Ticker

100/recent/ticker-posts

Translate

5th February Current Affairs 2024

 1. উত্তরাখণ্ড হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি হিসাবে শপথ নিলেন রিতু বাহরী।

2.'Outstanding Business Woman of the Year-2023' অ্যাওয়ার্ড জিতলেন বীণা মোদী 

3. উত্তরাখন্ডের প্রথম মহিলা চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হলেন রাধা রাতুরি।

4.67th All India Police Duty Meet আয়োজিত হচ্ছে লক্ষ্ণৌতে।

5.সম্প্রতি ভারত রত্ন পুরস্কার পাচ্ছেন রাজনীতিবিদ লাল কৃষ্ণ আদভানি।

6. অতিরিক্ত ফোন ব্যবহার সম্পর্কে সচেতন করতে 'Digital Detox' ইনিশিয়েটিভ লঞ্চ করলো কর্ণাটক।

7.বহুদিন ধরে বন্ধ থাকা একটি বস্ত্র ফ্যাক্টরি পুনরায় চালানোর জন্য দায়িত্ব নিল নেপালের আর্মি।

৪.৯-১৪ বছর বয়সী মেয়েদের বিনামূল্যে সার্ভিকাল ক্যান্সারের ভ্যাকসিন দেওয়ার ঘোষণা করলো ভারতের অর্থমন্ত্রী।

9.প্রতিরক্ষা বিভাগে সহায়তা করতে ওমানের সাথে চুক্তি স্বাক্ষর করলো ভারত।

10.২০২৩ সালে বিশ্বের সবথেকে যানজটপূর্ণ শহরের তকমা পেল লন্ডন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ