. জিজিয়া কর প্রথার অবসান ঘটান কে? 

উত্তর:- আকবর।

৪৩. পৃথিবীর বৃহত্তম Land Lack দেশ কোনটি?

উত্তর:- কাজাখাস্তান। 

৪৪. বেয়িং কোন দেশের বিমান সংস্থা ?

উত্তর:- মার্কিন যুক্তরাষ্ট্র। 

৪৫. ফুল ও ফল চাষ সংক্রান্ত পাঠকে কি বলে? 

উত্তর:- হর্টিকালচার। 

৪৬. প্রার্থনা সমাজ প্রতিষ্ঠিত হয় কোথায়? 

উত্তর:- বোম্বে। 

৪৭. স্ট্যান্ডার্স হত্যা মামলার নেতা কে? 

উত্তর:- ভগৎ সিং। 

৪৮. কোন ভিটামিনের অভাবে রক্ত ক্ষরণ বা হেমেরেজ ঘটে? 

উত্তর:- ভিটামিন -K

৪৯. রামধনু কি কারণে হয়?

উত্তর:- বিচ্ছুরণ। 

৫০. আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগরে যুক্ত করেছে কে?

উত্তর:- পানামা খাল। 

৫১. কোন শিল্পকে সব শিল্পের মেরুদন্ড বলা হয়? 

উত্তর:- লৌহ ইস্পাত শিল্পকে। 

৫২. ভারতের প্রথম মহিলা মুখ্য নির্বাচন কমিশনার কে? 

উত্তর:- রমা দেবী। 

৫৩. সম্প্রতি চীনের যে রকেট পৃথিবীর বুকে ভেঙ্গে পড়ে তার নাম কি? 

উত্তর:- নংমার্চ।

৫৪. স্পেকট্রোমিটার দ্বারা কি করা হয়?

উত্তর:- আলোর বর্ণালী বিশ্লেষণ। 

৫৫. পেরিয়ার অভয়ারণ্য কোথায় অবস্থিত? 

উত্তর:- কেরালা। 

৫৬. হাতির জন্য বিখ্যাত কোন অভয়ারণ্য? 

উত্তর:- পেরিয়ার অভয়ারণ্য।

৫৭. মাইথন বাঁধ কোন নদীতে অবস্থিত? 

উত্তর:- বরাকর।

৫৮. শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয় কোন দেশ থেকে? 

উত্তর:- নরওয়ে। 

৫৯. Study of Caves?

উত্তর:- Speleologys 

৬০. A book written by an unknown author ?

উত্তর:- Anonymous 

৬১. আফ্রিকা ও এশিয়াকে ভাগ করেছে কোন খাল? 

উত্তর:- সুয়েজ খাল। 

৬২. এশিয়া ও উত্তর আমেরিকা কে আলাদা করেছে কোন প্রণালী? 

উত্তর:- বেরিং প্রণালী। 

৬৩. Existing only in the mind?

উত্তর:- Imaginary 

৬৪. One who is present everywhere is known as ______?

উত্তর:- Omnipresent 

৬৫. ভারতের মিসাইল মহিলা কাকে বলা হয়? 

উত্তর:- টেমি থমাস কে।

৬৬. গোদাবরী ও কৃষ্ণা নদীর ব-দ্বীপের মধ্যে অবস্থিত হ্রদের নাম কি?

উত্তর:-কলেরি হ্রদ ।

৬৭. ভারতের সংবিধান গৃহীত হয়েছিল কোথা থেকে? 

উত্তর:-ভারতীয় সংবিধানিক সভা থেকে।

৬৮. ইংরেজরা ভারতে কোথায় প্রথম কঠিন নির্মাণ করে? ১৯০৭ সালের কোন অধিবেশনে কংগ্রেসের নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে বিচ্ছেদ ঘটে?

উত্তর:- সুরাট।

৬৯. ‘আলাই দরওয়াজ’ কে নির্মাণ করে ?

উত্তর:-ময়ূরাক্ষী। 

৭০. দক্ষিণ ভারতের শস্য ভান্ডার কাকে বলা হয়? 

উত্তর:- থাঞ্জভুর।

৭১. জাতীয় কংগ্রেসের জনক বলা হয় কাকে? 

উত্তর:- এ ও হিউম।

৭২. রাজ্যসভার সভাপতি কে? 

উত্তর:- উপরাষ্ট্রপতি।

৭৩. কোন গভর্নর জেনারেল শাসনে রেলপথ স্থাপিত হয়? 

উত্তর:- লর্ড ওয়েলেসলী।

৭৪. শ্রীরঙ্গপত্তমে ‘স্বাধীনতার বৃক্ষ’ স্থাপন করেছিলেন কে?

উত্তর:- টিপু সুলতান। 

৭৫. ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ কে প্রতিষ্ঠা করেন? 

উত্তর:- রাসবিহারী বসু। 

৭৬. কোন আইনকে Black Bill বলে ?

উত্তর:- রাওলাট আইন। 

৭৭. ভারতের তৈরি প্রথম কম্পিউটারের নাম কি? 

উত্তর:- সিদ্ধার্থ। 

৭৮. ভারতের মিসাইল ম্যান কাকে বলা হয়?

উত্তর:- এপিজে আবদুল কালাম।

৭৯. কুলিক পাখিরালয় কোথায়? 

উত্তর:- উত্তর দিনাজপুর। 

৮০. দুধে কোন পুষ্টিকর বস্তু কম থাকে? 

উত্তর:- ভিটামিন-C

৮১. ভারে জল ব্যবহার করা হয় কোন চুল্লিতে? 

উত্তর:- পরমাণুর চুল্লিতে 

৮২. গ্যামিট কোন খেলার সাথে যুক্ত? 

উত্তর:- দাবা।

৮৩. ফ্লাড অফ ফায়ার বইটি কার লেখা ?

উত্তর:- অমিতাভ ঘোষ। 

৮৪. Select the antonym of ‘vigilant’ ?

উত্তর:- Rash 

৮৫. I am Grateful ----- him?

উত্তর:- to 

৮৬ বিখ্যাত অঙ্কুর ভাট মন্দির কোন দেশে অবস্থিত? 

উত্তর:- কম্বোডিয়া। 

৮৭. দাচি গ্রাম অভয়ারণ্য কোথায় অবস্থিত? 

উত্তর:- জম্মু-কাশ্মীর।

৮৮. A place where elother are kept?

উত্তর:- Wardrobe 

৮৯. A Geometrical Figure with eight sides?

উত্তর:- Octagon 

৯০. ভেম্বানাদ হ্রদ  কোথায় অবস্থিত?

উত্তর:- কেরল।

৯১. বীরভূমি কোন ব্যক্তির সমাধিস্থল ?

উত্তর:- রাজীব গান্ধী। 

৯২. ব্ল্যাক ডেথ বলা হয় কোন রোগকে? 

উত্তর:- প্লেগ।

৯৩. পরমবীর চক্র- এর উপর কোন ফুলের ছবি থাকে ?

উত্তর:-পদ্ম ।

৯৪. Cloose the correct prefix of ‘Look’?

 উত্তর:- Over 

৯৫. শ্রীনগর কোন নদীর তীরে অবস্থিত? 

উত্তর:- ঝিলাম।

৯৬. বন্দিপুর জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? 

উত্তর:- কর্ণাটক। 

৯৭. ক্যান্সার চিকিৎসায় কি ব্যবহার করা হয় ?

উত্তর:-কোবাল্ট ।

৯৮. An Dp the almalogist deals with?

উত্তর:- Eyes 

৯৯. জিকা ভাইরাস কোন মশা দ্বারা  বাহিত হয় ?

উত্তর:- এডিস ।

১০০. কোন পরিবাহী তড়িৎ এর সবচেয়ে ভালো পরিবাহী ?

উত্তর:-তামা ও রুপা।





একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ

Thank you