Ticker

100/recent/ticker-posts

Translate

পশ্চিমবঙ্গ সরকার বাংলা সহায়তা কেন্দ্র এর জন্য আইডির জন্য আবেদন প্রক্রিয়া

পশ্চিমবঙ্গ সরকার বাংলা সহায়তা কেন্দ্র এর জন্য আইডির জন্য আবেদন প্রক্রিয়া :- 

পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে রাজ্যে বাংলা সহায়তা কেন্দ্র চালু হয়েছে। ইতিমধ্যেই রাজ্যে ৩৫৬১টি বাংলা সহায়তা সেন্টার রয়েছে। বাংলা সহায়তা কেন্দ্রের মূল উদ্দেশ্য হলো রাজ্য সরকারের সমস্ত প্রকল্পের সুবিধা জনসাধারণের হাতের কাছে পৌঁছে দেওয়া। এরজন্য রাজ্যের বিভিন্ন জেলার অন্তর্ভুক্ত ব্লকে ব্লকে বাংলা সহায়তা কেন্দ্র চালু হয়েছে।বাংলা সহায়তা পোর্টাল থেকে আপনি এখন খুব সহজেই আইডি পাসওয়ার্ড তৈরি করতে পারবেন। পাশাপাশি সেই আইডি দিয়ে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের আবেদন থেকে শুরু করে স্ট্যাটাস এর গতি চেক করতে পারবেন।

বাংলা সহয়তা কেন্দ্রের আইডি পাসওয়ার্ড কিভাবে তৈরি করবেন দেখুনঃ-

১) প্রথমে আপনাকে bsk.wb.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।

২) এরপর CITIZEN LOGIN এ ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে New User এ ক্লিক করুন।
৪) এরপর মোবাইল নাম্বার বসিয়ে দিয়ে এগিয়ে যান।
৫) এরপর রেজিস্ট্রেশন ফর্মটি পূরণ করুন। নাম,ঠিকানা, জিমেইল আইডি ও নিজের পছন্দ মতো পাসওয়ার্ড বসিয়ে দিয়ে একাউন্ট তৈরি করুন।
৬) এরপর আবারও হোম পেজে এসে CITIZEN LOGIN এ ক্লিক করে মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড বসিয়ে দিয়ে লগইন করুন।
৭) এরপর আপনি কোন প্রকল্পের জন্য আবেদন করতে চান তা আবেদন করুন।
Official website:- Click here
Apply Now:- Click here


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ