Ticker

100/recent/ticker-posts

Translate

বনসহায়ক পদে চাকরির আবেদন করার পদ্ধতি

 বনসহায়ক পদে নিয়োগ চাকরির বিজ্ঞপ্তি 2023

 


পদের নাম:- বন সহায়ক

মোট শূন্যপদ - ২০০০টি

মাসিক বেতন :- ১০,০০০ টাকা

আবেদনের শেষ তারিখ :-  বিজ্ঞপ্তি প্রকাশের দিন অর্থাৎ ১৯শে মে তারিখ থেকে ৭টি কাজের দিনের মধ্যে আবেদন করতে হবে।

বয়সসীমা :-  ১লা জানুয়ারি ২০২৩ তারিখের মধ্যে প্রার্থীর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যেহতে হবে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সর্বোচ্চ বয়সে সরকারী নিয়ম অনুযায়ী ছাড় পাবে।

শিক্ষাগত যোগ্যতা :- প্রার্থীকে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণি পাশ করে থাকলেই হবে।

আবেদন পদ্ধতি :-  প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

> আবেদনপত্র ডাউনলোড করে • সঠিকভাবে পূরণ করতে হবে।

• > তারপর প্রয়োজনীয় ডকুমেন্ট সংযুক্ত করে

 নিজ বাসস্থান অনুযায়ী মুখ্য বনপালের নিকট আবেদনপত্র জমা করতে হবে।

প্রয়োজনীয় ডকুমেন্ট - এই পদে আবেদনের জন্য ৫টি প্রয়োজনীয় ডকুমেন্ট লাগবে।

1. সঠিক ভাবে পূরণ করা আবেদন পত্র।

2. বয়সের প্রমাণপত্ৰ ।

3. ঠিকানার প্রমাণপত্র।

4. শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র।

5. তপশীলি জাতি / উপজাতি / অনগ্রসর শ্রেণির শংসাপত্র (যদি থাকে)।

Application Form Download link Click here

আবেদন ফর্ম জমা দেওযার ঠিকানা তালিকা Click here

আবেদন ফর্ম জমা দেয়ার বিবরণ এখানে ক্লিক করে দেখুন




বিদ্র:- আজকের আলোচনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে । এবং এরকম নিত্য নতুন যে কোন বিষয় নিয়ে আপডেট পাওয়ার জন্য আমাদেরকে একটি অ্যাপ তৈরি করা হয়েছে চাইলে তোমরা সেই অ্যাপটিকে ডাউনলোড করতে পারো। অ্যাপটিকে ডাউনলোড করার জন্য নিচের আইকন বাটনটিতে ক্লিক করো



একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

Thank you