যুবশ্রী বেকার ভাতার টাকা দেওয়া শুরু হয়েছে 2013
নমস্কার বন্ধুরা যুবশ্রী বেকার ভাতার টাকা দেওয়া শুরু হয়েছে। এবং যারা 2013 সালে yuboshree এর ফর্ম ফিলাপ করে Employment Bank 🏦 Exchange office এ জমা দিয়েছ তাদের নামের তালিকা প্রকাশিত হয়েছে। আপনারা সেই লিস্ট থেকে আপনাদের নাম দেখে নিন ।
নাম থাকলে কি করতে হবে। কিভাবে মাসে মাসে 1500 টাকা করে পাবে। যদি লিস্টে আপনাদের নাম থাকে তবে আপনাকে employmentbankwb.gov.in এই website গিয়ে অনলাইনে submit annexure 1 এই ফর্ম টি ফিলাপ করতে হবে তার পর আপনাদের annexure ii ফর্ম ফিলাপ করে আবার আপনাদের নিকটবর্তী Employment Bank 🏦 Exchange office এ গিয়ে জমা দিয়ে আসতে হবে।
বিশেষ বিজ্ঞপ্তি
এতদ্বারা জানানো যাচ্ছে যে যুবশ্রী প্রকল্পের তৃতীয় প্রতীক্ষা তালিকা (3rdwaiting list) প্রস্তুত করা হয়েছে। উক্ত তালিকাটি এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ওয়েবসাইট employmentbankwb.gov.in-এর "VIEW YUVASREE WAITING LIST লিঙ্কটি তে পাওয়া যাবে। যে সব কর্মপ্রার্থীগণ এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন তাদের আগামী ০৪/০৪/২০২২ হইতে ৩০/০৪/২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ওয়েবসাইট (Submit Annexure-1 link) এ অনলাইন এ জমা করে প্রিন্ট-আউট নিয়ে সংশ্লিষ্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে validation এর জন্য Annexure-II সহ জমা করার অনুরোধ করা হচ্ছে।
আবেদনপত্রের ফর্ম (Annexure-II) এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ওয়েবসাইট এ পাওয়া যাবে। "যুবশ্রী" প্রকল্পের সমস্ত শর্ত পূরণ করলে তবেই আবেদনকারীরা এই প্রকল্পের সুবিধে পাবার জন্য বিবেচিত হবেন।
"যুবশ্রী" প্রকল্পের প্রতীক্ষা তালিকার বিস্তারিত নির্দেশিকা নিচের লিংক এ দেওয়া আছে।
Importants link 👇
Official website - Click here
Annexure from ii download -Click here
Submit annexure from - Click here
নামের তালিকা ডাউনলোড :- Click here
এছাড়া ও বীরভূম জেলার অ্যাসিস্ট্যান্ট টিচার পদে নিয়োগ।
এই চাকরি সম্পর্কে জানতে official notice টি download করুন।


0 মন্তব্যসমূহ
Thank you