১. সিমলা হালেপ কোন খেলার সাথে যুক্ত?
উত্তর:- টেনিস।
২. ভারতের ডলফিন গবেষণা কেন্দ্র কোথায় তৈরি হলো?
উত্তর:- পাটনা।
৩. রেলওয়ে বোর্ড কবে গঠিত হয়?
উত্তর:- ১৯০৫
৪. ভাকরা নাঙ্গাল প্রকল্প কোন নদীর উপর অবস্থিত?
উত্তর:- শতদ্রু।
৫. কার্যের ব্যবহারিক একক কি?
উত্তর:- জুল।
৬." এ ভিলেজ বাই দ্যা সি" কার লেখা?
উত্তর:- অনিতা দেশাই।
৭. হরপ্পা সভ্যতা কোথা থেকে ল্যাপিস লাজুলি বা নীলকান্তমনি আমদানি করা হতো ?
উত্তর:- আফগানিস্তান।
৮ . হিন্দুস্তান রিপাবলিকান কোথায় তৈরি হয়?
উত্তর:- কানপুর।
৯. পঞ্চরত্ন কার রাজসভায় ছিল?
উত্তর:- লক্ষণ সেন।
১০. শেক্সপিয়ার হ্যামলেট নাটকের প্রধান চরিত্র কোন দেশের যুবরাজ ছিলেন?
উত্তর:- ডেনমার্ক।
১১. কার কাছ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানী লাভ করেছিল?
উত্তর:- প্রথম বাহাদুর শাহ।
১২. আধুনিক ভারতের জনক কাকে বলা হয়?
উত্তর:- মহাত্মা গান্ধীকে ।
১৩. কোন প্রধানমন্ত্রী ক্রিপস মিশন ভারতে প্রেরণ করেছিলেন?
উত্তর:- উইনস্টন চার্চিল।
১৪. নিউ ম্যাটোফোর হলো?
উত্তর:- ম্যানগ্রোভের নিঃশ্বাস নেওয়ার শিকড়।
১৫. "হাইড্রোলিক প্রেস যন্ত্রে" কোন কার্যনীতি সাথে যুক্ত?
উত্তর:- পাস্কালের সূত্র ।
১৬. ভারত সর্বপ্রথম স্বর্ণ মুদ্রা কোন শাসকরা চালু করে?
উত্তর:- কুশান।
১৭. শীতল আবহাওয়া ধাতুতে নিচের কোন বৃষ্টিপাত হয় ?
উত্তর:- পশ্চিমা ঝঞ্জা।
১৮. সর্বশেষ তীর্থঙ্করের নাম কি?
উত্তর:- মহাবীর।
১৯. ক্যালামাইন কিসের আকরিক?
উত্তর:- জিংক।
২০. ব্লাবার দেখা যায় কোন প্রাণীর?
উত্তর:- তিমি।
২১. ভাইরাস এক ধরনের সফটওয়্যার যা মূলতর নষ্ট করে?
উত্তর:- তথ্য।
২২. চক্ষুদানের জন্য দাদার চোখের যে অংশ প্রয়োজন?
উত্তর:- কর্নিয়া।
২৩. হলদিঘাটের যুদ্ধ কে জিতেছিল?
উত্তর:- আকবর।
২৪. সর্বজনীন মহাকর্ষ সূত্রের প্রবর্তক কে?
উত্তর:- নিউটন।
২৫. ভার্মি ক্যাম্পাস তৈরি করতে কোন যুক্তির সাহায্য লাগে?
উত্তর:- ইদুর।
২৬. What is the group of elephant called?
উত্তর:- Heard।
২৭. What is a young ' dear' called?
উত্তর:- Fawn
২৮. Fear of 'woman' is called?
উত্তর:- Gynophoboa
২৯. কার্জন হত্যা কে নেতৃত্ব দেন?
উত্তর:-মদন লাল ধিংড়া।
৩০. জিপসাম এর রাসায়নিক নাম কি?
উত্তর:-ক্যালসিয়াম সালফেট।
৩১. কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর হয় কোন ভাইসারের আমলে?
উত্তর:- লর্ড হার্জিন।
৩২. পিচ রাস্তা নির্মাণ করেন কে?
উত্তর:- জন ম্যাটকাডাল।
৩৩. সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক কে?
উত্তর:-ঈশ্বর গুপ্ত।
৩৪. ভারতের প্রথম চটকল স্থাপিত হয় কোন সালে?
উত্তর:- ১৮৫৫ সালে।
৩৫. ইনভারক যেু টি ধাতুর সংকর তা হল?
উত্তর:- Ni,Fe,
৩৬. মানব হৃদপিন্ডে প্রাকৃতিক পেসমেকারটি হল?
উত্তর:- Sa মোড।
৩৭. প্ল্যান হলিডে বা পরিকল্পনা বিরতি বলা হয় কোন সময়কে?
উত্তর:- ১৯৬৬-৬৯ সময় কে।
৩৮. ভারতে কে প্রথম জাতীয় আয় পরিমাপ করেছিলেন?
উত্তর:- দাদাভাই নওরোজি।
৩৯. নেপা নগর কি জন্য বিখ্যাত?
উত্তর:- নিউ জি প্রিন্ট।
৪০. ইন্ট্রিগাল কোচ ফ্যাক্টরি কোথায় অবস্থিত?
উত্তর:- তামিলনাড়ু।
৪১. বেথুয়ার হরি অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত?
উত্তর:- নদীয়া।
৪২. প্যাংদ্যাম নির্মিত হয়েছে কোন নদীর উপর?
উত্তর:- বিপাশা।
৪৩. কোন ধাতুটি সর্বাধিক তাপ ও তড়িৎ এর প্রবাহী?
উত্তর:- রুপোর।
৪৪. নিউট্রন কে আবিষ্কার করেন?
উত্তর:- জেমস চ্যাড উইক ১৯৩৩ সালে।
৪৫. আরব সাগরে পতিত হয়নি কোন নদী?
উত্তর:- মহানদী।
৪৬. বক্সাইট থেকে উৎপন্ন হয় কি?
উত্তর:- অ্যালুমিনিয়াম।
৪৭. বিখ্যাত ইলবার্ট বিল বিতর্ক কার সময় ঘটেছিল?
উত্তর:- লর্ড রিপন।
৪৮. মানুষের চোখের কোন অংশ উজ্জ্বল আলোতে বর্ণ শোষণ করে?
উত্তর:- কোন কোষ।
৪৯. স্বাধীনতা লাভের সময় জাতীয় কংগ্রেস এর সভাপতি কে ছিলেন?
উত্তর:- জে বি কৃপালিনি।
৫০. রবি দাইয়া কোন খেলার সাথে যুক্ত?
উত্তর:- কুস্তি।
৫১. তরল অক্সিজেনের বর্ণ কি?
উত্তর:- নীল।
৫২. রসায়নের রাজা কোন পদার্থকে বলা হয়?
উত্তর:- H2SO4
৫৩. মস্তিষ্কের গহ্বর কে কি বলে?
উত্তর:- নিলয়।
৫৪. ম্যাপল পাতার দেশ কাকে বলা হয়?
উত্তর:- কানাডা।
৫৫. পাবলিক একাউন্ট কমিটির সদস্য সংখ্যা কত?
উত্তর:-২২ জন
৫৬. স্বাধীন ভারতের প্রথম শ্রমমন্ত্রী কে?
উত্তর:- জগ জীবন রাম।
৫৭. রূপদর্শী কার ছদ্মনাম?
উত্তর:- গৌরি কিশোর ঘোষ।
৫৮. রামকৃষ্ণ মিশন কবে স্থাপিত হয়?
উত্তর:-১৮৯৭ সালে।
৫৯. প্লুটো কে কোন বছর থেকে বামন গ্রহ হিসেবে ঘোষণা করা হয়?
উত্তর:- ২০০৬ সাল থেকে।
৬০. ম্যালেরিয়া রোগের কারণ কি?
উত্তর:- প্রোটোজোয়া।
৬১. কোলাইটিস রোগ শরীরের কোন অংশে হয়?
উত্তর:- বৃহদন্ত্র।
৬২. পৃথিবীর অনুসুর অবস্থান কবে?
উত্তর:- ৩ রা জানুয়ারি।
৬৩. "The fire and the rain" কার লেখা?
উত্তর:- গিরিশ কারনাড।
৬৪. অদিতি অশোক কোন খেলার সঙ্গে যুক্ত?
উত্তর:- গল্ফ।
৬৫. এভারেষ্ট পর্বত শৃঙ্গরহন করে প্রথম কোন মহিলা ?
উত্তর:- জঙ্কাতাবেই।
৬৬. অস্কার পুরস্কার দেওয়া শুরু হয় কবে থেকে?
উত্তর:- ১৯২৯ সাল থেকে।
৬৭. রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার নাম পাল্টে কি হলো?
উত্তর:- ধ্যানচাঁদ খেল রত্ন পুরস্কার।
৬৮. বৃষ্টি আগে আমরা খালি কেন?
উত্তর:- বায়ুমণ্ডল জলীয় বাষ্প সম্পৃক্ত হয়ে থাকে।
৬৯. প্লাস্টিক তৈরিতে কাজে লাগে?
উত্তর:- ইথিলিন।
৭০. কোনটি সঞ্জীয় মূল নয়?
উত্তর:- আলু।
৭১. রক্তে রক্ত কণিকা কত শতাংশ?
উত্তর:- ৪৫%।
৭২. রেডিয়াস ,আলনা এগুলো কি?
উত্তর:-মানব দেহের হার।
৭৩. পলাশীর যুদ্ধ কোন দিনে হয়েছিল?
উত্তর:- ২৩ শে জুন।
৭৪. লাক্ষাদ্বীপ অবস্থিত কোন সাগরে?
উত্তর:- আরব সাগরে।
৭৫. প্রথম জাতীয় জরুরি অবস্থা কবে ঘোষিত হয়েছিল?
উত্তর:-১৯৬২ সালে।
৭৬. কত সালে সংবিধানের ৪২ তম সংশোধনী গৃহীত হয়?
উত্তর:- ১৯৭৬ সালে।
৭৭. ফ্লপি ডিস্ক একটি কি?
উত্তর:- স্টোরেজ ডিভাইস।
৭৮. The India way strategies for an uneertain world বইটি কার লেখা?
উত্তর:- এস জয় শংকর।
৭৯. এশিয়ার ডিমের ঝুড়ি কাকে বলে?
উত্তর:- অন্ধ্রপ্রদেশ।
৮০. প্রথম ভারতীয় পাইলটের নাম কি?
উত্তর:- জে আর ডি টাটা।
৮১. নাইরুরি কোন দেশের রাজধানী?
উত্তর:- কেনিয়া।
৮২. "কাঠপুতলি" লোক নিত্য তুই কোথায় দেখা যায়?
উত্তর:- বিহার।
৮৩." বুড়ি বালামের" যুদ্ধে নেতৃত্ব দেন কে?
উত্তর:- যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়।
৮৪." মানালি" কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর:- বিপাশা।
৮৫. "অষ্টক সূত্র" কার?
উত্তর:- নিউল্যান্ড।
৮৬. ব্যোমকেশ কার সৃষ্টি চরিত্র?
উত্তর:-শরদিন্দু বন্দ্যোপাধ্যায়।
৮৭. সেক্সপিয়ার কোন রচনার ডায়েরির বর্ণনা আছে?
উত্তর:- ম্যাকবেথ।
৮৮. মুসলিম লীগ কত সালে পাকিস্তানের প্রস্তাব গ্রহণ করে?
উত্তর:- ১৯৪০ সালে।
৮৯. সংবিধান প্রথম অনুচ্ছেদ ভারতকে কি বলা হয়েছে?
উত্তর:- ইউনিয়ন অফ স্টেটস।
৯০. বালিয়াড়ি যুক্ত বালির মরুভূমির নাম কি?
উত্তর:- হামাদ।
৯১. ইউনিয়নের পারমাণবিক সক্রিয়তার জন্য বিভাজনের ফলে উৎপন্ন সর্বশেষ মৌল হলো?
উত্তর:- সিসা।
৯২. পরিবার পরিকল্পনা কত সালে সংঘটিত হয়?
উত্তর:- ১৯৫২ সালে।
৯৩. ভেম্বনাদ কয়াল কি?
উত্তর:- একটি উপহ্রদ।
৯৪. কোন শহরকে সিটি অফ স্ক্রাই ক্রপার বলা হয়?
উত্তর:- নিউ ইয়র্ক।
৯৫. ইনসুলিন আইসোলেপ অফ লাঙ্গ ল্যাঙ্গার হাল গ্রন্থ কোন অংশ থেকে নিঃসৃত হয়?
উত্তর:- বিটা কোষ।
৯৬. সব ধরনের শক্তি শেষ পর্যন্ত কোন শক্তির রূপান্তরিত হয়?
উত্তর:- A তাপ শক্তিতে।
৯৭. এলিফ্যান্টয়া-শিস রোগের বাহক হল?
উত্তর:- ফিউলেক্স মল।
৯৮. পৃথিবীর দূর্গতম ও বৃহত্তম ক্রান্তীয় বৃষ্টি অরণ্য অঞ্চলের নাম কি?
উত্তর:- সেলভা।
৯৯. মকাই বাড়ি কি জন্য বিখ্যাত?
উত্তর:- চা।
১০০. সানিয়া মির্জা কোন খেলার সাথে যুক্ত?
উত্তর:- লন টেনিস।

1 মন্তব্যসমূহ
Bpk
উত্তরমুছুনThank you