Ticker

100/recent/ticker-posts

Translate

LADY CONSTABLE ANSWER KEY -2023

 প্রশ্ন:  প্রত্যেক ক্রিয়ার সমান ও  বিপরীতমুখী প্রতিক্রিয়া থাকে-  এটি নিউটনের কোন গতি সূত্র?

উত্তর:  তৃতীয় গতিসূত্র। 

প্রশ্ন:  ভারতের সংবিধানের জনক কাকে বলা হয় ?

উত্তর:  বি আর আম্বেদকর কে। 

প্রশ্ন:   কোষের সুইসাইড ব্যাগ কোন অঙ্গাণুকে বলা হয়?

উত্তর:  লাইসোজোমকে কোষের সুইসাইড ব্যাগ বলা হয়।

প্রশ্ন:  কংগ্রেসের সুরাট অধিবেশনে যে নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে বিভাজন হয়, সেটি কোন সালে অনুষ্ঠিত হয়েছিল?

WhatsApp Group (Join Now)Join Now
Telegram Group (Join Now)Join Now

উত্তর:  ১৯০৭ সালে। 

প্রশ্ন:পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? 

উত্তর: ১৫৫৬ সালে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল। 

প্রশ্ন: কোটা শহরটি ভারতের কোন রাজ্যে অবস্থিত?

উত্তর: ভারতের রাজস্থান রাজ্যে অবস্থিত কোটা শহর .

প্রশ্ন:  কত সালে পূর্ব পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশ গঠিত হয়?

উত্তর।: ১৯৭১ সালে পূর্ব পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশ স্বাধীনতা লাভ করে।

প্রশ্ন: সাম্প্রতিক বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা দলের গোলরক্ষকের নাম কি?

উত্তর:  এমিলিয়ানো মার্টিনেজ। 

প্রশ্ন:  শ্বাসমূল নিচের কোন উদ্ভিদে দেখা যায় না?

উত্তর: গেওড়া। 

প্রশ্ন:  আন্দিজ পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত?

উত্তর:  দক্ষিণ আমেরিকা। প্রশ্ন:  চাপ প্রয়োগের ফলে বরফের গোলে যাওয়া এবং চাপ উঠিয়ে নিলে পরে আবার কঠিন অবস্থায় ফিরে আসার ঘটনা কে কি বলা হয়?

উত্তর: কঠিনীভবন। 

প্রশ্ন: লোয়েস কি দ্বারা গঠিত ভূমিরূপ এর উদাহরণ ?

উত্তর: বায়ু দ্বারা গঠিত ভূমিরূপ এর উদাহরণ। 

প্রশ্ন:  সাম্প্রতিক কুনো ন্যাশনাল পার্কে যে চিতাবা গুলি ছাড়া হয়েছে সেগুলি কোন দেশ থেকে আনা হয়েছে?

উত্তর: নামিবিয়া থেকে আনা হয়েছে।

প্রশ্ন: নিচের কোনটি সবথেকে উৎকৃষ্ট কয়লার উদাহরণ ?

উত্তর: অ্যান্ট্রোসাইট।

প্রশ্ন: পেশোয়া শব্দের অর্থ কী ?

উত্তর: প্রধানমন্ত্রী।

প্রশ্ন: বিমান কাঠামো নির্মাণে নিচের কোন ধাতুটি ব্যবহার সর্বাধিক ?

উত্তর: অ্যালুমিনিয়াম।

প্রশ্ন: চিতোর কোন রাজপুত রাজ্যের রাজধানী ছিল ?

উত্তর: মেবার।

প্রশ্ন: নিচের কোনটি একটি রিট নয় ?

উত্তর: স্পেশাল লিভ পিটিশন।

প্রশ্ন: নিচের কোনটি পটাশিয়াম নাইট্রেটের রাসায়নিক সংকেত ?

উত্তর: KNO3

প্রশ্ন: ক্ষেত্রী খনিটি কোন ধাতু উত্তোলনের জন্য বিখ্যাত?

উত্তর: তামা।

প্রশ্ন: থাইরক্সিন হরমোন কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয়?

উত্তর: থাইরয়েড।

প্রশ্ন: নেতাজি সুভাষ চন্দ্র বোস নিম্নলিখিত কোন স্থানে জন্মগ্রহণ করেন?

উত্তর: কটক।

প্রশ্ন: মারাঠা ও কেশরী নামক পত্রিকা দুটি কে সম্পাদনা করতেন?

উত্তর: বালগঙ্গাধর তিলক।

প্রশ্ন: নিচের কোনটি ভূ-নিম্নস্থ কাণ্ডের উদাহরণ নয়?

উত্তর: আদা।

প্রশ্ন: কোন ভিটামিনের বিজ্ঞানসম্মত নাম ক্যালসিফেরল?

উত্তর: ভিটামিন-ডি।

প্রশ্ন: বিক্রম সারাভাই স্পেস রিসার্চ সেন্টার ভারতের কোন রাজ্যে অবস্থিত?

উত্তর: কেরালা রাজ্যে।

প্রশ্ন: ইম্পিচমেন্টের মাধ্যমে নিচের কোন ব্যক্তিকে তার পদ থেকে সরানো যেতে পারে?

উত্তর: রাষ্ট্রপতি কে।

প্রশ্ন: প্রতি বছর লোকসভায় কে বাজেট পেস করেন?

উত্তর: অর্থ মন্ত্রী।

প্রশ্ন: হাইড্রোজেন গ্যাসের সাপেক্ষে নিচের কোনটি সত্য নয়?

উত্তর: হলুদবর্ণের, এটা সঠিক নয়।

প্রশ্ন: কেদারনাথ তীর্থস্থানটি কোন রাজ্যে অবস্থিত?

উত্তর: উত্তরাখন্ড রাজ্যে।

প্রশ্ন: তরল ধাতু কোনটি ?

উত্তর: পারদ।

প্রশ্ন: ত্রিভুজাকৃতি প্রিজমের কটি তল থাকে ?

উত্তর: ৫ টি।

প্রশ্ন: কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা কে করেন?

উত্তর: স্যার উইলিয়াম জোন্স।

প্রশ্ন: মহাবলীপুরামের সপ্তরথ মন্দির কোন রাজবংশের সৃষ্টি ?

উত্তর: পল্লব রাজ বংশের।

প্রশ্ন: প্রাকৃতিক নির্বাচনবাদের প্রবক্তা কে?

উত্তর: চার্লস ডারউইন।

প্রশ্ন: সুপ্রিম কোর্টের বিচারপতির অবসরগ্রহণের বয়স কত বছর?

উত্তর: ৬৫ বছর।

প্রশ্ন: কোনো একটি মাছকে জলের ভেতরে দেখলে সেটিকে ওর সঠিক অবস্থান থেকে একটু উপরে ওঠা অবস্থায় দেখা যায় , আলোকের কোন ধর্মের জন্য?

উত্তর: প্রতিসরণ ধর্মের জন্য।

প্রশ্ন: কে কানপুরে সিপাই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন?

উত্তর: নানা সাহেব।

প্রশ্ন: নিম্নোক্ত কোন ব্যক্তি ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স প্রতিষ্ঠা করেছিলেন?

উত্তর: সুরেন্দ্রনাথ ব্যানার্জী।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ