জীবন বদলে দেওয়ার মত কিছু কথা পৃথিবীতে অনেক মানুষ আছে যারা নিজের নিজের দুঃখ-কষ্ট ব্যথা বেদনা আশা আকাঙ্ক্ষা থাকে কিন্তু সেটা কেউ ঠিক ভাবে পূরণ করতে পারেনা। হয়তো কষ্টগুলো কাউকে শেয়ার করতে পারে না ।পারলেও সেই কষ্ট গুলোর মূল্য কোন বন্ধু তাকে দেয়না সে কষ্টগুলো হাসিতে উড়িয়ে দেয় তার বন্ধুগুলো। আজকে আমরা সেই দুঃখ চিন্তা নিজেরাই দূর করতে পারব সেটা কিভাবে কিছু মনীষীদের কিছু উক্তি বা কিছু কথা জানবো এবং নিজের জীবনকে নতুন ভাবে উপলব্ধি করব।
১) পৃথিবীতে কিছু মানুষ আছে যারা অন্যের কথায় আঘাত পেয়ে নিজেকে শেষ করে দেয়। তাদের জন্য একটা কথা আমি বলছি -- যদি তুমি জীবনে বার বার আঘাত পেয়ে থাকো তাহলে তার জন্য নিজেকে দোষী ভাববে না, শুধু মনে রাখবে যে গাছটির ফল সবথেকে মিষ্টি হয় সেই গাছটিতে পাথর ছুড়ে মারা হয়। অর্থাৎ- অর্থাৎ যে মানুষগুলো সরল প্রকৃতির মনের দিক থেকে খুব উদার মানুষকে ভালোবাসে এবং মানুষের ভালো করতে গিয়ে নিজেরাই আঘাত পেয়ে থাকে এবং নিজেকে দোষী ভাবে এই জন্যই তারা জীবনে বার বার আঘাত পেয়েথাকে। কথাটি ভালো করে বোঝো বোঝার চেষ্টা করো । আর নিজেকে নতুনভাবে উপলব্ধি করো।
২) ছাত্রজীবনে অনেক শিক্ষার্থী পরীক্ষা দেই কিন্তু সেই পরীক্ষার ফল প্রকাশিত হলে উত্তীর্ণ হতে পারে না এবং নিজেকে ব্যর্থ মনে করে। তাদের জন্য একটা কথা আমি বলতে চাই- fail এই শব্দটি আমরা অনেকেই শুনেছি এবং এর অর্থ আমরা জানি। যে fail কথার অর্থ হলো ব্যর্থ। Fail অর্থাৎ first attempt in learning -প্রথম প্রচেষ্টায় ব্যার্থ । যে হেরে গিয়ে দ্বিতীয় বার জেতার স্বপ্ন দেখে সেই হলো প্রকৃত খেলোয়াড়।
যদি মনে কর (If you think )
পরাজয়কে মেনে নিলেই তুমিপরাজিত।
মনে যদি তোমার সাহস না থাকে,
তবে জেতার আশা কোরোনা।
যদি মনে দ্বিধা থাকে তুমি পারবে কিনা,
তাহলে মনে রেখো তুমি হেরেই গেছ।
হারবে ভাবলে, হার তোমার হবেই কারণ,
সাফল্য থাকে মনের ইচ্ছাশক্তিতে,মনের কাঠামোতে।
যদি ভাব অন্যদের তুলনায়
তোমার কাজের মান নিচু,
তাহলে তুমি নীচেই থাকবে।
যদি তুমি ওপরে উঠতে চাও,
তাহলে নিজের মনে সংশয় রেখো না।
কারণ সংশয় থাকলে প্রত্যাশা পূরণ হয় না।
জীবন যুদ্ধে সব সময় বলবান ও দ্রুতগামীরা জেতে না,
যে আত্মবিশ্বাসে অটল, সে আজ হোক, কাল হোক, জিতবেই।
উদহারন স্বরূপ বলা যায়:- একজন লোক মেলায় লাল-নীল- -সবুজ-হলুদ ইত্যাদি অনেক রংয়ের বেলুন বিক্রি করে জীবিকা নির্বাহ করত। কখনও কখনও তার বিক্রি কমে গেলে সে হিলিয়াম গ্যাসে ভর্তি একটি বেলুন আকাশে উড়িয়ে দিত। বেলুনটিকে আকাশে উঠে যেতে দেখলে উৎসাহী বাচ্চারা বেলুনওয়ালার কাছে ভিড় করে তার বিক্রি বাড়িয়ে দিত। সারাদিন এই পদ্ধতিতে বেলুনওয়ালা বেলুন বিক্রি করত। একদিন পিছন থেকে জামায় টান পড়াতে বেলুনওয়ালা মুখ ফিরিয়ে দেখল একটি বাচ্চা ছেলে। ছেলেটি জিজ্ঞেস করল, “কালো রংয়ের বেলুনও কি আকাশে উড়বে?” বালকটির অত্যধিক আগ্রহ লক্ষ্য করে লোকটি তাকে আশ্বস্ত করে বলল, “ভাই, রংয়ের জন্য বেলুন আকাশে আকাশে ওড়ে না, ভেতরের গ্যাস বেলুনকে ওড়ায়।”
মানুষের জীবনেও এ কথা সত্য। আমাদের ভিতরে কি আছে সেইটাই প্রধান। আমাদের ভিতরের যে জিনিসটি আমাদের উপরে উঠতে সাহায্য করে তা হোল আমাদের মানসিকতা। তাই নেতিবাচক চিন্তা না করে ইতিবাচক চিন্তা করুন আর নিজের মানুষিকতা বদলান এবং এগিয়ে যান আপনার লক্ষ্যে।
🙏ধন্যবাদ 🙏


0 মন্তব্যসমূহ
Thank you