1.Water Resource Dashboard লঞ্চ করা প্রথম রাজ্য হলো রাজস্থান।
2.২০২৪ প্যারিস অলিম্পিকের জন্য ভারতের Chef de Mission পদে নিযুক্ত হলেন মেরি কম।
3."পুষ্পক" নামে পুনর্ব্যবহারযোগ্য লঞ্চ ভেহিকেলের সফল পরীক্ষা করলো ISRO
4. ভিয়েতনামের রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করলেন Vo Van Thuong।
5.International Telecommunication Union (ITU)-এর ডিজিটাল ইনোভেশন বোর্ডের কো-চেয়ার হিসাবে নির্বাচিত হলো ভারত।
6. বিগত ৯ বছরে প্রথমবার বিবাহ হার বৃদ্ধি পেল চীনে।
7. প্রথম ভারতীয় বিরাট কোহলি হিসাবে ১২ হাজার T20 রান সম্পূর্ণ করলেন।
৪. এশিয়ার বৃহত্তম টিউি টিউলিপ টিউলিপ ফুলের বাগান চালু করা হলো শ্রীনগরে।
9. প্রথমবার ভারতের তৈরি ট্যাঙ্ক ইঞ্জিন পরীক্ষা করা হলো কর্ণাটকের মহীশূরে।
10. প্রথম ভারতীয় টেবিল টেনিস খেলোয়াড় হিসেবে WTT Feeder title জিতলেন জি. সাথিয়ান।

0 মন্তব্যসমূহ
Thank you