স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন করার প্রক্রিয়া :-
নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার তোমাদের সামনে একটি খুশির সংবাদ নিয়ে উপস্থিত হয়েছি। যারা ২০২৩-২৪ শিক্ষাবর্ষে মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক 60% নম্বর নিয়ে পাস করেছে তাদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি স্কলারশিপ চালু করেছে সেই স্কলারশিপের 12000 হাজার টাকা বছরে এবং প্রতিমাসে 1000 টাকা বৃত্তি প্রদানের ব্যবস্থা করেছে। সেই স্কলারশিপের নাম স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সংক্ষেপে SVMCM. আজকে সেই স্কলারশিপ সম্পর্কে আলোচনা করব। এই স্কলারশিপে আবেদন করার জন্য কি কি যোগ্যতা লাগবে এবং কি কি ডকুমেন্টস লাগবে সমস্ত কিছু আজকে আমরা এই বিজ্ঞপ্তির মাধ্যমে জানাবো।
প্রতিবছরের মতো এবারও স্বামী বিবেকানন্দ মেরিট-কাম- মিন্স স্কলার্শিপ স্কিম 2023-2024 .
পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক স্তর থেকে রিসার্চ স্তর পর্যন্ত সমাজের অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এর অনুপ্রেরণায় উচ্চশিক্ষার স্বপ্নকে বাস্তব রূপায়ণের জন্য এই স্কলারশিপটি চালু করা হয়েছে।
আবেদন করার শুরুর তারিখ:- ১২/০৭/২০২৩
আবেদন করার শেষ সময় এখনও বলা হয়নি। Website এর মাধ্যমে আমরা পরে জানিয়ে দিবো।
আবেদন করার জন্য কি যোগ্যতা লাগবে ?
১. এই স্কলারশিপ আবেদন করার জন্য রাজ্য সরকারের যেকোন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক এ 60% শতাংশ নম্বর নিয়ে পাস করতে হবে।
২. পারিবারিক আয় আড়াই লক্ষ্যের কম থাকতে হবে।
আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে ?
১. মাধ্যমিকের অ্যাডমিট কার্ড।
২. মাধ্যমিকের বোর্ড সার্টিফিকেট।
৩. শেষ ক্লাসের মার্কশিট।
৪. আধার কার্ড।
৫. রেশন কার্ড।
৬. ইনকাম সার্টিফিকেট।
৭. জন্মের শংসাপত্র।
৮. ভর্তির রশিদ।
৯. ব্যাংকের একাউন্ট পাস বুক।
আবেদন করার পদ্ধতি কি ?
১.https://banglaruchchashiksha.wb.gov.in এই ওয়েবসাইটে SVMCM বাটন দিয়ে লগ ইন করুন
তথ্য আপলোড করুন -
(ক) মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট
(খ) শেষ বোর্ড/কাউন্সিল/ কলেজ/ বিশ্ববিদ্যালয় পরীক্ষার মার্কশিট
(গ) পারিবারিক আয়ের শংসাপত্র যা জয়েন্ট বিডিও/ বিডিও (গ্রামীণ এলাকায়)/ এক্সিকিউটিভ অফিসার (মিউনিসিপ্যালিটি)/ ডেপুটি কমিশনার (কর্পোরেশন)/ গেজেটেড অফিসার দ্বারা প্রদত্ত (কন্যাশ্রী আবেদনকারীদের ক্ষেত্রে প্রযোজ্য নয়) হতে হবে
(ঘ) বসবাসের সার্টিফিকেট হিসেবে আধার আইডি/ ভোটার আইডি/ রেশন কার্ড/ সংশিষ্ট কর্তৃপক্ষ দ্বারা প্রদত্ত শংসাপত্র
(ঙ) কার্যকরী চালু অ্যাকাউন্ট নম্বর এবং আই.এফ.এস কোড-সহ ব্যাঙ্কের পাশ বইয়ের প্রথম পাতার স্ক্যান কপি
(চ) ভর্তি রসিদ।
মাধ্যমিক কিংবা উচ্চমাধ্যমিক শিক্ষার্থীরাই এই স্কলারশিপ এর জন্য আবেদন করতে পারবেন তেমন কোন কথা উল্লেখ করা নেই । মাধ্যমিক থেকে শুরু করে উচ্চশিক্ষা স্তর পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারের যেসব কলেজ বিশ্ববিদ্যালয় রয়েছে সেইসব বিদ্যালয়ের পড়াশোনা চলাকালীন এই স্কলারশিপ এর আবেদন করতে পারবে তো তাদের জন্য। কি কি যোগ্যতা এবং কত শতাংশ নম্বর লাগবে সেই সমস্ত কিছু একটা ছকের মাধ্যমে দেখানো হলো।
OfficialWebsite:- https://banglaruchchashiksha.wb.gov.in
Official Notification:- Click here
Apply Now:- Click here
How To Apply:- Click here
বিশদে জানতে ও আবেদন করতে:-
https://banglaruchchashiksha.wb.gov.in এর SVMCM ট্যাবে ক্লিক করুন ।
হেল্পলাইন: ১৮০০-১০২-৮০১৪
Email: helpdesk.smcm-wb@gov.in




0 মন্তব্যসমূহ
Thank you