১. আমাশয় কি ঘটিত রোগ?
উওর:- ব্যাকটেরিয়া।
২. পশ্চিমবঙ্গের কোথায় প্রথম CNG বাস চালু হয়?
উত্তর:- কলকাতা।
৩. ভারতের ইতিহাসে ১৯১৩ সালে কোন ঘটনাটি ঘটেনি?
উত্তর:- কাকরি ট্রেন ডাকাতি মামলা।
৪. লক্ষনউ চুক্তি কবে স্বাক্ষরিত হয়?
উত্তর:- ১৯১৬।
৫। পেন্ডুলাম দন্ড কি দ্বারা তৈরী হয়?
উত্তর:- ইনভার।
৬.সংসদের ফুম অধিবেশনে আহ্বান করেন কে?
উত্তর:- রাষ্ট্রপতি।
৮. আমজাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সাথে জড়িত?
উত্তর:- সরোদ।
৯. Conquest of self বইটি কে লিখেছেন?
উত্তর:- মহাত্মা গান্ধী।
১০. “কৌগ” পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?
উত্তর:- কর্ণাটক।
১১. কমলা লেবুতে প্রচুর পরিমাণে থাকে?
উত্তর:- ভিটামিন।
১২. মনিকা বাত্রা কোন খেলার সাথে যুক্ত?
উত্তর:- টেবিল টেনিস।
১৩. “সল্কো” টিকা কোন রোগের প্রতিষেধক হিসেবে ব্যবহার করা হয়?
উত্তর:- পোলিও।
১৪. লেড পেন্সিং সিস প্রকৃত পক্ষে কি?
উত্তর:- গ্রাফাইট।
১৫. সবচেয়ে হালকা মৌল কি?
উত্তর:- হাইড্রোজেন।
১৬. অ্যাসিড বৃষ্টি সংঘটিত হওয়ার জন্য কোন কোন দূষণ দায়ী?
উত্তর:- CO2 এবং N2
১৭. N.V নারাভানে ভারতের কততম সুপ্রিম কোর্টের মুখ্য বিচারপতি?
উত্তর:- ৪৬ তম।
১৮. পরমাণু বিচ্ছিন্নকরণের তত্ত্ব কার?
উত্তর:- জন ডাল্টন।
১৯. নীলনদ কোথায় পতিত হয়েছে?
উত্তর:- বরাকর।
২০. সুভাষ চন্দ্রের অসমাপ্ত আত্মজীবনীর নাম কি?
উত্তর:- An India Pilgrim
২১. Ordnance factory এর সদর দপ্তর কোথায়?
উত্তর:-কলকাতা
২২. সিলিকন উৎপাদনে পৃথিবীতে প্রথম কোন দেশ রয়েছে?
উত্তর:- চীন।
২৩. অপারেশন ফ্লাড কর্মসূচি কত সালে গৃহীত হয়?
উত্তর:- ১৯৭০ সালে।।
২৪. পৃথিবীর কোন দেশের একটি শহরে জনসংখ্যা সর্বাধিক?.
উত্তর: জাপান।।
২৫. ভারতের প্রাচীনতম পর্বতের নাম কি?
উত্তর:- আরাবল্লি।
২৬. বৃক্কের প্রধান কাজ কি?
উত্তর:- দেহের বর্জ্য পদার্থ অপসারণ করা।
২৭. গ্যালভানাইজে লোহার চাদরে প্রলেপ হিসেবে ব্যবহার করা হয়?.
উত্তর:- জিংক।
২৮. সূর্যে কোন পদার্থ প্রচুর পরিমাণে রয়েছে?
উত্তর:- হাইড্রোজেন।
২৯. আদর্শ ক্যান্সার রোগের নির্দেশন হলো?
উত্তর:- হেলা কোষ।
৩০.Believe বইটি কার লেখা?
উত্তর:- সুরেশ রায়না।
৩১. ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান কোথায় অবস্থিত?
উত্তর:- হেমিস্।
৩২. ভারতের প্রাচীনতম বাঁধ কোনটি?
উত্তর:- গ্র্যান্ড আন্টিকাট।
৩৩. চারমিনার তৈরি করা হয় কোন রোগের হাত থেকে বাঁচার জন্য?
উত্তর:- প্লেগ।
৩৪. শান্তিতে নোবেল পুরস্কার কোন দেশ থেকে দেওয়া হয়?
উত্তর:- নরওয়ে।
৩৫. “ঢোলাভিরা” কোথায় অবস্থিত?
উত্তর:- গুজরাট।
৩৬. গুলা ঝড়ের নামকরণ করেছে কোন দেশ?
উত্তর:- পাকিস্তান।
৩৭. The Story of one’s won life?
উত্তর:- Autobiography
৩৮. বর্তমানে কোন দেশ সেই দেশের সেনাবাহিনীর দ্বারা শাসিত?
উত্তর:- মায়ানমার।
৩৯. লালকেল্লা কে নির্মাণ করেন?
উত্তর:- শাহজাহান।
৪০ রবি কুমার দাইয়া কোন খেলার সাথে যুক্ত?
উত্তর:- রেসলিং।
৪১. ভারতের প্রথম আবিষ্কৃত শহর কোনটি?
উত্তর:- হরপ্পা।
৪২. মৌর্য সমাজকে সাতটি শ্রেণীতে বিভক্ত করার বিষয়টি বিশেষভাবে উল্লেখ করা হয়েছিল?
উত্তর:- কল্যাণী।
৪৩. কোন সম্রাট “বৌদ্ধ ধর্ম” গ্রহণ করেননি?
উত্তর:- সমুদ্র গুপ্ত।
৪৪. হরপ্পা সভ্যতার কালে ব্যবহৃত উন্নত জল পরিচালনার ব্যবস্থা আবিষ্কৃত হয়?
উত্তর:- ঢোলাবিরা।
৪৫. শ্রীনগর কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর:- ঝিলাম।
৪৬. দুটি ধাতুর মিশ্রণ কে কি বলে?
উত্তর:- অ্যামালগণ।
৪৭. আলেরা কোন গ্যাসের জন্য হয়?
উত্তর:- মিথেন।
৪৮. বান তেল পাওয়া যায় কোন গাছে?
উত্তর:- লবঙ্গ।
৪৯. Origin of species কার লেখা?
উত্তর:- ডারউইন।
৫০. হিম মিশ্রণের উষ্ণতা কত?.
উত্তর:- ২৩°C
৫১. কোন তরল ধাতু তাপের জন্য সবচেয়ে ভালো সুপারবাহি ?
উত্তর:- পারদ।
৫২. ময়ূর সিংহাসন কার জন্য নির্মিত হয়েছে?
উওর:- শাহজাহান।
৫৩. দিল্লির লালকেল্লা কার আমলে নির্মিত হয়েছিল?
উত্তর:- শাহজাহান।
৫৪. তাজমহল, মোতি মসজিদ, শিসমহল, দেওয়ানী খাস এগুলি নির্মাণ করেছিলেন কে?
উত্তর:- শাহজাহান।
৫৫. কোন বিখ্যাত সম্রাট দিল্লির জামা মসজিদ নির্মাণ করেন?
উত্তর:- শাহজাহান।
৫৬. বুদ্ধচরিত কার রচনা?
উত্তর:- অশ্ব ঘোষ।
৫৭. বজ্রসূচী কার রচনা?
উত্তর:- অশ্ব ঘোষ।
৫৮. মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
উত্তর:- বাবর।

0 মন্তব্যসমূহ
Thank you