Ticker

100/recent/ticker-posts

Translate

যুবশ্রী বেকার ভাতার টাকা দেওয়া শুরু হয়েছে

 যুবশ্রী বেকার ভাতার টাকা দেওয়া শুরু হয়েছে 2013



নমস্কার বন্ধুরা যুবশ্রী বেকার ভাতার টাকা দেওয়া শুরু হয়েছে। এবং যারা 2013 সালে yuboshree এর ফর্ম ফিলাপ করে Employment Bank 🏦 Exchange office এ জমা দিয়েছ তাদের নামের তালিকা প্রকাশিত হয়েছে। আপনারা সেই লিস্ট থেকে আপনাদের নাম দেখে নিন ।


নাম থাকলে কি করতে হবে। কিভাবে মাসে মাসে 1500 টাকা করে পাবে। যদি লিস্টে আপনাদের নাম থাকে তবে আপনাকে employmentbankwb.gov.in এই website গিয়ে অনলাইনে submit annexure 1 এই ফর্ম টি ফিলাপ করতে হবে তার পর আপনাদের annexure ii ফর্ম ফিলাপ করে আবার আপনাদের নিকটবর্তী Employment Bank 🏦 Exchange office এ গিয়ে জমা দিয়ে আসতে হবে।


বিশেষ বিজ্ঞপ্তি

এতদ্বারা জানানো যাচ্ছে যে যুবশ্রী প্রকল্পের তৃতীয় প্রতীক্ষা তালিকা (3rdwaiting list) প্রস্তুত করা হয়েছে। উক্ত তালিকাটি এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ওয়েবসাইট employmentbankwb.gov.in-এর "VIEW YUVASREE WAITING LIST লিঙ্কটি তে পাওয়া যাবে। যে সব কর্মপ্রার্থীগণ এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন তাদের আগামী ০৪/০৪/২০২২ হইতে ৩০/০৪/২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ওয়েবসাইট (Submit Annexure-1 link) এ অনলাইন এ জমা করে প্রিন্ট-আউট নিয়ে সংশ্লিষ্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে validation এর জন্য Annexure-II সহ জমা করার অনুরোধ করা হচ্ছে।


আবেদনপত্রের ফর্ম (Annexure-II) এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ওয়েবসাইট এ পাওয়া যাবে। "যুবশ্রী" প্রকল্পের সমস্ত শর্ত পূরণ করলে তবেই আবেদনকারীরা এই প্রকল্পের সুবিধে পাবার জন্য বিবেচিত হবেন।


"যুবশ্রী" প্রকল্পের প্রতীক্ষা তালিকার বিস্তারিত নির্দেশিকা নিচের লিংক এ দেওয়া আছে।

Importants link 👇

Official website - Click here

Annexure from ii  download -Click here

Submit annexure from - Click here

নামের তালিকা ডাউনলোড :- Click here



এছাড়া ও বীরভূম জেলার অ্যাসিস্ট্যান্ট টিচার পদে নিয়োগ।

এই চাকরি সম্পর্কে জানতে official notice টি download করুন। 

Download now

 



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ