Ticker

100/recent/ticker-posts

Translate

পাঠ্যক্রম ও পাঠ্যসূচির পার্থক্য আলোচনা করো ?

 পাঠ্যক্রম ও পাঠ্যসূচির পার্থক্য আলোচনা করো ?


ভূমিকা:- আধুনিক শিক্ষায় কার্যক্রম পরিচালনা করার জন্য কিছু সুনির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করতে হয়। তার মধ্যে শিক্ষাকর্ম ও পাঠ্যক্রম অন্যতম। শিক্ষাক্রম এবং পাঠ্যক্রম বা পাঠ্যসূচির শিক্ষা প্রক্রিয়ায় ব্যবহৃত দুটি অনুষ্ঠানিক লিখিত বিবরণ। একটি নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য অধ্যায়নের পদ্ধতি বা কোর্সের জন্য একটি শিক্ষা করুন এবং একটি নির্দিষ্ট বিষয়ের ছোট পরিসরের জন্য একটি সিলেবাস অন্তর্ভুক্ত।
        * অনেক শিক্ষার্থী মনে করেন যে শিক্ষার পাঠ্যসূচি এবং পাঠ্যক্রম একই বিষয় কিন্তু পাঠ্যসূচি ও পাঠ্যক্রম এক না। পাঠ্যসূচি ও পাঠ্যক্রমের মধ্যে অনেকগুলি পার্থক্য বিদ্যমান রয়েছে। সেগুলি হল
পাঠ্যক্রম :- শিক্ষার্থীদের দৈহিক ,মানসিক, সামাজিক,  প্রক্ষভীক সমস্ত দিকের লক্ষ্যে শ্রেণিকক্ষে অন্তর্গত ও বহির্ভূত যে সমস্ত অভিজ্ঞতা পুঞ্জু নির্বাচন করা হয় তার সমস্ত কিছুই হল পাঠ্যক্রম।

পাঠ্যসূচী:- পাঠ্যসূচি হল শিক্ষার্থীর অধ্যয়নের একটি তালিকা বা নথি। শিক্ষার্থী কোন কোন বিষয় গুলি অধ্যয়ন করবে এবং শিক্ষক মহাশয় শিক্ষার্থীদের কি কি পড়াবে তার একটি তালিকার পূর্ণাঙ্গ রূপই পাঠ্যসূচী।ক্ক

পাঠ্যক্রম এবং পাঠ্যসূচির মধ্যে পার্থক্য:- 

১. শিক্ষাক্রম একটি ব্যাপক ধারণা। এবং পাঠ্যসুচি শিক্ষাক্রমের একটি অংশমাত্র।

২. শিক্ষাক্রম হলো শিখন শেখানো কাজের কেন্দ্রিয় রূপরেখা। কিন্তুা পাঠ্যসুচি হলো নির্দিষ্ট শ্রেণির নির্দিষ্ট বিষয়াবলির সূচি।

৩. পাঠ্যক্রম কেন্দ্রিয়ভাবে প্রণীত। কিন্তু পাঠ্যসূচি শ্রেণিভিত্তিক প্রণীত।

৪. পাঠ্যক্রম বৃহৎ বৃক্ষ সরূপ। এবং পাঠ্যসূচি বৃহৎ বৃক্ষের শাখা স্বরূপ।

৫. পাঠ্যক্রম অসংখ্য পাঠ্যসূচির সমন্বয়। কিন্তু পাঠ্যসূচি অসংখ্য পাঠের সমন্বয়।

৬. পাঠ্যক্রম নির্দেশনামূলক। কিন্ত পাঠ্যসূচি বর্ণনামূলক।

৭.  পাঠ্যক্রম শিক্ষকদের জন্য প্রযোজ্য।

 তবে পাঠ্যসূচী শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য।

৮. পাঠ্যক্রম প্রণয়ন ও বাস্তবায়ন সময়সাপেক্ষ। তবে পাঠ্যসূচী  স্বল্পমেয়াদী।

৯. পাঠ্যক্রম শিক্ষার মত জীবনব্যাপী চলতে থাকে। তবে পাঠ্যসূচি শেষ করার নির্দিষ্ট সময় বরাদ্দ আছে 

১০. পাঠ্যক্রমের শিক্ষার্থীদের সঠিক বিকাশের ওপর গুরুত্ব দেওয়া হয়। কিন্তু পাঠ্যসূচি কেবলমাত্র বৌদ্ধিক বিকাশ ও স্মৃতিশক্তির উপর গুরুত্ব দেয়া হয়।

১১. শিক্ষাক্রমের লক্ষ্য শিক্ষার্থীদের সামগ্রিক জীবনের বিকাশ সাধন, তবে পাঠ্যসূচী শিক্ষার্থীর একটি বিশেষ দিকের বিকাশ সাধন।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ