Ticker

100/recent/ticker-posts

Translate

Practice Previous Question Paper

 ১. নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কী পরিমাপ পাওয়া যায়?

উ:- ভরবেগ।

২. চুন এর রাসায়নিক সংকেত কি?

উ:- CaCO3।

৩. কার্বলিক এসিডের রাসায়নিক নাম কি?

উ:- ফেলন।

৪. মাছের কোন অঙ্গটি Radar হিসেবে কাজ করে?

উ:- পুচ্ছ পাখানা।

৫. ওয়াটার গ্যাস কোন কোন গ্যাসের মিশ্রন?

উ:- Co2+H201

৬. এসিড দ্রবণে লিটমাসের বর্ণ কী হয়?

উ:- লাল।

৭. ফিতাকৃমির মাথাকে কি বলা হয়?

উ:- স্কোলেক্স।

৮. ক্যাথোড রশ্মির আবিষ্কর্তা কে?

উ:- জে. জে. থমসন।

৯. কার্বনের কঠিনতম রূপটি কি?

উ:- হীরক।

১০. কে পোলিও ভ্যাকসিন আবিষ্কার করেন?

উ:- জোনাস সাক।

১১. কোন গ্রন্থিকে প্রভু গ্রন্থি বলা হয়?

উ:- পিটুইটারি।

১২. মানবদেহের সর্ববৃহৎ অংশটি হল-

উ:- ত্বক।

১৩. কোষের শক্তিঘর হল-

উ:- মাইটোকন্ড্রিয়া।

১৪. নিষেক ছাড়া ফল উৎপাদনের পদ্ধতিকে কী বলা হয়?

উ:- পার্থেনোকার্পি।

১৫. চিংড়ির রেচন অঙ্গের নাম কি?

উ:- সবুজ গ্রন্থি।

১৬. ডাউন কোন রাশির একক?

উ:- বল।

১৭. অক্সিজোম কোথায় থাকে?

উ:- মাইটোকন্ড্রিয়া।

১৮. কোন ভিটামিনের অভাবে স্কার্ভি রোগ হয়?

উ:- ভিটামিন-CI

১৯. বাকেলাইট প্লাস্টিক তৈরি হয় ফরমালডিহাইডের সঙ্গে কার বিক্রিয়ায়?

উ:- ফেলন।

২০. PVC শব্দটির অর্থ কী?

উ:- পলিভিনাইল ক্লোরাইড।

২১. রকেটে ব্যবহার ব্যবহৃত জ্বালানীর নাম কী?

উ:- তরল অ্যামোনিয়া।

২২. LPG গ্যাসে প্রধানত কি থাকে? উ:- তরলায়িত বিউটিন ও আইসো বিউটেন।

২৩. যকৃতে গ্লুকোজ কি রূপে সঞ্চিত হয়?

উ:- গ্লাইকোজেন।

২৪. আয়োডিনের অভাবে কি রোগ হয়?

উ:- গয়টার।

২৫. গাছে শ্বসন কোন সময় সংঘটিত হয়?

উ:- রাত্রিবেলা।

২৬. মোবিল কি হিসেবে ব্যবহৃত হয়?

উ:- লুব্রিক্যান্ট।

২৭. সবচেয়ে হালকা গ্যাস কোনটি?

উ:- হাইড্রোজেন।

২৮. টিউবওয়েল কোন ধরনের লিভার?

উ:- প্রথম শ্রেণীর লিভার।

২৯. গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ কি জাতীয় শর্করা?

উ:- মনোস্যাকারাইড।

৩০. পিতলের উপাদান হল-

উ:- তামা ও টিন।

৩১. সূর্যের প্রচণ্ড শক্তির উৎস কি?

উ:- নিউক্লিও সংযোজন।

৩২. মানবদহের রক্তের pH কত?

উ:- ৭.৩৫-৭.৪৫।

৩৩. জিভের কোন অংশে টক স্বাদ অনুভুতি হয়?

উ:- পার্শ্বভাগে।

৩৪. শরীরের তাপমাত্রা নিযন্ত্রণ করে কোন গ্রন্থি?

উ:- হাইপোথ্যালামাস।

৩৫. ফুসফুসের আবরণকে কি বলে?

উ:- প্লুরা।

৩৬. কানের হাড়ের সংখ্যা কটি?

উ:- ৩টি।

৩৭. কোন্ জিন শিশুর লিঙ্গ নির্ধারণ করে?

উ:- বাবার থেকে প্রাপ্ত জিন।

৩৮. দই-এ কোন অ্যাসিড থাকে?

উ:- ল্যাকটিক অ্যাসিড।

৩৯. মানুষের সুষুম্না স্নায়ুর সংখ্যা কত?

উ:- ১২ জোড়া।

৪০. কোন প্রাণী আল্ট্রাসনিক শব্দ শুনতে পায়?

উ:- বাদুর।

৪১. হলুদ আসলে কি?

উ:- কান্ড।

৪২. অ্যাভোগাড্রো সংখ্যার মান কত?

উ:- ৬.০২৩x১১০23

৪৩. আলোক-তড়িৎ সূত্রের আবিষ্কারক কে?

উ:- আইনস্টাইন।

৪৪. পটাশিয়াম নাইট্রেট কি তৈরি করা হয়?

উ:- ওষুধ।

৪৫. ফিউজ তার কোন কোন ধাতু দিয়ে তৈরি করা হয়?

উ:- টিন ও সিসা।

৪৬. কোন্ রঙের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সর্বাধিক?

উ:- লাল।

৪৭. মানুষের শরীরের ভারসাম্য নিয়ন্ত্রণ করে- উ:- লঘু মস্তিক।

৪৮. ফুলের পুরুষ অংশকে কি বলা হয়?

উ:- পুংস্তবক।

৪৯. ত্বকের বহি: আবরণকে কি বলে?

উ:- এপিডার্মিস।

৫০. চ্যাপ্টা কৃমির রেচনঅঙ্গের নাম কি?

উ:- ফ্লেমকোষ


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ