Ticker

100/recent/ticker-posts

Translate

9th February Current Affairs 2024

 1.ভারতে প্রথম Uniform Civil Code বাস্তবায়ন করছে উত্তরাখণ্ড।

2. রূপান্তরকামী সম্প্রদায়ের জন্য বিনামূল্যে বাস পরিষেবা চালু করলো দিল্লি সরকার।

3.Logistics Performance Index (LPI) Report 2023-এ ভারতের স্থান ৩৮।

4.2024 Tata Steel Chess Tournament জিতলেন চীনের দাবা খেলোয়াড় Wei Yi

5.সুপার-৩০ এর প্রতিষ্ঠাতা আনন্দ কুমারকে ‘Golden Visa' প্রদান করলো সংযুক্ত আরব আমিরাত (UAE)

6.Tata Digital-এর নতুন CEO এবং MD পদে নিযুক্ত হলেন নবীন তাহিল্যানি।

7."Shree Jagannatha, Lord Of The Universe" শিরোনামে কফি টেবিল বুক রিলিজ করলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পটনায়েক।

8.Tata AIA কোম্পানির MD এবং CEO পদে নিযুক্ত হলেন H. Venkatachalam Iyer

9.কাজাখস্তানের প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হলেন Olzhas Bektenov 10.'Kilkari' প্রোগাম লঞ্চ করা হলো গুজরাট এবং মহারাষ্ট্রে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ