-------------------------------------------------------
১.Press Information Bureau-এর প্রিন্সিপাল ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন ?
A) শেফালী বর্মা।
B) শেফালী ঘোষ।
C) শেফালী বি. শরণ।
D) মৌসুমী বসু ।
উত্তর= ➢শেফালী বি. শরণ।-----------------------------------------------------
২. ২০২৪ মার্চ মাসে মোট GST সংগ্রহের পরিমাণ কত কোটি টাকা?
A) ২ লক্ষ।
B) ১.৭৫ লক্ষ।
C) ২.৫ লক্ষ।
D) ১.৭৮ লক্ষ।
উত্তর= ➢১.৭৮ লক্ষ।-----------------------------------------------------
৩. ভারত, মালদ্বীপ এবং শ্রীলঙ্কার মধ্যে কি নামে ত্রিপাক্ষিক অনুশীলন শুরু হলো ?
A) 'Dosti-16'
B) 'Dosti-17'
C) 'Dosti-18'
D) 'Dosti-19'
উত্তর= ➢'Dosti-16' ।-----------------------------------------------------
৪. Axis Capital-এর নতুন MD এবং CEO পদে নিযুক্ত হলেন ?
A) বিনীত জৈন।
B) অতুল মেহরা।
C) উভয়ই।
D) কোনোটিই নয়।
উত্তর= ➢ অতুল মেহরা।-----------------------------------------------------
৫. ত্রিপুরা আদিবাসীদের ঐতিহ্যবাহী কোন পোশাক GI Tag পেল ?
A) সুতির শাড়ি।
B) গদর শাড়ি।
C) "রিগনাই পচরা" ।
D) উপরের কোনোটিই নয়।
উত্তর= ➢"রিগনাই পচরা" ।-----------------------------------------------------
৬. Miami Open 2024-এ পুরুষ বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন ইতালির কোন বিভাগে?
A) Jannik Sinner
B) Rahaman sinner
C) Kajal Agarwal sinner
D) Jannik Sinner
উত্তর= ➢ Jannik Sinner।-----------------------------------------------------
৭. Miami Open 2024-এ মহিলা বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন আমেরিকার টেনিস তারকা কোন মহিলা?
A) Danielle Collins
B) মাতাবাড়ির প্যারা।
C) joibik Collins
D) None of the above
উত্তর= ➢Danielle Collins ।-----------------------------------------------------
৮. সংস্কৃত গবেষণা ও ভারত ও শিক্ষাকে শিক্ষাকে প্রোমোট করতে কোন দেশের সাথে রাজি হলো ?
A) ভারত।
B) নেপাল।
C) ভুটান।
D শ্রীলংকা।
উত্তর= ➢নেপালের।------------------------------------------------------
৯. কঙ্গোর প্রথম মহিলা প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হলেন ?
A) Judith nato King
B) Judith Suminwa Tuluka
C) Boath
D) Judith Suminwa Tuluka
উত্তর= ➢Judith Suminwa Tuluka ।-----------------------------------------------------
১০. একমাত্র ভারতীয় ওয়েটলিফটার হিসাবে প্যারিস অলিম্পিকের জন্য কোয়ালিফাই করলেন কে?
A) মীরাবাই চানু।
B) সুলতানী রাজিয়া।
C) ঘসেটি বেগম।
D) উপরের কোনোটিই নয়।
উত্তর= ➢ মীরাবাই চানু।-----------------------------------------------------


0 মন্তব্যসমূহ
Thank you