Ticker

100/recent/ticker-posts

Translate

M.M.& M.S COLLEGE B.A 1st YEAR BANGLA QUESTIONS & ANSWERS

 *** Tilka Manjhi Bhagalpur University***



  *** B.A 1st Year Bangla Questions & Answer ***

১) বলাকা কাব্য গ্রন্থের মূল সুর কি?

>গতি।

২) ওরে নবীন ওরে আমার কাঁচা কবিতা আরেক নাম কি?

> সবুজের অভিযান।

৩) ওরে নবীন ওরে আমার কাঁচা কবিতাটি কত সংখ্যক কবিতা?

> 1 সংখ্যক কবিতা।

৪)  সবুজের অভিযান কবিতাটি কত সালে প্রকাশিত হয়?

> 1321 সালে।

৫) তুমি কি কেবলই ছবি কত সংখ্যক কবিতা?

>6 সংখ্যক কবিতা।

৬) তুমি কি কেবলই ছবি কবিতাটির আরেক নাম কি?

>ছবি।

৭) ছবি কবিতাটি কত সালে প্রকাশিত হয়?

>1321সালে।

৮) সবুজের অভিযান কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে?

>সবুজের পত্রপত্রিকায়।

৯) এ কথা জানিতে তুমি ঈশ্বর শাহজাহান কবিতাটি কত সংখ্যক কবিতা?

>7 সংখ্যক কবিতা।

১০) 7 সংখ্যক কবিতাটির আরেক নাম কি?

>শাহজাহান।

১১) শাহজাহান কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে এবং কত সালে?

>সবুজপত্রে 1321 সালে।

১২) হে বিরাট নদী কবিতাটির নাম কি?

>চঞ্চলা।

১৩) হে বিরাট নদী কবিতাটি কত সংখ্যক কবিতা?

> আট সংখ্যক কবিতা।

১৪) আট সংখ্যক কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে এবং কত সালে?

> সবুজের পত্রপত্রিকায় 1321 সালে।

১৫) বিশ্বের বিপুল বস্তুরাশির কবিতাটি কত সংখ্যক কবিতা?

> 16 সংখ্যক কবিতা।

১৬) বিশ্বের বিপুল বস্তু রাশি কবিতাটির আরেক নাম কি?

>রূপ।

১৭) বিশ্বের বিপুল বস্তু রাশি কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে এবং কত সালে?

> 1321 সালে সবুজ পত্র পত্রিকায় প্রকাশিত হয়।

১৮)  যতক্ষণ স্থির হয়ে থাকি কবিতাটি বলাকা কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতা?

>18 সংখ্যক কবিতা।

১৯) যতক্ষণ স্থির হয়ে থাকি কবিতাটি কত সালে এবং কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে?

>1921 সালে সবুজপত্র পত্রিকা।

২০) সন্ধ্যারআগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা কবিতাটি কত সংখ্যক কবিতা?

>36 সংখ্যক কবিতা।

২১) সন্ধ্যারআগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা কবিতাটির আরেক নাম কির?

>বলাকা।

২২) সন্ধ্যারআগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা কবিতাটি কোন পত্রিকায় এবং কত সালে প্রকাশিত হয়েছে?

>সবুজ পত্র পত্রিকায় 1321 সালে।

২৩) দূর হতে কি শুনিস মৃত্যুর গর্জন ওরে দিন কবিতাটি কত সংখ্যক কবিতা?

>37 সংখ্যক কবিতা।

২৪) 37 সংখ্যক কবিতাটির আরেক নাম কি?

>ঝড়ের খেয়ার।

২৫) 37 সংখ্যক কবিতা টির প্রকাশকাল কত?

>1322 সালে।

২৬) 37 সংখ্যক কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে?

>প্রবাসী পত্রিকায়।

২৭) কাজী নজরুল ইসলামের জন্ম কত সালে?

>1900 (1889)।

২৮) কাজী নজরুল ইসলামের সমাধি কোথায় আছে?

>বাংলাদেশের ঢাকায়।

২৯) কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবিতাটি কত সালে লিখেছেন?

>1922 (1921  মতান্তরে)।

৩০) ফরিয়াদি কথার অর্থ কি?

>অভিযোগ।

৩১) বিদ্রোহী কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?

>অগ্নিবীণা।

৩২) দুঃখ বাদী কবি কাকে বলা হয়?

>যতীন্দ্রনাথ সেনগুপ্ত কে।

৩৩) সব্যসাচী কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?

>সাম্যবাদী (সর্বহারা)।

৩৪) যতক্ষণ স্থির হয়ে থাকি কবিতাটির আরেক নাম কি?

>যাত্রা।

৩৫) যতীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা বহিশৃতি কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া ?

>মরীচিকা কাব্যগ্রন্থ থেকে।

৩৬) মরীচিকা কাব্য গ্রন্থের প্রকাশকাল কত?

>1317-1329।

৩৭) যতীন্দ্রনাথ সেনগুপ্ত অন্ধকার কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?

> মরুশিখা।

৩৮) দুঃখবাদী কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? 

>মরুশিখা।

৩৯) লোহার ব্যথা কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?

>মরুশিখা।

৪০) মরুশিখা কাব্য গ্রন্থের প্রকাশকাল কত?

>1336 থেকে 1334 বঙ্গাব্দ।

৪১) সরশয্যায় তৃষ্ণ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত?

>মরুমায়া।

৪২) চির বৈশাখ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?

>সায়ম।

৪৩) সায়ম কাব্যগ্রন্থের প্রকাশকাল কত?

>1338-1347।

৪৪) চির বৈশাখ কবিতাটি কত সালে প্রকাশিত হয়েছে?

>1346 সালে।

৪৫) ঝরা তাল কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?

>নি শান্ততিক।

৪৬) ঝরাতল কবিতাটি কত সালে প্রকাশিত হয়েছে?

>1359।

৪৭) জীবনানন্দ দাশের জন্ম কত সালে মৃত্যু কত সালে?

> জন্ম 1899 খ্রিস্টাব্দে এবং মৃত্যু 1954 খ্রিস্টাব্দে।


Quize এর লিংক

 এই লিংক  ক্লিক করে আপনারা মকটেস্ট দিতে পারেন।

Click here










একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

Thank you