Ticker

100/recent/ticker-posts

Translate

পড়তে বসলেই ঘুম আসে কেন?

পড়তে বসলেই ঘুম আসে কেন?

ফোন হাতে কিংবা টিভি স্ক্রিনের সামনে ঘণ্টার পর ঘণ্টা কাটালেও ঘুম আসে না, অথচ বই নিয়ে পড়তে বসার কিছুক্ষণ পরেই ঘুমে চোখ দুটো যেন জড়িয়ে যায়। কেন এমন হয়? 

পড়তে বসলেই ঘুম আসে কেন?



অনেক অভিভাবক মনে করেন পড়াশোনায় ফাঁকি দেওয়ার জন্য শিশুরা পড়তে বসলে ঘুমিয়ে পড়ছে। তবে পড়তে গিয়ে ঘুম আসার পেছনে কিন্তু রয়েছে বৈজ্ঞানিক কারণ। ছোটবড় যে কেউই পড়াশোনা করতে গিয়ে দ্রুত ঘুমিয়ে যেতে পারে। গবেষণা বলছে, আমরা যখন পড়তে শুরু করি তখন চোখের ওপর চাপ পড়ে বেশি। মস্তিষ্কও ডেটা প্রসেসের কাজ করতে থাকে। চোখের মাংসপেশিগুলো তাই ঝিমিয়ে পড়ে। এর ফলে কিছুক্ষণের মধ্যেই আমাদের মস্তিষ্ক বিদ্রোহ শুরু করে, যার ফলে চোখে নেমে আসে ঘুম।

পড়তে বসলে ঘুমিয়ে পড়বেন না। ঘুম টাকা কে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন।

পড়তে বসে ঘুমিয়ে যাওয়ার বিষয়কে কিন্তু খুব হালকাভাবে নিলে হবে না। শিশুদের ক্ষেত্রে এই সমস্যা বেশি হলে দেখা যায় সিলেবাসের পড়া শেষ করতে পারছে না তারা। বড়রাও জীবনের অনেক ক্ষেত্রে পিছিয়ে যেতে পারেন এই সমস্যাকে প্রশ্রয় দিলে। পড়ার সময় ঘুমকে তাড়াতে কিছু নিয়ম মেনে চলুন।

1. কখনও বিছানা বা আরামদায়ক কোনও স্থানে বসে পড়বেন না। টেবিল-চেয়ারে পড়ুন। 

2. পড়ার স্থান অবশ্যই আলোকিত রাখুন। বাইরের খোলা বাতাসের আবহাওয়া ভেতরে ঢুকতে পারে এমন স্থান পড়ার জন্য নির্বাচন করুন।

3. ভারি খাবার খেয়ে পড়তে বসবেন না। এতে শরীরে অলসতা ভর করবে।

4. পড়ার ৩০ মিনিটের মাঝে ৫ মিনিট বিরতি রাখুন।

5. রাতে তাড়াতাড়ি ঘুমাবেন ও সকাল সকাল ঘুম থেকে উঠবেন।

6. পড়ার পাশাপাশি লিখবেন। এতে যেমন পড়া মনে থাকবে ভালো, তেমনি ঘুমকেও তাড়ানো যাবে দূরে। 

7. চুইং গাম, চা কিংবা কফি খেতে পারেন। 

8. জল পান করবেন আধা লিটার।  

9. পড়তে বসলে যখন ঘুম আসে তখন আপনি একটু হাঁটাচলা করবেন তারপর আবার পড়তে শুরু করবেন। এতে আপনার অলসতা দুর হবে, এবং ঘুম তাড়ানো যাবে।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ