Ticker

100/recent/ticker-posts

Translate

রেচনতন্ত্র(Excretory System)

 রেচনতন্ত্র (Excretory System)

প্রাণিকোষে বিপাকের ফলে সৃষ্ট নাইট্রোজেন ঘটিত বর্জ্যপদার্থ রেচন প্রক্রিয়ায় দেহ থেকে নিষ্কাশিত হয়, যা অত্যন্ত দ্রুত ও নিয়মিত একটি প্রক্রিয়া। রেচন পদার্থ নিষ্কাশনের জন্য মানবদেহে সুনির্দিষ্ট অঙ্গ তন্ত্র রয়েছে যা রেচনতন্ত্র(Excretory System) নামে পরিচিত। রেচনতন্ত্রের সাহায্যেই ৮০ শতাংশ রেচন পদার্থ মানবদেহ থেকে বাহিরে চলে যায়। বাকি ১০ ভাগ রেচন পদার্থ সরাসরি নিষ্কাশিত না হয়ে বিভিন্ন ক্রিয়াকর্মে উৎপন্ন ও বিভিন্ন অঙ্গের মাধ্যমে নিষ্কাশিত হয়। এগুলো সহকারী রেচন অঙ্গ হিসেবে পরিচিত। মানুষের রেচনতন্ত্রের প্রধান রেচন অঙ্গ হলো বৃক্ক(Kidney)।
রেচনতন্ত্রের কাজগুলো হচ্ছেঃ
* রক্ত থেকে প্রোটিন বিপাকে সৃষ্ট নাইট্রোজেনঘটিত বর্জ্য পদার্থ অপসারণ করা।
* দেহে এবং রক্তে পানির ভারসাম্য রক্ষা করা।
* রক্তে বিভিন্ন খনিজ পদার্থ যেমন পটাসিয়াম,ক্যালসিয়াম,ফসফেট এবং ক্লোরাইডসহ বিভিন্ন লবনের পরিমাণ নিয়ন্ত্রণ করা।
* রক্তে অম্ল-ক্ষারের ভারসাম্য রক্ষা করা।
* হরমোন ও এনজাইম নিঃসরণ করা।
* রক্তচাপ নিয়ন্ত্রণ করা।
রেচনতন্ত্রের অন্তর্ভুক্ত অঙ্গগুলো হচ্ছে বৃক্ক, ইউরেটর, রেনাল ধমনি ও শিরা, মূত্রথলি ও মূত্রনালি। বৃক্কের অসংখ্য নেফ্রন একদিকে রক্ত পরিশোধনের কাজ করে, অন্যদিকে ইউরেটর রক্তের সকল দূষিত পদার্থ মূত্রথলির দিকে নিয়ে যায়। এছাড়া রক্তে পানি ও আয়নসাম্য রক্ষার কাজও করে থাকে মানবদেহের রেচন সিস্টেম, চিকিৎসাবিজ্ঞানে যার নাম অসমোরেগুলেশন।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ