Ticker

100/recent/ticker-posts

Translate

ভারতের সংবিধান রচনার ঐতিহাসিক প্রেক্ষাপট

-------------------------------------------------------

১. রেগুলেটিং আইন কবে চালু হয়? 

উত্তর= ➢১৭৭৩ সালে।
ব্যাখ্যা:- এই আইনের মাধ্যমে ভারতের কেন্দ্রীয় শাসন ব্যবস্থার ভিত্তি স্থাপিত হয় ।

-----------------------------------------------------

২. ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপর ব্রিটিশ কেন্দ্রীয় আইনসভা নজরদারী শুরু করেন কোন আইনের মাধ্যমে ? 

উত্তর= ➢রেগুলেটিং আইন।
ব্যাখ্যা:- ১৭৭৩ সালে এই আইন চালু হয়  ।

---------------------------------------------------

৩. ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইস কর্মচারীদের ব্যক্তিগত বাণিজ্যিক সুযোগ সুবিধার উপর বিধিনিষেধ আরোপ করা হয় কোন আইনের দ্বারা ? 

উত্তর= ➢রেগুলেটিং আইন এর মাধ্যমে।
ব্যাখ্যা:- এই আইন চালু হয় ১৭৭৩ সালে।

-----------------------------------------------------

৪. পিটের ভারত শাসন আইন চালু হয় কবে? 

উত্তর= ➢১৭৮৪সালে।
ব্যাখ্যা:- এই আইনের মাধ্যমে 6 জন সদস্য বিশিষ্ট বোর্ড অফ কন্ট্রোল গঠিত হয়।

-----------------------------------------------------

৫. ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বারা অধি গৃহীত ভারতীয় অঞ্চল গুলিকে British Possession in India পলে ঘোষণা করা হয় কোন আইনের মাধ্যমে? 

উত্তর= ➢পিটের ভারত শাসন আইন।
ব্যাখ্যা:- এই আইন চালু হয় ১৭৮৪ সালে।

-----------------------------------------------------

৬. সংস্থানীয় সরকার অর্থাৎ গভর্নর জেনারেল ইন কাউন্সিলিংকে রাজস্ব আদায়ের অধিকার দেওয়া হয়। কোন আইনের মাধ্যমে? 

উত্তর= ➢চার্টার আইন (১৮১৩)।
ব্যাখ্যা:- এই আইন চালু হয় ১৮১৩ সালে ।

-----------------------------------------------------

৭. গভর্নর জেনারেল কাউন্সিলের আইন বিভাগ ও শাসন বিভাগের মধ্যে পৃথককরন করা হয় কোন আইনের দ্বারা? 

উত্তর= ➢১৮৫৩ চার্টার আইন দ্বারা।
ব্যাখ্যা:- এই আইনের দ্বারা সংসদীয় ব্যবস্থার সূচনা হয়।

-----------------------------------------------------

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ