** ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছাত্রীর জন্য বাংলা ব্যাকরণ**
** ধ্বনি **
সন সন করে বাতাস বইছে।
কূল কূল করে নদী বইছে।
শো শো শব্দে বন্যার জল ঢুকছে।
উপরের উদাহরণ দেখে তোমরা নিশ্চয় বুঝতে পারছ---- সবকিছুর মধ্যে ধ্বনির সৃষ্টি হচ্ছে প্রাকৃতিক কারণে । কিন্তু মানুষ বা অন্যান্য প্রাণীর ক্ষেত্রে ব্যতিক্রম হল, তারা বিভিন্ন রকম ধ্বনি সৃষ্টি করতে পারে। আর এই বিভিন্ন ধ্বনি সৃষ্টির মূলে রয়েছে তাদের বিশেষ ধরনের বাগযন্ত্র ।
এবার তোমাদের মনে নিশ্চয় প্রশ্ন জেগেছে যে বাগযন্ত্র কি এবং কেমন, আসলে বাগযন্ত্র - ''বাক" শব্দ টি হল কথা বা অনেকগুলি ধ্বনির সমষ্টি।মানুষ বাগযন্ত্রের সাহায্যে নানা ধ্বনির সৃষ্টি করে। এই সব ধ্বনি যখন মানুষের মনের ভাবকে প্রকাশ করতে সক্ষম হয়, তখন তারা অর্থবহ হয়ে ওঠে।
***ধ্বনিই হল ভাষার মূল***
এবার তোমাদের মনে হচ্ছে যে sir মানুষের বাগযন্ত্র কি আর কেমন ?
তো বলি মানুষের বাগযন্ত্র গুলি হল জিহ্বা,তালু, দাঁত বা দন্ত, নাসিকা, মূর্দা, ওষ্ঠ এবং কণ্ঠ -- এই কটি নিয়ে হল মানুষের বাগযন্ত্র।
***এবার আমরা জানবো যে ধ্বনি কি?
>মানুষের কন্ঠ থেকে নির্গত শব্দ হলো ধ্বনি।
অর্থাৎ, ফুসফুস থেকে বাতাস কণ্ঠনালীর ভেতর দিয়ে এসে মুখ গহ্বর থেকে বের হয়ে ধ্বনির সৃষ্টি হয়। সুতরাং ধ্বনির প্রধান উপকরণ হলো বায়ু এবং বাগযন্ত্র বা স্বরযন্ত্র।
ধ্বনির শ্রেণীবিভাগ:- স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি
স্বরধ্বনি:- অ, আ, ই, উ, এ, ও, অ্যা--- এই সাতটি স্বরধ্বনি আমরা উচ্চারণ করি। এই স্বরধ্বনিগুলি অন্য কোন ধ্বনির সাহায্য ছাড়াই উচ্চারণ করা যায়।
> যে সমস্ত ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস থেকে নির্গত বায়ু মুখগহবরের ভেতরে বাধা পায় না সেগুলি হল স্বরধ্বনি। অর্থাৎ, যে সকল ধ্বনি ও অন্য ধ্বনির সাহায্য ছাড়া নিজেই পুর্ণ ও স্পষ্ট রূপে উচ্চারিত হতে পারে তাদের বলে স্বরধ্বনি।
ব্যঞ্জনধ্বনি:- ক, খ,গ,ঙ, ঘ, চ্,ছ, জ, ঝ, ট্, ঠ, ড, ঢ, ত, থ, দ, ধ, ন, প্, ফ্, ব্, ভ্, ম, র, ল, স হ, ড়, এই ত্রিশটি ব্যঞ্জনধ্বনি আমরা উচ্চারণ করি। এগুলি উচ্চারণের সময় শ্বাসবায়ু মুখগহবরের ভেতরে বাধা পায়। তাই এই সময় স্বরধ্বনির সাহায্য নিই।
>যে সমস্ত ধ্বনি স্বরধ্বনি সাহায্য ছাড়াই স্পষ্ট উচ্চারণ করা যায় না সেগুলি হল ব্যঞ্জনধ্বনি।অর্থাৎ যে সকল ধ্বনির উচ্চারণ করার সময় ফুসফুস থেকে নির্গত বায়ু কন্ঠনালী থেকে আরম্ভ করে কণ্ঠ , ওষ্ঠ ও নাকের বিভিন্ন জায়গায় বাধা পেয়ে স্বরধ্বনির সাহায্যে স্পষ্ট উচ্চারিত হতে পারে তাদের বলে ব্যঞ্জনধ্বনি।
**ধ্বনি চোখে দেখা যায় না কানে শোনা যায় মাত্র। মনে রাখবে -- ধ্বনি সাইত্রিশটি।
***স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি তালিকাা***
স্বরধ্বনি ব্যঞ্জনধ্বনি
অ,আ, ই, উ, এ ও অ্যা ক, খ,গ,ঙ, ঘ চ্,ছ,জ,
ঝ, ট্, ঠ, ড, ঢ, ত, থ,দ, ধ, ন, প্, ফ্, ব্, ভ্, ম,র, ল, স হ, ড়
PDF download Link Click the Download buttion👇🖇️👇👇


0 মন্তব্যসমূহ
Thank you