নমস্কার প্রিয় বন্ধুরা তোমরা যারা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অধীনে চাকরির জন্য w.b.p constable চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ । তোমারা নিশ্চয় জানো যে প্রতিবছরের তুলনায় এবার যে W.B.P পরীক্ষা তার SYLLABUS PATTERN পরিবর্তন হয়েছে। এবার MAIN EXAM -এর মতো একটাই পরীক্ষা হবে তাতে ১০ নম্বর ENGLISH, ২৫ মার্ক G.K, ২৫ মার্ক MATHEMATICS, আর ২৫ মার্ক REASONING থাকছে। তাই তোমাদের জন্যে বিগত বছরের আশা প্রশ্ন পত্র দেখা খুব জরুরী কারণ বিগত বছরের প্রশ্ন দেখলে বুঝতে পারবে যে prb board কোথা থেকে প্রশ্ন গুলি পরীক্ষায় তুলে দিচ্ছে, তাই আজ "স্বপ্ন তোমার শিক্ষা" তোমাদের জন্যে নিয়ে এসেছে বিগত বছরের আশা ENGLISH প্রশ্ন সমাধানসহ একটি E-book pdf বই।
❏ বই টিতে তোমরা wb constable, Lady constable, Jail police,Kolkata police constable, Kolkata police sub- inspector, WB excise constable, WB sub-inspector এ আশা সমস্ত ইংলিশ প্রশ্নের উত্তর পেয়ে যাবে সমাধানসহ।
❏ এই বই টিতে ২০০৯- ২০২৪ পর্যন্ত প্রায় ২৩টা সেট এর মত Practice Set পাবে।
❏ এই বই টির মূল্য - ৪৫ টাকা ।
❏ বইটির একটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে:-
বৈশিষ্ট্য টি হল যদি তোমরা এই E-book pdf টি একবার কিনে নাও তাহলে, আগত বছরে যে সমস্ত পরীক্ষা গুলো হবে সেই সব প্রশ্নের সমাধান ও পেয়ে যাবে । এক কথায় একবার বইটি কিনে নিলে দ্বিতীয় বার তোমাদের কে আর পরবর্তী পরীক্ষায় আশা প্রশ্নের সমাধানের জন্যে payment করতে হবে না। এই বই টিতে পরবর্তী পরীক্ষায় আশা প্রশ্ন ও উত্তর ubdate পেয়ে যাবে। তার জন্য বই টির শেষে একটি QR CODE স্ক্যানার পাবে সেটাতে স্ক্যান করে email id দিয়ে register করে রাখবে। যখন আগত বছরের প্রশ্ন গুলো ubdate দেওয়া হবে তখন তোমাদের email ID তে পৈছে যাবে।
❏ বই টি অর্ডার করতে নীচে order now button -a Click করে অর্ডার করুন।



0 মন্তব্যসমূহ
Thank you