Ticker

100/recent/ticker-posts

Translate

W.B.P PRACTICE SET- 4 SPECIAL G.K

 ১.কোন রাস্তাটি NH2 বলা হয়?

উত্তর:- গ্র্যান্ড ট্রাঙ্ক রোড।

২. মানবদেহে রেচনতন্ত্রের পরিশ্রবণ এককের নাম কি ?

উত্তর:- নেফ্রন।

৩. সৌরজগতের দ্বিতীয়  বৃহত্তম উপগ্রহ টাইটন কোন গ্রহকে প্রদক্ষিণ করে?

উত্তর:- শনি।

৪. কর্কটক্রান্তি রেখা কোন এশিয়া মহাদেশের মধ্য দিয়ে যায় না? 

উত্তর:- নেপাল।

৫. ভাকরা নাঙার প্রকল্পটি কোন নদীর তীরে অবস্থিত? 

উত্তর:- তুঙ্গভদ্রা।

৬. মৈত্রী এক্সপ্রেস ভারত থেকে নিম্নলিখিত কোন দেশের মধ্যে চলে? 

উত্তর:- বাংলাদেশ।

৭. ধানে খালি কিসের জন্য বিখ্যাত? 

উত্তর:- তাঁত শিল্প। 

৮. ভবানী দেবী কোন খেলার সাথে যুক্ত? 

উত্তর:- ফেসিং।

৯. সুন্দরবন কত সালে রামসার সাইটে অন্তর্গত হয়?

উত্তর:- ২০১৯ সালে।

১০. কোন দুই রাজ্যে প্রথম "তথ্যের অধিকার" আইন পাস করা হয়? 

উত্তর:- তামিলনাড়ু ও গোয়া।

১১. মুঘল সাম্রাজ্যের সময় জিজিয়া কর কাদের উপর আরোপিতা করা হয়েছিল? 

উত্তর:- অমুসলিম নাগরিকদের উপর। 

১২. জালিওনাবাগ হত্যাকাণ্ডের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? 

উত্তর:- লর্ড চেমস ফোর্ড।

১৩.S-500 মিসাইলের সর্বোচ্চ কত কিমি অতিক্রম করতে পারে? 

উত্তর:- ৬০০ কিমি। 

১৪. গির জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? 

উত্তর:- গুজরাট। 

১৫. কোন দিন “পৃথিবীর দিবস” পালন করা হয়?

উত্তর:- ২২ সে এপ্রিল।

১৬. ভারতের সর্বশেষ মুঘল সম্রাট কে ছিলেন? 

উত্তর:- বাহাদুর শাহ জাফর। 

১৭. “মিয়া মাল্লার” রাগটি সৃষ্টি করেছেন কে?

উত্তর:- তানসেন। 

১৮. যক্ষা রোগের প্রাথমিকভাবে শরীরে কোন অঙ্গ আক্রান্ত হয়? 

উত্তর:- ফুসফুস।

১৯. সমুদ্র জল থেকে কোন ধাতু নিষ্কাশন করা হয়? 

উত্তর:- ম্যাগনেসিয়াম। 

২০. “রামস্বামী কাপ”কোন খেলার সাথে যুক্ত? 

উত্তর:- হকি।

২১. কানাডার সংবিধান থেকে আমাদের সংবিধানের যে বিষয়টি গৃহীত হয়েছে তা হলো? 

উত্তর:- যুক্তরাষ্ট্র। 

২২. Person believing in free well?

উত্তর:- Libertarian.

২৩ কোন সুলতানের রাজত্বকালে চেঙ্গিস খান ভারতে আক্রমণ করেছিলেন? 

উত্তর:- ইলতুৎমিস। 

২৪. A study of sounds is known as?

উত্তর:- Phonetics।

২৫. রেল যাত্রীবাহী কোচ নির্মিত হয় কোথায়? 

উত্তর:- পেরাম্বুর ।

২৬. কোথাকার গোল গম্বুজ ভারত বিখ্যাত? 

উত্তর:- বিজাপুর। 

২৭. পেডিমেন্ট কোথায় গড়ে ওঠে? 

উত্তর:- মেরু অঞ্চলে। 

২৮. ভারতের কোন রাজ্যে পঞ্চায়েত ব্যবস্থা গড়ে ওঠেনি? 

উত্তর:- নাগাল্যান্ড।

২৯. জৈনদের ২৪ তম তীর্থঙ্কর কে ছিলেন? 

উত্তর:- মহাবীর।

৩০. মুঘল সম্রাট বাবর ভারতে এসেছিলেন কোথা থেকে? 

উত্তর:- ফারগানা থেকে।

৩১. ভারতের বৃহত্তম তপশিলি উপজাতিক কোনটি? 

উত্তর:- গোল্ড। 

৩২. এল- নিনো কোন দেশের উপকূলের লক্ষ্য করা যায়? 

উত্তর:- পেরু। 

৩৩. মানুষ কত সালে প্রথম চাঁদে পদার্পণ করে? 

উত্তর:- ১৯৬৯ সালে।

৩৪.  খাদার ভাঙ্গার ও ভাবর এগুলো কি?

 উত্তর:- এক ধরনের মৃত্তিকা। 

৩৫. কোন বর্ণের আলোর সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় বেশি সহায়তা করে? 

উত্তর:- লাল। 

৩৬. কোন নদীকে River of silver বলা হয়?

উত্তর:- রিও – ডি- লা প্লাটা।

৩৭. মিশরের প্রধান রপ্তানি যোগ্য দ্রব্য কোনটি?

উত্তর:- তুলো। 

৩৮. বিহারীনাথ পাহাড় কোন জেলায় অবস্থিত? 

উত্তর:- বাঁকুড়া। 

৩৯. অরবিন্দ ঘোষ কে কিসের জন্য দায়ী করা হয়েছিল? 

উত্তর:- আলিপুর ষড়যন্ত্র মামলার জন্য। 

৪০. শুষ্ক (Dry Ice)বরফ আসলে কি?

 উত্তর:- CO2

৪১. ফসফিনের গন্ধ কেমন?

উত্তর:- পচা মাছের মতো।

৪২.প্রথম কোন প্রতিবন্ধী মহিলা মাউন্ট এভারেস্ট জয় করেন?

উত্তর:- অরুণিমা সিনহা (জন্ম ২০ জুলাই ১৯৮৮) প্রথম মহিলা যিনি পা বাদ যাওয়ার পরে মাউন্ট এভারেস্ট ও ভিনসন স্তূপপর্বত জয় করেন। উনি জাতীয় স্তরের ভলিবল খেলোয়াড় ছিলেন।

৪৩. “ হোয়াট হল” কোথায় অবস্থিত?

উত্তর:- লন্ডন।

৪৪. The calcuta chromosome “ বই টি কার লেখা?

উত্তর:- অমিতাভ ঘোষ।

৪৫. “ মারাঠাদের মেকিয়াভেলি” কাকে বলা হয়?

উত্তর:- নানা ফরণবিস।

৪৬. উত্তর গোলার্ধে সবচেয়ে বড় রাত্রি ও সবচেয়ে ছোট দিন হয়? 

উত্তর:- ২২ শে ডিসেম্বর।

৪৭. ভিক্টোরিয়া জল প্রপাত কোন দেশে অবস্থিত?

উত্তর:- জিম্বাবোয়ে।

৪৮. নগর্জুন সাগর পরিকল্পনা কোন রাজ্যে অবস্থিত?

উত্তর:- অন্ধ্রপ্রদেশে।

৪৯. রাউল কেল্লা স্টিল প্ল্যান্ট কোন দেশের সহযোগিতায় নির্মিত হয়?

উত্তর:- জার্মানি।

৫০. পোড়াচুন জল দিতে তাপ উৎপন্ন হয়। এটি কি ধরণের শক্তির রূপান্তর?

উত্তর:- রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তি।

৫১. ক্রয়ালাইট কিসের আকরিক?

উত্তর:- অ্যালুমিনিয়াম।

৫২. কোনটি প্রাণী হরমোন নয়?

উত্তর:- জিব্বেরেলিন।

৫৩. ১৯৮৬ সালে চার্নেবিল দুর্ঘটনা হলো?

উত্তর:- পারমাণবিক বিস্ফোরণ।

৫৪. খৌতান ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত?

উত্তর:- দাবা।

৫৫. AGNI -X কত কিলোমিটারের রেঞ্জের মিসাইল।

উত্তর:- ৫০০০ কিমি।

৫৬. “জোজিলা টানেল” কোন দুইশত মধ্যে রয়েছে?

উত্তর:- শিলিগুড়ি ও  গ্যাংটক।

৫৭. কিসের উপস্থিতিতে টমেটোর রঙের কারণ?

উত্তর:- ক্যারোটিনরেডস।

৫৮. Freedom ট্রফি এর সাথে যুক্ত কোন বিদেশ? 

উত্তর:- ভারত ও দক্ষিণ আফ্রিকা। 

৫৯. গান্ধী নেলসন ট্রফি কি নামে পরিচিত? 

উত্তর:- ফ্রিডম ট্রফি।

৬০. ইংলিশ চ্যানেল পার করা প্রথম ভারতীয় সাঁতারু কে ছিলেন?.

উত্তর:- মিহির সেন।

৬১. অল র‍্যাপিট দাবা চ্যাম্পিয়নশিপ জয়ী প্রথম ভারতীয় মহিলা হলেন কে? 

উত্তর:- কনেরু হাম্পি।

৬২. আকাশের রং নীল কেন? 

উত্তর:- বিক্ষেপণ। 

৬৩. মুসকান কিরণ কোন খেলাধুলার সাথে? 

উত্তর:- তীরন্দাজ।

৬৪. “গোল্ডেন সিটি” নামে পরিচিত কোন শহর?

 উত্তর:- জয় সালমের।

৬৫. কে ভারতের রাষ্ট্রপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিত হয়েছিলেন ?

উত্তর:- নীলাভ সঞ্জীব রেড্ডি। 

৬৬. “ চিতা ও চেতক” কিসের নাম? 

উত্তর:- হেলিকপ্টার। 

৬৭. PH স্কেলের পরিসর  কত?

 উত্তর:- 01 থেকে 10।

৬৮. কোন মোগল সম্রাটের দ্বারা আরামবাগ নির্মিত হয়েছিল।? 

উত্তর:- বাবর। 

৬৯. ডেসিবেল কি? 

উত্তর:- শব্দ স্তরের একটি পরিমাপ।

৭০. সিন্ধু নদী কোন সাগরে পতিত হয়েছে? 

উত্তর:- আরবসাগরে।

৭১. SARS এর S অক্ষরটির অর্থ কি?

উত্তর:- একিউট।

৭২. সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম উপগ্রহ টাইটান কোন গ্রহকে প্রদক্ষিণ করে? 

উত্তর:- ইউরেনাস। 

৭৩. ভারতীয় সংবিধান এ লিপিবদ্ধ মৌলিক অধিকার সমূহের  অভিভাবক কে?

 উত্তর:- সুপ্রিম কোর্ট। 

৭৪. একজন বিপ্লবী নাম কর যে রাইটার্স বিল্ডিং আক্রমণের সঙ্গে জড়িত? 

উত্তর:- বিনয় বসু।

৭৫. শুলো পানি কোন যুগের প্রসিদ্ধি শিল্পী ছিলেন ?

উত্তর:- সেন যুগে।

৭৬. “ The Promise” উপন্যাসের লেখক কে? 

উত্তর:- জেমস্ গ্যালগুট।

৭৭. “ Either of you go” bold – Italic world us/an?

উত্তর:- pronoun 

৭৮. কে কাকরী মামলার সাথে জড়িত ছিলেন না ?

উত্তর:- সূর্যসেন। 

৭৯. “খোদা – ই – খিদমদগার “ প্রতিষ্ঠা করেন কে? 

উত্তর:- আব্দুল গফফার খান। 

৮০. মুঘল সাম্রাজ্যের সরকারি ভাষা কি ছিল? 

উত্তর:- ফার্সি। 

৮১. রঞ্জিত সিংহ কোন মিশলের নেতা ছিলেন? 

উত্তর:- সুকারচাকিয়া মিসল।

৮২. ভোপাল গ্যাস দুর্ঘটনা কত সালে ঘটেছিল ?

 উত্তর:- ১৯৮৪ সালে ।

৮৩. Select the synonym of ‘apathy’

উত্তর:- indifference 

৮৪. Select the synonym of ‘ element’ 

উত্তর:- Renowned 

৮৫. To call a spade a spade?

উত্তর:- to be Frank 

৮৬. বিশ্ব বাণিজ্য সংস্থা স্থাপিত হয়েছিল কবে? 

উত্তর:- ১৯৯৫ সালে। 

৮৭. হিমা দাস কোন খেলার সাথে যুক্ত?

উত্তর:- দৌড়। 

৮৮. Drain of wealth বইয়ের লেখক কে? 

উত্তর:- দাদাভাই নওরোজি।

৮৯. কোন প্রক্রিয়ায় সূর্যের তাপ আমাদের কাছে পৌঁছায়? 

উত্তর:- বিকিরণ। 

৯০. ভারতের সর্বাধিক পতিত জমি রয়েছে কোন রাজ্যে? 

উত্তর:- রাজস্থান। 

৯১. প্রথম ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট কবে কার্যকরী হয়?

 উত্তর:- ১৮৫৩ সালে। 

৯২. ভারতে কোন ব্রিটিশ গভর্নর জেনারেল আমলে পোস্টাল স্টাম্প চালু হয়?

উত্তর:- লর্ড ডালহৌসি। 

৯৩. ভারতের পণ্য পরিষেবা করের GST সর্বোচ্চ হারে কত? 

উত্তর:- ২৮%।

৯৪. কোন শিকগুরু কোন ধর্মীয় প্রধানকে মনোনয়নের অভ্যাস বব্দ করেছেন ?

 উত্তর:- গুরু গোবিন্দ সিং। 

৯৫. ভারতরত্ন প্রথম প্রাপক কে ছিলেন? 

উত্তর:- শ্রী রাজা গোলাপচারী।

৯৬. মাই লাইফ মাই মিশন কোন ব্যক্তির আত্মজীবন? 

উত্তর:- বাবা রামদেব। 

৯৭. কোন বছর ভারত একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র হয়? 

উত্তর:- ১৯৫০ সালে। 

৯৮. পশ্চিমবঙ্গের রানীগঞ্জ কিসের জন্য বিখ্যাত? 

উত্তর:- কয়লা খনি। 

৯৯. ভারতে একটি রাজ্য সরকারের আয়ের প্রধান উৎস কি? 

উত্তর:- বিক্রয় কর। 

১০০. মহাকাশের সার্বজনীন সূত্র প্রানিত হয়েছিল কার দ্বারা? 

উত্তর:- নিউটন।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ