ভারতের উপরাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো! ১×৮=৮
ভূমিকা:- ভারতীয় সংবিধানে রাষ্ট্রপতির পরই উপরাষ্ট্রপতির স্থান । তিনি পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যানরূপে রাজ্যসভার অধিবেশন পরিচালনা করেন । রাষ্ট্রপতির অবর্তমানে উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতির সব কাজ করে থাকেন । উপরাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা রাষ্ট্রপতির মতোই ।
উপরাষ্ট্রপতি পদপ্রার্থীর যোগ্যতাবলী:-
(ক) উপরাষ্ট্রপতি পদপ্রার্থীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে ।
(খ) তাঁর বয়স অন্তত ৩৫ বছর বা তার বেশি হতে হবে ।
(গ) উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হওয়ার সময় তিনি সংসদ বা রাজ্যবিধান সভার সদস্য অথবা কোনও সরকারি বা বেসরকারি পদে অথবা অর্থ প্রাপ্তি হয় এমনকোনোও পদে নিযুক্ত থাকতে পারবেন না ।
(ঘ) তাঁকে রাজ্যসভায় নির্বাচিত হয়ে আসতে হবে ।
ক্ষমতা ও কার্যাবলী:-
১. 64 নং ধারা অনুযায়ী উপরাষ্ট্রপতি পদাধিকার বলে রাজ্যসভার সভাপতি।
২. রাষ্ট্রপতির অবর্তমানে উপরাষ্ট্রপতি সর্বোচ্চ ৪ মাসের জন্য রাষ্ট্রপতির ভূমিকা পালন করতে পারেন।
৩. রাষ্ট্রপতির ভূমিকা পালনের সময় উপরাষ্ট্রপতি রাজ্যসভার সভাপতিত্ব করেন না। সভাপতিত্ব করেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান।
৪. প্রথমে উপরাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে পার্লামেন্টের যৌথ অধিবেশনের কথা বলা হলেও 11 তম সংশোধনীতে তা বাতিল করা হয়।
৫. উপরাষ্ট্রপতির বেতন ও ভাতাও ভারতের Consolidated Fund এর ওপর ধার্য হয়।
৬. রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির অবর্তমানে রাষ্ট্রপতির ভূমিকা পালন করেন ভারতের প্রধান বিচারপতি এবং তাঁর অবর্তমানে রাষ্ট্রপতির ভূমিকা পালন করেন সুপ্রিমকোর্টের বয়োজ্যেষ্ঠ বিচারক।
৭. 1969 সালে বাপতি ড. জাকির হুসেনের মৃত্যু ও উপরাষ্ট্রপতি শ্রী ভি ভি গিরির পদত্যাগের পর ভারতের প্রধান বিচারপতি এম হিদায়াতুল্লাহ রাষ্ট্রপতির ভূমিকা পালন করেন।
৮. উপরাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি বা রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত অন্য কোনো ব্যক্তি।
৯. উপরাষ্ট্রপতি রাজ্যসভার নির্বাচিত বা মনোনীত সদস্য না হয়েও রাজ্যসভার কাস্টিং ভোট প্রদান করতে পারেন।
১০. উপরাষ্ট্রপতির পদচ্যুতির প্রস্তাব সংসদের যে-কোনো কক্ষে উত্থাপন করার 14 দিন আগে এই মর্মে নোটিশ দিতে হয়।
১১.রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির উভয়েরই নির্বাচন প্রক্রিয়ার দায়িত্ব নির্বাচন কমিশনের।
১২. রাষ্ট্রপতির বিদেশ সফর বা অসুস্থতার কারণেও তাকে সামরিক অব্যাহতি দেন উপরাষ্ট্রপতি।
উপরাষ্ট্রপতি তার পদত্যাগ পত্র জমা নেন রাষ্ট্রপতিকে।
মূল্যায়ণ:- উপরাষ্ট্রপতি ভারতীয় লোকসভা ও রাজ্যসভার নির্বাচিত সদস্যদের দ্বারা পাঁচ বছরের মেয়াদে নির্বাচিত হন । মেয়াদ উত্তীর্ণ হলে তিনি পুনরায় নির্বাচনে প্রার্থী হতে পারেন । রাষ্ট্রপতির মৃত্যু, পদত্যাগ বা পদচ্যুতি ঘটলে তাঁর সমস্ত কাজই উপরাষ্ট্রপতি করে থাকেন ।


0 মন্তব্যসমূহ
Thank you