Ticker

100/recent/ticker-posts

Translate

W.B.P PRACTICE SET -2 SPECIAL G.K

 ১. ভারতের পূর্ব -পশ্চিমে সময়ের পার্থক্য কত?

উত্তর:- ২ ঘন্টা।

২. কোন রাজাদের আমলে কৈলাস মন্দির নির্মিত হয়? 

উত্তর:- চালুক্যদের আমলে। 

৩. ম্যাঙ্গালোরের সন্ধি কবে হয়েছিল ?

উত্তর:- ১৭৮৪

৪. কোন দুই কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রী রয়েছে? 

উত্তর:- দিল্লি ও পন্ডিচেরি।

৫. মান্নার উপসাগর ও বঙ্গোপসাগরে যুক্ত করেছে কোন প্রণালী?

উত্তর:- পক প্রণালী। 

৬. কাচ তৈরির এর মূল উপাদান কি?

উত্তর:- বালি।

৭. দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলে? 

উত্তর :- কোয়েম্বাটুরকে।

৮. ভারতের ম্যানচেস্টার বলা হয় কাকে? 

উত্তর:- আমেদাবাদ কে।

৯. উত্তর ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় ?

উত্তর:- কানপুর কে।

১০. পৃথিবীর দীর্ঘতম প্রবাল প্রাচীর কোন দেশে অবস্থিত?

উত্তর:- অস্ট্রেলিয়া।

১১. স্বামীর ব্যানার্জি কোন খেলার সাথে যুক্ত? 

উত্তর:-লন টেনিস। 

১২. জৈনদের প্রবর্তক কে? 

উত্তর:- ঋষভনাথ।

১৩. হরিজন সংঘ কে প্রতিষ্ঠা? 

উত্তর:- গান্ধীজী। 

১৪. মারাঠা রাজনীতির ' চালুক্য ' কাকে বলে?

উত্তর:- নানা ফরণবিশ।

১৫. বর্তমানে জাতিপুঞ্জের মহাসচিব কে? 

উত্তর:- অ্যান্টনিও গীতেরেস।

১৬.Select the synonyms of ' Holasility' ?

উত্তর:- Enmity 

১৭. রজমনামা ফারসি অনুবাদ সেটি কি ছিল?

উত্তর:- মহাভারত। 

১৮. স্বামী বিবেকানন্দ কবে শিকাগোতে বক্তৃতা দেন? 

উত্তর:- ১৯৯৩ সালে। 

১৯.' অ্যাবেল'পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রে?

উত্তর:- গণিত।

২০. কাকড়াপাড়া পরিকল্পনা কোন নদী ওপর অবস্থিত? 

উত্তর:- তাপ্তি।

২১. মিকি মাউস কার লেখা? 

উত্তর:- ওয়ালট ডিজনি।

২২. Study of Skin?

উত্তর:- Dermantology 

২৩. যক্ষগণ লোক নিত্য কোথায় দেখা যায়? 

উত্তর:- কর্ণাটক। 

২৪. ভারতের  প্রথম মহিলা নির্বাচন কমিশনার কে?

উত্তর:- রমাদেবী। 

২৫. আলিনগরের সন্ধি কবে হয়? 

উত্তর:- ১৭৫৭।

২৬. বায়ুর গতিবেগ মাপার যন্ত্রের নাম কি? 

উত্তর:- অ্যানোমিটার।

২৭. কৃষ্ণদেব রায় (বিজয়নগর) কোন রাজবংশের ছিলেন?

উত্তর:- তালুভ।

২৮. Flora বলা হয় কাকে?

উত্তর:- উদ্ভিদকুলকে।

২৯. সবচেয়ে বড় উপগ্রহ কোনটি? 

উত্তর:- গ্যানিমিড।

৩০. আদা কি ধরনের কান্ড? 

উত্তর:- গ্রন্থি।

৩১. আলু কোন ধরনের কান্ড? 

উত্তর:- মৃদুগত কান্ড।

৩২. ম্যালিক এসিড পাওয়া যায় কোথায়?

উত্তর:- আঙ্গুরে। 

৩৩. ইনসুলিন নি: সৃত হয় কোথা থেকে?

উত্তর:- অগ্নাশয় থেকে। 

৩৪. উইরেনিয়ামের বহুল ব্যবহৃত হয়  আইসোটোপের নাম কি? 

উত্তর:- U-২৩৫

৩৫. সাতবাহন বংশের সর্বাপেক্ষা বিখ্যাত শাসক কে?

উত্তর:- গৌতমীপুত্র সাতকর্নি।

৩৬. The opposite of suddenly is ?

উত্তর:- Gradualty 

৩৭. কোনটি ভারতের একটি নিউক্লিয় বিদ্যুৎ নয় ?

উত্তর :- পোখরণ।

৩৮. 'আয়ুষ্মান ভারত' দিবস কবে পালিত হয়?

উত্তর:- ৩০ সে এপ্রিল।

৩৯. দেশলাই বাক্স এ আগুন জ্বালানোর জন্য যে মৌলটি ব্যবহৃত হয়েছে সেটির নাম কি?

উত্তর:- ফসফরাস।

৪০. গান্ধীজী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতের প্রত্যাবর্তন করেছিলেন কবে? 

উত্তর:- ১৯১৫ খ্রিস্টাব্দে। 

৪১. A woman whose husband is dead?

উত্তর:- widow 

৪২. সিঙ্কোনা গাছের কোন অংশ থেকে কুইনাইন পাওয়া যায়? 

উত্তর:- ছাল থেকে।

৪৩. ইন্ডিয়ান মিরর এর সম্পাদক কে ছিলেন? 

উত্তর:- কেশব চন্দ্র সেন। 

৪৪. 'শাহজাহাননামা 'এর রচয়িতা ছিলেন কে? 

উত্তর:- এনায়েত খা। 

৪৫.'সুতীযা মুখার্জি কোন খেলার সাথে যুক্ত? 

উত্তর:- ব্যাডমিন্টন।

৪৬. ভারতের কোন রাজ্যে প্রথম লোক যুক্ত নিয়োগ করেছে? 

উত্তর:- মহারাষ্ট্র। 

৪৭. সিন্ধু নদের উৎপত্তিস্থল হচ্ছে? 

উত্তর:- মানব সবেবর হ্রদ।

৪৮. দানিশ সিদ্দিকী কোন বিষয়ের সাথে যুক্ত? 

উত্তর:- সাংবাদিকতা।

৪৯. আজাদহীন ফৌজ কোথায় প্রথম স্থাপিত হয় ?

উত্তর:- সিঙ্গাপুর। 

৫০. ভারতের 'আয়রন ম্যান' কাকে বলা হয়?

উত্তর:- সরদার বল্লভ ভাই প্যাটেল কে। 

৫১. ম্যালেরিয়ার রোগের জন্য কি ব্যবহার করা হয়?

উত্তর:- কুইনাইন।

৫২. কোন স্ত্রী মশা কামড়ালে ম্যালেরিয়া রোগ হয়? 

উত্তর:- অ্যানোফিলিস।

৫৩. ম্যালেরিয়া কথার অর্থ কি? 

উত্তর:- দূষিত বায়ু।

৫৪. ট্রিপসিন ও পেপসিন প্রোটিন পরিপাকে সাহায্য করে? 

উত্তর:- টায়ালিন ।

৫৫. কার্বোহাইড্রেটের পরীপাকে সাহায্য করে?

উত্তর:- মলতেজ।

৫৬. অশোক শিলালিপির পাঠদার করে কে? 

উত্তর:- জেমস প্রিন্সেস।

৫৭. শালার জং মিউজিয়াম কোথায় অবস্থিত? 

উত্তর:- হায়দ্রাবাদ। 

৫৮. বায়ুমণ্ডলে যে বিরলতম গ্যাস সর্বাধিক তা হল? 

উত্তর:- আর্গন।

৫৯. কোন মুঘল সম্রাট সংগীতের ঘোর বিরোধী ছিলেন?

উত্তর:- ঔরঙ্গজেব। 

৬০. A National in Making কার লেখা? 

উত্তর:- সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 

৬১. উজ্জয়নী শহরটি কোন নদীর তীরে অবস্থিত? 

উত্তর:- শিপ্রা। 

৬২. সজনেখালি অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোথায়? 

উত্তর:- দক্ষিণ ২৪ পরগনা। 

৬৩. অন্ধকারছন্ন মহাদেশ কোন মহাদেশকে বলা হয়?

উত্তর:- ইউরোপ। 

৬৪. 'জন গণ মন' গানটি কবে প্রথম গাওয়া হয়?

উত্তর:- ১৯১১ সালে। 

৬৫. বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে? 

উত্তর:- সিরিমাভো বন্দর নায়েক।

৬৬. পৃথিবীর কেন্দ্রমন্ডলের তাপমাত্রা প্রায় কত? 

উত্তর:- 4000° C

৬৭. গুনরাজ খা কার উপাধি ছিল?

উত্তর:- মালাধর বসু।

৬৮. রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত? 

উত্তর: - হায়দ্রাবাদ। 

৬৯. ওজনের পরিমাণে মানব দেহে শতকরা কতটা জল থাকে? 

উত্তর:- ৬৬ শতাংশ।

৭০. Select the synonym of bristle?

উত্তর:- thorn 

৭১. Select the synonym of ' AMPLYFY'?

উত্তর:- Magnify 

৭২.  Xenophobia is the fear of?

উত্তর:- Foreigners 

৭৩. মৌর্য বংশের শেষ সম্রাট হলেন? 

উত্তর:- বৃহদ্রথ।

৭৪. পাকস্থলীর গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে উৎপন্ন উৎসেচক হল? 

উওর:- পেপসিন।

৭৫. পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়? 

উত্তর:-১৮৯৪ সালে।

৭৬. ভিটামিন - C হল?

উত্তর:- আলো নিঃসরণকারী যন্ত্র। 

৭৭. পাঞ্জাব দের রাজধানী কোথায় ছিল? 

উত্তর:- মাদুরাই। 

৭৮.সৌর প্যানেলে কোন ধাতু ব্যবহৃত হয়? 

উত্তর:- সিলিকন

৭৯. শেরশাহের মহত্ত কিসের মধ্যে রয়েছে?

উত্তর:- প্রশাসনিক সংস্কার। 

৮০. আম্মুক্তমালয়দার এর রচিয়তা কে?

উত্তর:- কৃষ্ণদেব রায়। 

৮১. রমাপ্পা মন্দির কোথায় অবস্থিত?

উত্তর:-তেলেঙ্গানা। 

৮২. প্রিয়া মালিক কোন খেলার সাথে যুক্ত? 

উত্তর:- কুস্তি। 

৮৩. জেলা কালেক্টর পদ কবে তৈরি হয়? 

উত্তর:- ১৭৭২ সালে। 

৮৪. প্রধানমন্ত্রী মোদির জন্মদিনে সারাদেশ পালন করা হয় কি নামে ?

উত্তর:- সেবা দিবস। 

৮৫. BCCI এর সদর দপ্তর কোথায়? 

উওর:- মুম্বাই। 

৮৬. সোনালী চতুর্ভুজ কোন দুটি শহরের মধ্যে দূরত্ব সর্বাধিক? 

উত্তর:- কলকাতা ও চেন্নাই। 

৮৭. ট্যাক্সোনোমির পিতা হিসেবে কাকে বিবেচ্য করা হয়?

উত্তর:- লিয়েনাস।

৮৮. যৌথ বন সংরক্ষণ প্রকল্প পশ্চিমবঙ্গে প্রথম সার্থক হয়? 

উত্তর:- আড়াবাড়ি গ্রামে। 

৮৯. মহারাষ্ট্রের কৃষ্ণ মৃত্তিকাকে বলা হয় ?

উত্তর:- রেগুর। 

৯০. এল নিনো কোন মহাসাগরে দেখা যায়? 

উত্তর:- প্রশান্ত মহাসাগরে। 

৯১. যে  প্রাণী গোষ্ঠী সমুদ্র জল পাওয়া যায় না?

উত্তর:- পক্ষী। 

৯২. কোন কমিটি 'মণ্ডল পঞ্চায়েত' গঠনের সুপারিশ দেয়? 

উত্তর:- অশোক মেহতা কমিটি। 

৯৩. টেলিভিশন কে আবিষ্কার করেন? 

উত্তর:- জল লগি রেয়ার্ড।

৯৪. বিশ্বের প্রথম মহাকাশচারী কে? 

উত্তর:- ইউরি গ্যাগরিন।

৯৫. ভেম্বানাদ হ্রদ কোথায় অবস্থিত ?

 উত্তর:- কেরালা। 

৯৬. 'ফণ'একটি স্থানীয় বায়ু কোথায় দেখা যায়?

উত্তর:- অল্পাস।

৯৭. 'বদ্রিনাথ' কোন নদীর তীরে অবস্থিত?

উত্তর:- আলকানন্দা।

৯৮. ফাঁকা হল ঘরে কথা বললে যে গমগম শব্দ হয় তা হল শব্দের? 

উত্তর:- অনুরণন। 

৯৯. ভারতের প্রথম ইউনেস্কো দ্বারা হেরিটেজ সাইট কোনটি? 

উত্তর:- অজন্তা গুহা। 

১০০. ' ভিতর কণিকা' কোথায় অবস্থিত ?

উত্তর:- ওড়িশা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ