Ticker

100/recent/ticker-posts

Translate

শিক্ষা বিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

 শিক্ষা বিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর



১.মৌলিক শিক্ষণ মডেল → গ্লেসার।

2.শিখনের চিহ্নিতকরন(Sign) তত্ত্ব – টলম্যান।

3. শিখনের সামঞ্জস্যপূর্ণ আচরণ তত্ত্ব - হাল।

4. শিখনের ফিল্ড তত্ত্ব → লিউইন।

5.বুদ্ধির দ্বি-উপাদান তত্ত্ব → স্পিয়ারম্যান ।

6. বুদ্ধির বহু উপাদান তত্ত্ব → থার্স্টোন।

7.বুদ্ধির সংগঠন সংক্রান্ত তত্ত্ব – গিলফোর্ড।

8. বুদ্ধির বাছাই তত্ত্ব – থমসন। →

9)শিশুর জ্ঞামূলক বিকাশের তত্ত্ব→ পিঁয়াজে

10. শিশুর নৈতিক বিকাশের তত্ত্ব → কোহলবার্গ।

11. "E "Education is reconstruction of experiences.”-কথাটি কে বলেছেন? 

জন ডিউক।

12. শিক্ষার সংকীর্ণ অর্থে দাতা ও গ্রহীতাকারা ?

দাতা—শিক্ষক। গ্রহীতা—শিক্ষার্থী। 

13. ব্যক্তিগত বৈষম্য বলতে কী বোঝ?

ব্যক্তিতে ব্যক্তিতে যে দৈহিক, মানসিক ও মানস প্রকৃতিগত বৈষম্য আছে তাই হল ব্যক্তিগত বৈষম্য। 

14. P.T.T.I.-এর পুরো রূপ কী ?

Primary Teachers' Training Institute.

15. ব্যাপক অর্থে শিক্ষায় সক্রিয় উপাদান কী ? শিক্ষার্থী।

16. শিশুকেন্দ্রিক শিক্ষার জনক কাকে বলা ?

জ্যাঁ জ্যাক রুশো। 

17. শিক্ষার সংকীর্ণ অর্থে ‘পূর্ণকুন্ত’ মনে করা হয়?

শিক্ষককে। 

18. শিক্ষার সংকীর্ণ অর্থে শূণ্য জ্ঞান কাদের  মনে করা হয় কাকে ?

শিক্ষার্থীকে।

19. শিক্ষার প্রধান উপাদান?

চারটি।

20. শিক্ষার প্রধান চারটি উ উপাদান কী কী? শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষালয় ও পাঠক্রম।

21. শিক্ষার দুটি মেরু কী কী? 

শিক্ষক ও শিক্ষার্থী।

22. শিক্ষার তিনটি মেরু কী কী ? 

শিক্ষক, শিক্ষার্থী ও সামাজিক পরিবেশ।

23. আধুনিক ভারতের দুজন শিক্ষাবিদের নাম করো?

মহাত্মা গান্ধি ও রবীন্দ্রনাথ ঠাকুর।

24. ‘জ্ঞান' কথাটির মূলে কোন্ ধাতু আছে?

‘বিদ’ ধাতু।

25. ‘শাস্’ কথাটির অর্থ কী? 

নিয়ন্ত্রণ করা।

26. ‘শিক্ষা হল সূক্ষ্ম দেহে সূক্ষ্ম মনের সৃষ্টি করা'—কথাটি কে বলেছেন?

অ্যারিস্টটল।

27. শিক্ষার অর্থ দেশমাতৃকার সেবার জন্য প্রশিক্ষক ও জাতির প্রতি প্রীতি'—কথাটি কে বলেছেন ? 

কৌটিল্য।

২৪. 'শিক্ষা হল মানুষের বিভিন্ন প্রকার মানসিক শক্তির বিকাশসাধন ও অনুশীলন'—কথাটি কে বলেছেন?

 মন্টেগু ।

29. “শিক্ষা হল মানুষের অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ — কথাটি কে বলেছেন ?

স্বামী বিবেকানন্দ। 

30. ‘একটি সূক্ষ্ম দেহে একটি সূক্ষ্ম মনের যোগান দেওয়াই শিক্ষার লক্ষ্য'—কথাটি কে বলেছেন?

জন লক।

 31. ‘শিক্ষা হল অভিজ্ঞতার পুনর্গঠন'—কথাটি কে বলেছেন? 

জন ডিউই।

 32. অভিযোজনের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো।

অভিযোজন একটি জীবনব্যাপী প্রক্রিয়া।

 33. মানুষকে কর্মমুখী করে কোন্ ধরনের শিক্ষা ? 

কর্ম সম্পাদনের শিক্ষা। 

34. ‘আন্তর্জাতিক শিক্ষা কমিশন কবে প্রতিষ্ঠিত হয়?

1971 খ্রিস্টাব্দে।

35. মানবসম্পদ উন্নয়নের প্রধান হাতিয়ার কী ? শিক্ষা ।

36. দুটি সমাজ সেবামূলক কাজের নাম করো? রাস্তা তৈরি ও অন্যের প্রতি সম্মান।

37. সমাজ থেকে বৈষম্য দূর করতে পারে কোন্ ধরনের শিক্ষা ? 

একত্রে বসবাসের শিক্ষা।

38. স্কুল শিক্ষায় একটি দলগত কাজের নাম বলো ?

বাগান তৈরি করা।

39. দুটি কর্মকেন্দ্রিক শিক্ষার নাম বলো?

সাবান তৈরি ও কালি তৈরি।

40. স্কুলে খেলাধুলার একটি প্রয়োজনীয়তা বলো? 

- শিক্ষার্থীদের অঙ্গ-প্রত্যঙ্গকে সচল করা। 

41. ‘এমিল' গ্রন্থটি কে রচনা করেন? 

রুশো।

42. প্রকৃতিবাদের প্রবক্তা কে? রুশো।

ঞ. ‘শিক্ষার উদ্দেশ্য এক স্বাস্থ্যোজ্জ্বল সরল জনশক্তি গঠন করা’—অভিমতটি কার ?

রাধাকৃষ্ণাণ-এর।

44. শিশুকেন্দ্রিক শিক্ষার প্রবর্তক কে? 

রুশো।

45. Man Making Education'-এর বলেছেন ?

স্বামী বিবেকানন্দ।

46. শিক্ষা লাভের প্রথম পর্যায়টি কী?

শৈশব কাল । 

47. পরিবারকে 'আদি সামাজিক প্রতিষ্ঠান' কে বলেছেন?

শিক্ষাবিদ ব্যালার্ড। 

48. প্রথাগত শিক্ষার প্রকৃষ্ট মাধ্যম কী ?

বিদ্যালয় ।

 49. 'School' শব্দটির উৎস কী ?

গ্রিক শব্দ 'Skhole' | 

50. প্রথাগত শিক্ষার একটি গুরুত্বপূর্ণ দিক কী?

পরীক্ষাব্যবস্থা।

51.ASI. মুদালিয়র কমিশনের শর্তে ‘দ্বিতীয় পাঠাগার।

52. 'একজন ভালো মা = একশো জন শিক্ষক।'—কথাটি কে বলেছেন?

রেমন্ট।

53. সমাজ সংগঠনের এককটি কী ?

প্রাথমিক পরিবার ।

54. প্রথাবর্জিত শিক্ষার একটি মাধ্যম উল্লেখ করো?

সংঘ।

55. প্রাক্-প্রাথমিক শিক্ষার বয়সসীমা কী?

৩-৪ বছর।

6. N.A.E.P.-র পুরো রূপ লেখো । 

National Adult Education Programme. Party

57. P.O.A.-র পুরো রূপ কী ?

একটি কর্মসূচী।program of action 

58. S.S.A.-র পুরো রূপ কী ?

 Sarva Siksha Abhiyan.

59।T.L.C.-র পুরো রূপ কী ?

Total Literacy Campaign.

 60. I.A.S.E.-র পুরো রূপ কী ?

Institutes of Advanced Studies Education. 

61.জাতীয় সাক্ষরতা মিশন কবে প্রতিষ্ঠিত হয় ?

1988 খ্রিস্টাব্দে। 

62. কৰে রাষ্ট্রীয় মুক্ত বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়? 1989 খ্রিস্টাব্দে।

63. ব্যক্তিগত বৈষম্য বলতে কী বোঝ?

ব্যক্তিতে ব্যক্তিতে যে দৈহিক, মানসিক ও মানস প্রকৃতিগত বৈষম্য আছে তাই হল ব্যক্তিগত বৈষম্য।

 64. P.T.T.I.-এর পুরো রূপ কী ?

Primary Teachers' Training Institute. 65. T.T.T.I.-এর পুরো রূপ কী?

Technical Teachers' Training Institute. 66. N.C.T.E.-এর পুরো রূপ কী ?

জাতীয় শিক্ষক শিক্ষা পরিষদ।

67. B.O.A.T.-এর পুরো রূপ কী ?

Board of Apprentice Training. 

68.W.B.P.E.C.-এর পুরো রূপ কী?

West Bengal Primary Education Council.

 69. পশ্চিমবঙ্গে মাধ্যমিক শিক্ষা পরিচালনকারী সংস্থাটির নাম কী ?

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (W.B.B.S.E.)।

 70. পশ্চিমবঙ্গে উচ্চমাধ্যমিক শিক্ষা পরিচালনকারী সংস্থাটি কী ?

পশ্চিমবঙ্গ সংসদ(W.B.C.H.S.E.)।

71. S.C.E.R.T.-এর পুরো রূপ কী? State Council of Educational Research and Training.

72. N.C.E.R.T.-এর পুরো রূপ কী? National Council of Educational Research

এবং প্রশিক্ষণ।

73. S. C.E.R.T.-র একটি কাজ উল্লেখ করো

রাজ্যের শিক্ষার অবস্থার কথা কেন্দ্রকে জানানো। 

74.N. C.E.R.T.-র একটি কাজ উল্লেখ করো।

বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের শিক্ষার অবস্থান সমস্যা সম্পর্কে অনুসন্ধান করা।

75. প্রথাগত শিক্ষা ব্যবস্থার প্রথম স্তরটি কী ? প্রাথমিক শিক্ষা।

76.. সাধারণধর্মী শিক্ষার একটি উদ্দেশ্য উল্লেখ করো?

 সুনাগরিক তৈরি করা ।

77. A.I.C.T.E.-এর পুরো রূপ কী?

All India Council for Technical Education. 

78. বিশেষধর্মী শিক্ষা কোন্ সমাজাদর্শের উপর প্রতিষ্ঠিত ? 

ব্যক্তিতান্ত্রিক সমাজাদর্শের উপর প্রতিষ্ঠিত।


একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

Thank you