1. বিশ্ব ক্যান্সার দিবস পালন করা হয় ৪ঠা ফেব্রুয়ারি; এবছরের থিম হলো- "Together, we challenge those in power"
2. অন্ধ্রপ্রদেশকে পরাজিত করে T20 Nagesh Trophy জিতলো কর্ণাটক।
3.২০২৪ প্যারিস অলিম্পিকের "মশাল বহনকারী" হিসাবে নির্বাচিত হলেন ভারতীয় শ্যুটার অভিনব বিন্দ্রা।
4.boAt কোম্পানির নতুন ইনভেস্টর এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন রণবীর সিং অ্যাম্বাসে।
5. ভারতীয় পর্যটকদের জন্য UPI লঞ্চ করা হলো ফ্রান্সের আইফেল টাওয়ারে করা হলে।
6. জয়সলমিরে Vayu Shakti 2024 নামে অনুশীলন অনুষ্ঠিত করবে ইন্ডিয়ান এয়ার ফোর্স
7. মহারাষ্ট্র সরকারের থেকে Maha Gaurav 2024 অ্যাওয়ার্ড পেলেন নিখিল ওয়াঘ।
৪. হরিয়ানার ফরিদাবাদে 37th Surajkund International Crafts Mela 2024-র উদ্বোধন করলেন দ্রৌপদী মুর্মু।
9. উত্তর ভারতের প্রথম Human DNA Bank তৈরি করা হচ্ছে বারাণসীতে।
10. স্মার্ট পুলিশিং এর জন্য সেল্ফ-ব্যালেন্সিং ইলেকট্রিক স্কুটার ব্যবহার করছে উত্তরাখণ্ড পুলিশ।

0 মন্তব্যসমূহ
Thank you