Discuss the disvantage of teacher education
ভূমিকা:- শিক্ষার্থীদের পড়ানো শিক্ষকের কাজ এবং সেই কাজ যথাসময়ে পাঠ্যসূচি পড়িয়ে শেষ করা তাদের গুরুত্ব। বর্তমানে শিক্ষা ব্যবস্থায় পড়ানোর সময় খুব কম, তাই শিক্ষক শিক্ষিকাদের শিক্ষার্থীকে সময়মতো পড়িয়ে শেষ করতে পারেনা, তাই শিক্ষক শিক্ষার যেসব অসুবিধা রয়েছে সেগুলি হল নিম্নরূপ।
১. শিক্ষক-শিক্ষার সময় কম:- বর্তমানে শিক্ষক শিক্ষার সময় কাল সাড়ে দশ মাস। এত কম সময়ে বিষয়বস্তু ও পদ্ধতি শেষ করা খুব অসুবিধা জনক।
২.Practice Teaching -এ সময় কম দেওয়া:- প্র্যাক্টিস টিচিং এর জন্য বিদ্যালয় গুলি বেশি সময় দিতে চায় না। তাই শিক্ষক শিক্ষার প্রধান কারণ হয়ে দাঁড়ায় প্রাক্টিক টিচিং এর পক্ষে।
৩. Tutorial class এর সংখ্যা কম:- একটি শিক্ষাবর্ষে টিউটোরিয়াল ক্লাসের সংখ্যা খুবই কম হয়। তাই শিক্ষক শিক্ষার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়।
৪. শ্রেণীতে শিক্ষার্থীর অনুপস্থিত থাকা:- ডাক্তার যেমন রোগীর প্রতি আগ্রহী ঠিক তেমনি প্রত্যেক শিক্ষক-শিক্ষিকা ছাত্রছাত্রীদের প্রতি আগ্রহী। শিক্ষার্থী শ্রেণীতে অনুপস্থিত থাকে ফলে শিক্ষা দান কাজটি ব্যাহত হয়।
৫. গবেষণার সুযোগ কম:- শিক্ষক শিক্ষার গবেষণা সুযোগ কম থাকায় একটি বাধা হয়ে দাঁড়ায়।
৬. শিক্ষাক্রম উন্নয়নের গতি কম:- শিক্ষক শিক্ষার ক্ষেত্রে শিক্ষাক্রম উন্নয়নের গতি অনেক কম।
৭. শিক্ষক শিক্ষিকার উদাসীনতা :- শিক্ষক শিক্ষার ক্ষেত্রে শিক্ষক-শিক্ষিকার ক্রমবর্ধমান উদাসীনতা লক্ষ্য করা যায়।
৮. গতানুগতিক একঘেয়েমি:- শ্রেণী কক্ষে শিক্ষক-শিক্ষিকার পাঠদান অনেক সময় গতানুগতিক মনে হয়।
৯. প্রতিষ্ঠানের অযৌক্তিক কিছু চাপ:- শিক্ষক শিক্ষণ প্রতিষ্ঠানের অযৌক্তিক কিছু চাপ শিক্ষার্থীদের বিভ্রান্ত করে তোলে অনেক সময়।
১০. অহেতুক ও অপ্রাসঙ্গিক প্রবণতা:- শিক্ষার্থীদের দিয়ে অনেক সময় অহেতুক ও অপ্রাসঙ্গিকভাবে খাটিয়ে নেওয়ার প্রবণতা প্রতিষ্ঠানগুলিতে লক্ষণীয় ।


4 মন্তব্যসমূহ
Khub valo hoyeche
উত্তরমুছুনধন্যবাদ তোমাকে তোমরা একটু আমাকে support করো
মুছুনThank you wahedur
মুছুনThanks all of you
উত্তরমুছুনThank you