Ticker

100/recent/ticker-posts

Translate

Independence Day

15th August Independence Day 

আজ ১৫ই অগাস্ট, ভারতের স্বাধীনতা দিবস। প্রথমেই সবাইকে স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। ১৯৪৭ সালের ১৫ই অগাস্ট আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। তাই এই দিনটি প্রতিটি ভারতীয়র জন্য অত্যন্ত গর্বের দিন।

             ❏ মহান বিপ্লবীদের রক্তে রাঙা আমাদের এই স্বাধীনতা। ভারতের মহান স্বাধীনতা সংগ্রামীরা যেমন মহাত্মা গান্ধী, নেতাজী সুভাষচন্দ্র বসু, ভগৎ সিং, পণ্ডিত নেহেরু, বাল গঙ্গাধর তিলক, ক্ষুদিরাম বসু এবং আরও অনেকে আমাদের দেশের স্বাধীনতার জন্য কঠোর সংগ্রামের দ্বারা তাঁদের সমগ্র জীবন উৎসর্গ করেছিলেন। তাদের এই কঠোর সংগ্রামের ফল আজ আমরা স্বাধীন। স্বাধীন আমাদের ভারতবর্ষ। এই দিন আমরা পরম শ্রদ্ধার সাথে স্মরণ করি ভারতমাতার মহান স্বাধীনতা সংগ্রামীদের, যাঁরা দেশের স্বাধীনতার জন্য আত্মবলিদান দিয়েছেন।

                ❏ এই দিন সারা ভারতে জাতীয় পতাকা উত্তোলন, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং দেশের বিভিন্ন ধর্মের মানুষ ঐক্যবদ্ধ হয়ে অনুষ্ঠানে যোগদান করেন।

                          ❏ স্বাধীনতার পর আমরা আমাদের মৌলিক অধিকার পেয়েছি, সরকার নির্বাচন করার অধিকার পেয়েছি। আজ আমাদের দেশ শিক্ষা, খেলাধূলা, প্রযুক্তি ও আরভ অনেক ক্ষেত্রে উন্নতি সাধন করেছে যা স্বাধীনতা ছাড়া সম্ভব হত না।

 ❏ স্বাধীন ভারতের একজন সুশিক্ষিত ও দায়িত্ববান নাগরিক হওয়ার জন্য আমাদের কর্তব্য দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য কঠোর পরিশ্রম করা তবেই এই স্বাধীনতা রক্ষা হবে।

      ❏ আজ আমরা সবাই স্বাধীন হলেও বেশিরভাগ জায়গায় নারীরা আজও পরাধীন। তারা তাদের ইচ্ছে অনুযায়ী কাজের স্বাধীনতা পায় না। পুরুষদের পাশাপাশি নারীদেরও পূর্ণ স্বাধীনতা দিতে হবে। স্বাধীনতা দিতে হবে জাতি, ধর্ম, বর্ণ- নির্বিশেষে সকলকেই। তবেই ভারতবর্ষ প্রকৃত অর্থে স্বাধীন হয়ে উঠবে। আর এভাবেই আমরা আপ্রাণ চেষ্টা করব আমাদের দেশকে সর্বসমকাক্ষে প্রথম স্থানে পৌচ্ছে দেওয়ার।

  ࿐༆༒༺জয়হিন্দ জয়ভারত༻༒༆࿐  

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ