1.৫ কোটি আয়ুষ্মান কার্ড ইস্যু করা প্রথম রাজ্য হলো উত্তর প্রদেশ।
2. যুব উদ্যোক্তাদের জন্য ‘MYUVA Scheme' লঞ্চ করলো উত্তর প্রদেশ।
3. বিহারের নতুন চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হলেন ব্রজেশ মেহরোত্রা ।
4.BSF-এর প্রথম মহিলা স্নাইপার হলেন সুমন কুমারী।
5. সম্প্রতি ওড়িশার রূপা তারকাশি GI Tag পেল।
6.All India Research Scholars' Summit 2024 হোস্ট করলো IIT Madras Sum.
7.সম্প্রতি অবসর ঘোষণা করলেন ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় B Sai Praneeth.
8.UAE এবং বাংলাদেশে ৬৪,৪০০ টন পেঁয়াজ রপ্তানি করবে ভারত।
9. আগত IPL-এর জন্য Sunrisers Hyderabad টিমের ফাস্ট বোলিং কোচ হিসেবে নিযুক্ত হলেন নিউজিল্যান্ডের James Franklin.
10.International Big Cat Alliance-এর হেড কোয়ার্টার তৈরি করা হবে ভারতে।
*******
1. উত্তরপ্রদেশের সিদ্ধার্থনগরের শিশুদের শিক্ষায় সাহায্য করতে REC লিমিটেড এবং UNISED জোটবদ্ধ হলো।
2. তামিলনাড়ুর কালপক্কমে ভারতের প্রথম দেশীয় পদ্ধতিতে তৈরি Prototype Fast Breeder Reactor স্থাপন করা হলো।
3. স্টেইনলেস স্টিল সেক্টরে দেশের প্রথম গ্রীন হাইড্রোজেন প্লান্টের উন্মোচন করলেন কেন্দ্রীয় স্টিল মন্ত্রী Jyotiraditya M. Scindia.
4. কটকের Rupa Tarakasi সম্প্রতি জিওগ্রাফিক্যাল ট্যাগ (GI) অর্জন করলো।
5. বর্ডার সিকিউরিটি ফোর্সের (BSF) প্রথম মহিলা স্নাইপার হিসেবে সাব-ইন্সপেক্টর সুমন কুমারি ইতিহাস গড়লেন।
6. ডিফেন্স ইনোভেশনকে গতি প্রদান করতে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং Acing Development of Innovative Technologies with iDEX (ADITI) স্কীম লঞ্চ করলেন।
7. চারদিন ব্যাপী অল ইন্ডিয়া রিসার্চ স্কলার’স সামিট 2024 হোস্ট করলো আইআইটি মাদ্রাস।
8. বিহারের নতুন চিফ সেক্রেটারি পদে Brajesh Mehrotra কে নিযুক্ত করা হলো।
9. উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সম্প্রতি রাজ্যের যুব এন্ত্রাপ্রিনিউরদের জন্য ‘MYUVA Scheme’ লঞ্চ করলেন।
10. BPCL এর পেট্রোল ভ্যারিয়েন্ট ‘Speed’ এর জন্য ব্র্যান্ড আম্বাসাডর হতে চলেছেন অলিম্পিক গোল্ড মেডেলিস্ট নীরাজ চোপড়া।

0 মন্তব্যসমূহ
Thank you