Ticker

100/recent/ticker-posts

Translate

ইতিহাস এর 100টি গুরুত্বপুর্ণ প্রশ্ন


 1)ভারতে কে মৌর্য বংশ প্রতিষ্ঠা করেন?

☞ চন্দ্রগুপ্ত মৌর্য।
2) চন্দ্রগুপ্ত মৌর্য কবে মগধের সিংহাসনে বসেন?
☞324 খ্রীঃপূ।
3)কাকে পরাজিত করে চন্দ্রগুপ্ত মৌর্য মগধের সিংহাসনে বসে ছিলেন?
☞ নন্দ বংশের শেষ সম্রাট ধননন্দকে।
4)চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী কে ছিলেন?
☞ চাণক্য।
5)চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে ভারতে আগত গ্রীক পর্যটক এর নাম কি?
☞মেগাস্থিনিস।
6) মেগাস্থিনিস কে ছিলেন?
☞চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে ভারতে সেলুকাস প্রেরিত গ্রীক রাজদূত।
7)মেগাস্থিনিসের লেখা ভারত সংক্রান্ত বইয়ের নাম কি?
☞ইন্ডিকা।
8)কোন কোন গ্রন্থ থেকে চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকাল সম্পর্কে জানা যায়?
☞ অর্থশাস্ত্র, ইন্ডিকা, মুদ্রারাক্ষস।
9)কোন মৌর্য সম্রাট "লিবারেটর"  উপাধি গ্রহণ করেছিলেন?
☞ চন্দ্রগুপ্ত মৌর্য।
10)চন্দ্রগুপ্ত মৌর্যের মায়ের নাম কি?
☞মুরা।
11)চন্দ্রগুপ্ত মৌর্য শেষ জীবনে কোন ধর্ম গ্রহণ করেছিলেন?
☞ জৈন ধর্ম।
12)চন্দ্রগুপ্ত মৌর্যের কোথায় জীবনাবসান ঘটে?
☞ শ্রবণবেলাগলায়।
13)চন্দ্রগুপ্ত মৌর্যের মৃত্যুর পর কে মগধের সিংহাসনে বসেন?
☞ বিন্দুসার।
14)কোন মৌর্য সম্রাট "অমিত্রাঘাত" উপাধি গ্রহণ করেছিলেন?
☞ বিন্দুসার।
15)বিন্দুসার কোন ধর্মের অনুরাগী ছিলেন?
☞ আজীবক।
16)বিন্দুসারের মৃত্যুর পর কে মৌর্য সিংহাসনে বসেন
☞ অশোক।
17)অশোক কবে সিংহাসনে বসেন?
☞ 273 খ্রিস্টপূর্বাব্দে।
18)অশোকের রাজ্যাভিষেক কবে হয়েছিল?
☞ 269  খ্রিস্টপূর্বাব্দে।
20)মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন?
☞ সম্রাট অশোক?
21)কলিঙ্গ যুদ্ধ কবে হয়েছিল?
☞ 261 খ্রিস্টপূর্বাব্দে।
22)মৌর্য সাম্রাজ্যের পঞ্চম প্রদেশের নাম কি?
☞ কলিঙ্গ।
23)কলিঙ্গের রাজধানীর নাম কি?
☞ তোষালি।
24)সম্রাট অশোক কার কাছে বৌদ্ধধর্মে দীক্ষা গ্রহণ করেছিলেন?
☞ উপগুপ্ত নামক বৌদ্ধ সন্ন্যাসীর কাছ থেকে।
25)অশোকের প্রচারিত ধর্ম কে কি বলা হয়?
☞ধম্ম।
26)কোন  লিপিতে সর্বপ্রথম "ধম্ম"কথাটি ব্যবহার করা হয়?
☞মাস্কি লিপি।
27)অশোকের কোন শিলালিপিতে বিহার যাত্রার পরিবর্তে ধর্ম যাত্রা প্রবর্তনের কথা বলা আছে?
☞ অষ্টম শিলালিপিতে।
28)সম্রাট অশোকের কোন শিলালিপিতে কলিঙ্গ যুদ্ধের উল্লেখ আছে?
☞ত্রয়োদশ শিলালিপিতে।
29)কোন মৌর্য সম্রাট "প্রিয়দর্শী" উপাধি গ্রহণ করেছিলেন?
 ☞সম্রাট অশোক।
30)বৌদ্ধধর্ম প্রচারের জন্য অশোক কাদের সিংহলে পাঠান?
☞ পুত্র মহেন্দ্র ও কন্যা সংঘমিত্রাকে।
31)কোন ঐতিহাসিক অশোককে "মানবজাতির প্রথম ধর্মগুরু"বলে অভিহিত করেছেন?
☞ ভিনসেন্ট স্মিথ।
32)"সব মুনিষে  প্রজা মম" উক্তিটি কার?
☞ সম্রাট অশোক?
33)কোন ঐতিহাসিক অশোককে "ইতিহাসের পাতায় হাজার হাজার নরপতির মধ্যে একমাত্র উজ্জ্বলতম নক্ষত্র"বলে অভিহিত করেছেন?
☞ এইচ.জি.ওয়েলস।
35)অশোকের কোন লিপিতে কলিঙ্গ যুদ্ধের উল্লেখ আছে?
☞ ত্রয়োদশ লিপিতে।
36)সম্রাট অশোক তার কোন লিপিতে বলেছেন " সকল দান অপেক্ষা ধম্মদান শ্রেষ্ঠ"?
☞একাদশ লিপিতে।
37)কে অশোকের শিলালিপির পাঠোদ্ধার করেন?
☞ জেমস প্রিন্সেপ।
38)মৌর্য বংশের শেষ সম্রাট কে ছিলেন?
☞ বৃহদ্রথ।
39)আজীবক ধর্ম সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে? 
☞গোসাল ।
40)সাঁচী স্তূপ কে নির্মাণ করেন?
☞সম্রাট অশোক।
411)ভারতের বৈদিক সভ্যতার সময়কাল কত?
☞1500-600  খ্রিস্টপূর্বাব্দ।
42)পৃথিবীর প্রাচীনতম গ্রন্থের নাম কি?
☞ ঋগ্বেদ।
43)বেদ কয় প্রকার ও কি কি?
☞চার প্রকার।যথা-ঋগ্বেদ, সামবেদ, যর্জুবেদ, অথর্ববেদ।
44)ঋকবেদের রচনাকালের ভিত্তিতে বৈদিক যুগ কে কয় ভাগে ভাগ করা হয় কি কি?
☞দুই ভাগে; যথা-ঋক বৈদিক যুগ ও পরবর্তী বৈদিক যুগ।
45)ঋক বৈদিক যুগের সময়কাল কত?
☞আনুমানিক 1500-1000 খ্রিস্টপূর্বাব্দ।
46)পরবর্তী বৈদিক যুগের সময়কাল কত?
☞আনুমানিক 1000-600 খ্রিস্টপূর্বাব্দ।
47)ঋক বৈদিক যুগে ইন্দ্র কিসের দেবতা ছিলেন?
☞ যুদ্ধ,বজ্র ও বৃষ্টির দেবতা। 
48)ঋকবেদে ইন্দ্র কে কি নামে অভিহিত করা হয়েছে?
☞পুরন্দর ও বৃত্রঘ্ন।
49)ঋকবেদে কতগুলি স্তোত্র অগ্নির উদ্দেশ্যে রচনা করা হয়েছে ?
☞200টি।
50)গায়ত্রী মন্ত্র কার উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে
☞সাবিত্রী।
 51)মোগল সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন?
☞ আকবর।
52)আকবরের গৃহ শিক্ষক কে ছিলেন?
☞ আব্দুল লতিফ খান।
 53)আকবরের জীবনী কে রচনা করেন?
☞ আবুল ফজল।
54)আবুল ফজলের লেখা দুটি গ্রন্থের নাম লেখ?
☞আইন-ই-আকবরী ও আকবরনামা।
55)আকবরের ধর্মনীতি প্রধান দিক গুলি কি কি?
☞ সুল-ই-কুল ও দীন-ই-ইলাহী।
56) "সুল-ই-কুল" শব্দের অর্থ কি?
☞ ধর্ম সহিষ্ণুতা।
57)আকবর কবে হিন্দুদের ওপর থেকে তীর্থকর তুলে নেন?
☞1563 খ্রীঃ। 
58)আকবর কবে জিজিয়া কর তুলে নেন?
☞1564 খ্রীঃ।
59)ইবাদৎখানা কে কবে  এবং কোথায় প্রতিষ্ঠা করেন?
☞মোগল সম্রাট আকবর ফতেপুর সিক্রি তে(1575 খ্রীঃ)।
60) ইবাদৎ খানা কি?
☞আকবর প্রতিষ্ঠিত ধর্মালোচনার কক্ষ।
61)আকবর কবে মাহজারনামা ঘোষণা করেন?
☞1579 খ্রিস্টাব্দে।
62)আকবরের মাহজারনামা ঘোষণাকে কে  "অভ্রান্ত কর্তৃত্ব" বলে অভিহিত করেন?
☞ ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ।
63)সমকালীন উলেমা শ্রেণী  কোন মোগল সম্রাট কে "ধর্মদ্রোহী" বলে ঘোষণা করেছিলেন?
☞ সম্রাট আকবর।
64)খ্রিস্টান পাদরি ফাদার মনসারেট কোন মোগল সম্রাটের রাজত্বকালে ভারতে এসেছিলেন?
☞আকবর।
65) আকবর কবে দীন-ই-ইলাহী প্রবর্তন করেন?
☞ 1582 খ্রিস্টাব্দে।
66)প্রথম কোন হিন্দু দীন-ই-ইলাহী  ধর্ম গ্রহণ করেছিলে?
☞ বীরবল।
67)মোট কতজন মুসলমান দীন-ই-ইলাহী ধর্ম গ্রহণ করেছিলেন?
☞18 জন।
68)কোন ঐতিহাসিক দীন-ই-ইলাহী কে আকবরের "নির্বুদ্ধিতার প্রধান স্তম্ভ" বলে অভিহিত করেছেন?
☞ ভিন সেন্ট স্মিথ।
69)কে দীন-ই-ইলাহী কে তৌহিদ ই-ইলাহী বলে অভিহিত করেছেন?
☞ আবুল ফজল ও বদাউনি।
70)মনসবদারি প্রথা কে প্রবর্তন করেন?
☞আকবর।
71)সেনাবাহিনীতে "দাগ ও হুলিয়া ব্যবস্থা" কে প্রচলন করেন?
উ:আলাউদ্দিন খলজি।
72)কোন সুলতান প্রথম ঐশ্বরিক নরপতিত্বের আদর্শ প্রচার করেন?
উ:গিয়াসউদ্দিন বলবন।
73)জালালউদ্দিন মঙ্গবরণী কে ছিলেন?
উ:খিবার শাসক।
74)কোন সুলতান মুদ্রায় নিজেকে "খলিফার সেনাপতি" বলে অভিহিত করতেন?
উ:ইলতুৎমিস।
75)কোন সুলতান উজ্জয়িনী থেকে সম্রাট বিক্রমাদিত্যের মূর্তি দিল্লি নিয়ে গিয়েছিলেন?
উ:ইলতুৎমিস।
76)হোয়েসল বংশীয় রাজাদের রাজধানী কোথায় ছিল?
উ:দ্বারসমুদ্র।
77)"আমির-ই-কোহী" নামক কৃষি বিভাগ কে স্থাপন করেন?
উ:মহম্মদ বিন তুঘলক।
78)কোন সুলতান সেনাবাহিনী থেকে "দাগ ও হুলিয়া" প্রথা তুলে দেন?
উ:ফিরোজ শাহ তুঘলক।
79)কোন সুলতান বেকার সমস্যা সমাধানের জন্য ভারতে প্রথম কর্মনিয়োগ দপ্তর স্থাপন করেন?
উ:ফিরোজ শাহ তুঘলক।
80)জাহানপনা শহর কে নির্মাণ করেন?
উ:মহম্মদ বিন তুঘলক।
81)ভাস্কো ডা গামা যখন(1498 খ্রীঃ) কালিকটে আসেন তখন কালিকটের রাজা কে ছিলেন?
উ:জামোরিন।
82)ভারতে প্রথম পর্তুগীজ গর্ভনর কে ছিলেন?
উ:ফ্রান্সিসকো দ্য আলমিদিয়া।
83)পর্তুগীজরা কবে গোয়া অধিকার করে?
উ:1510 খ্রীঃ(বিজাপুরের সুলতানের কাছ থেকে)।
84)ভারতে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সদর দপ্তর কোথায় ছিল?
উ:নাগাপত্তনম।
85)ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানী কবে গঠিত হয়?
উ:1599 খ্রীঃ।
86)ফরাসীরা ভারতের কোথায় প্রথম ফ্যাক্টরি স্থাপন করেন?
উ:সুরাট(1667 খ্রীঃ)
87)বাংলায় কে দ্বৈত শাসন প্রবর্তন করেন?
উ:রবার্ট ক্লাইভ।
88)কোন গভর্নর জেনারেলের শাসনকালে প্রথম সনদ আইন পাশ হয়?
উ:স্যার জন শোর(1793 খ্রীঃ)
89))ভেলোরে সিপাহী বিদ্রোহ কত সালে হয়েছিল?
উ:1806 খ্রীঃ (জর্জ বার্লো র শাসনকালে)
90)কোন ইউরোপীয় দেশের হাত ধরে ভারতে তামাকের প্রচলন হয়?
উ:পর্তুগীজ।
91)1916 খ্রীঃ জাতীয় কংগ্রেসের লক্ষ্ণৌ অধিবেশনের সভাপতি কে ছিলেন?
উ:অম্বিকাচরণ মজুমদার।
92)চম্পারণ কৃষি বিল কবে পাশ হয়?
উ:1917 খ্রীঃ।
93)ব্রিটিশ শাসিত ভারতের কেন্দ্রীয় আইনসভার প্রথম স্পীকার কে ছিলেন?
উ:বিঠল ভাই প্যাটেল।(1925 খ্রীঃ)
94)জাতীয় কংগ্রেসের গয়া অধিবেশনের (1922 খ্রীঃ) সভাপতি কে ছিলেন?
উ:চিত্তরঞ্জন দাশ।
95)স্বরাজ্য দল কে কবে প্রতিষ্ঠা করেন?
উ:1923 খ্রীঃ চিত্তরঞ্জন দাশ ও মোতিলাল নেহেরু।
96)বাংলার কৃষক প্রজা পার্টির প্রতিষ্ঠাতা কে?
উ:আবুল কাশেম ফজলুল হক।
97)1929 খ্রী 8ই এপ্রিল কেন্দ্রীয় আইন সভায় বোমা নিক্ষেপের সময় ভগৎ সিং এর সঙ্গী কে ছিলেন?
উ:বটুকেশ্বর দত্ত।
98)জাতীয় কংগ্রেসের উদ্যোগে ভারতে কবে প্রথম স্বাধীনতা দিবস পালন করা হয়?
উ:1930 খ্রীঃ 26 শে জানুয়ারী।
99)সুভাষ চন্দ্র বসুর পদত্যাগের পর কে জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন?
উ:রাজেন্দ্র প্রসাদ।
100)1930 খ্রীঃ রাইটার্স বিল্ডিং অভিযান কোন বিপ্লবী দলের নেতৃত্বে পরিচালিত হয়েছিল?
উ:বেঙ্গল ভলান্টিয়ার্স।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ