What do you mean by teacher education? Need and significance of teacher education? Discuss the importance of teacher education?.
ভূমিকা:- একটি শিক্ষা প্রতিষ্ঠানের বিশেষ প্রধান গুরুত্বপূর্ণ কাজ হল শিক্ষার্থীদের অজ্ঞতার অন্ধকার থেকে জ্ঞানের আলোয় নিয়ে আসা বা আলোকিত করা। প্রতিষ্ঠানের এই কাজটির করার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা যিনি পালন করেন, তিনি হলেন শিক্ষক বা শিক্ষিকা। একজন শিক্ষার্থীদের পারদর্শিতা প্রাথমিকভাবে নির্ভর করে শিক্ষক শিক্ষিকার যোগ্যতা, দক্ষতা ও প্রেষণার উপর।
শিক্ষক শিক্ষা :- শিক্ষক শিক্ষার সংজ্ঞা প্রসঙ্গে শিক্ষাবিদ C.V. Good বলেছেন যে শিক্ষক-শিক্ষা বা শিক্ষক শিক্ষণ হল সকল প্রকার প্রথাগত ও অপ্রথাগত প্রাক অভিজ্ঞতার সমন্বয় , যা একজন ব্যক্তিকে শিক্ষাগত গত পেশায় নিযুক্ত সদস্য হিসেবে দায়িত্ব নিতে এবং সেগুলি অত্যন্ত কার্যকারী ভাবে পালন করতে সাহায্য করে।
NCTE - বলেছেন শিখন শিক্ষা হলো শিক্ষা গবেষণার ও প্রশিক্ষণের সেই কর্মসূচি, যা শিক্ষক শিক্ষিকাকে প্রাক প্রাথমিক থেকে শুরু করে উচ্চশিক্ষা পর্যন্ত সকল ধাপে শিখন প্রক্রিয়াকে উন্নত করতে সাহায্য করে।
শিক্ষণ শিক্ষার গুরুত্ব ও তাৎপর্য:- শিক্ষণ শিক্ষার গুরুত্ব সম্পর্কে আমেরিকান কমিশন অন টিচার এডুকেশন ১৯৯৬ থেকে বলা হয়েছে, একটি জাতীয় উৎকর্ষ নির্ভর করে সেই সমাজের নাগরিক দের উৎকর্ষের উপর। আবার নাগরিক সমাজের উৎকর্ষ সম্পূর্ণভাবে নির্ভর করে তাদের শিক্ষার গুণমানের ওপর । আবার সর্বোপরি শিক্ষার গুনমান নির্ভর করে একজন শিক্ষক-শিক্ষিকার গুনাবলির ওপর। দের মতে শিক্ষক বা শিখন শিক্ষার গুরুত্ব ও তাৎপর্য গুলি হল নিম্নরূপ:-
১. জ্ঞানের চরম উৎকর্ষ :- শিখন শিক্ষার শিক্ষণ শিক্ষার মাধ্যমে জ্ঞানের চরম উৎকর্ষে পৌঁছে দেওয়া এর একটি অন্যতম তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে ।
২. বিষয়বস্তু সম্পর্কে গভীর জ্ঞান :- শিক্ষক-শিক্ষিকাদের বিষয়বস্তু সম্পর্কে বিশেষজ্ঞ করে তোলে।
৩. পেশাগত দক্ষতা বৃদ্ধি:- শিখন শিক্ষার মাধ্যমে পেশাগত দক্ষতার বৃদ্ধির বিকাশ ঘটানো এর অন্যতম গুরুত্ব।
৪. শিখন ও পরিবেশ এর পারদর্শী:- সমস্ত রকম শিখন পরিবেশে তারা যাতে শিখন এ পারদর্শী হয় সেদিকে নজর দেওয়া গুরুত্বপূর্ণ একটি কাজ।
৫. সময়মত শিক্ষার্থীদের কাছে পাঠ্যসূচি পৌঁছে দেওয়া :- সৃষ্ট সময়ের মধ্যে শ্রেণিকক্ষে পাঠ্যসূচির নির্দিষ্ট অংশ সমস্ত শিক্ষার্থীর কাছে সঠিকভাবে পৌঁছে দেওয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
৬. সর্বাঙ্গীণ শিক্ষার্থীর প্রতি নজর দেওয়া:- মেধার বিচার না করে শ্রেণীর সমস্ত শিশুদের দিকে সমান দৃষ্টিপাত দেওয়া শিক্ষকের গুরুত্বপূর্ণ একটি কাজ।
৭. অন্তর্ভুক্তিমূলক শিক্ষার পরিবেশ তৈরি করা :- সমস্ত ধরনের শিশুদের জন্য অন্তর্ভুক্তিমূলক শিক্ষার পরিবেশ তৈরি করা । শিক্ষক শিক্ষার একটি অন্যতম গুরুত্ব।
৮. শিক্ষার্থীদের ধৈর্য বাড়ানো :- শিক্ষক শিক্ষিকাদের ধৈর্য ও অর্ধবসায় বাড়ানো যাতে তারা সহজে যে কোন সমস্যা প্রবণ শিশুকেও শ্রেণীকক্ষে নিয়ন্ত্রণ করতে পারেন।
৯. দায়িত্ব গ্রহণ করতে শেখা:- শিক্ষক-শিক্ষিকাদের পরামর্শদান ও নির্দেশ দান মূলক দায়িত্ব গ্রহণ করতে শেখানো শিখন শিক্ষার একটি অন্যতম গুরুত্ব।
১০. মূল্যবোধের সঞ্চার ঘটানো :- শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে আদর্শের ভিত্তি ও স্থাপন করা ও মূল্যবোধ সঞ্চার করা।
১১. ইতিবাচক মানসিকতা তৈরি :- শিশুর দের ব্যক্তিত্ব গঠনে শিক্ষক বা শিখন শিক্ষার মাধ্যমে শিক্ষিকাদের ইতিবাচক মানসিকতা তৈরি করা এই শিক্ষার অন্যতম কাজ।
লক্ষ্য ও উদ্দেশ্য :- শিক্ষক শিক্ষার প্রক্রিয়াটি আধুনিক শিক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ সংবেদনশীল দিক। এই দিক থেকে শিক্ষক শিক্ষার লক্ষ্য গুলি নিম্ন আলোচনা করা হলো--
১.অন্যের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা:- শিক্ষক বা শিখন শিক্ষার শিক্ষিকার ভালবাসা ও যত্ন ও পরিচর্যার সঙ্গে লালন পালন করতে শেখানো।
২. নিজস্ব ক্ষমতা অনুযায়ী শৌলীকে বুঝতে শেখা:- শিক্ষার্থীর নিজস্ব ক্ষমতা অনুযায়ী শিখন শৈলীকে বুঝতে শেখা, শিখন শিক্ষার অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য।
৩. সামাজিক ও সংস্কৃতি বুঝতে শেখা:- শিশুকে সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, প্রেক্ষাপট থেকে বুঝতে শেখা, শিক্ষক শিক্ষার একটি গুরুত্বপূর্ণ
৪. জ্ঞানের বিকাশ ঘটানো:- জ্ঞানের বিকাশ ঘটানো শিক্ষক শিক্ষার অন্যতম উদ্দেশ্য। শিক্ষার্থীদের জ্ঞানের বিকাশ ঘটানো ও শিক্ষণ শিক্ষার ক্ষেত্রে তাকে প্রতিফলিত করা এর একটি অন্যতম লক্ষ্য।
৫:- পুনঃ সংযোজন ঘটানো :- প্রতিনিয়ত নতুন জিনিস শেখা ও শিখনের পুনঃ সংযোজন ঘটানো শিক্ষণ শিক্ষার অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য।
৬. জ্ঞান সংবন্ধন করুন:- অভিজ্ঞতার মধ্য দিয়ে জ্ঞান ও শিখন এর সংবন্ধন করা শিক্ষক-শিক্ষার অন্যতম লক ও উদ্দেশ্য।
৭. ভাষার সাবলিলতা :- শিক্ষক শিক্ষার মধ্যে দিয়ে শিশুর ভাষা সাবলীলতা তৈরি করা একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য। যাতে করে শিক্ষার্থীরা ভালোভাবে কথা বলতে এবং বুঝতে পারে।
৮. কল্যাণমূলক কাজের জন্য ইতিবাচক দৃষ্টিভঙ্গি :- সমাজ সংস্কারে ভূমিকা পালন করতে শেখানো এবং সমাজ কল্যাণমূলক কাজের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা শিখন শিক্ষার গুরুত্বপূর্ণ লক্ষ্য।
৯. বাইরের জ্ঞানের প্রসার ঘটানো:- পাঠ্যপুস্তকের সীমারেখার বাইরে জ্ঞানের প্রসার ঘটানো ও শিক্ষকতার মানকে বিশেষজ্ঞ পর্যায়ে নিয়ে আসা শিখুন শিক্ষার একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য ও উদ্দেশ্য।
১০. হাতে কলমে কাজে উৎসাহিত করা :- উৎপাদন মূলক কার্যের অংশগ্রহণ করতে শেখানো এবং শ্রেণিকক্ষের ভিতর ও বাইরে সব জায়গাতেই হাতে-কলমে কাজ করতে উৎসাহ দেওয়া এর একটি অন্যতম লক্ষ্য।
সবশেষে আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে উপরিক্ত উদ্দেশ্য ও লক্ষ্য গুলিকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে শিক্ষক শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের কাছে উপস্থাপন করা এবং সেগুলিকে যথাযথভাবে পালন করে তাদের জ্ঞানের বিকাশ এবং ভাষার বিকাশ ঘটিয়ে এবং তাদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দেওয়া।


1 মন্তব্যসমূহ
Hi
উত্তরমুছুনThank you