B.A 1st year Bangla mcq Questions & Answer
১) জীবনানন্দ দাশের বোধ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
> ধূসর শান্তিলিপি থেকে নেওয়া হয়েছে।
২) ধূসর শান্তিলিপির প্রকাশকাল কত?
> 1936 খ্রিস্টাব্দে।
৩) জীবনানন্দ দাশের বনলতা সেন কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
> বনলতাসেন থেকে।
৪) বনলতা সেন কাব্যগ্রন্থ টির প্রকাশকাল কত?
>1942 খ্রিষ্টাব্দে।
৫) জীবনানন্দ দাশের আট বছর আগের একদিন কবিতা টি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
> মহাপৃথিবী।
৬) জীবনানন্দ দাশের লগ্ন বির্জন হাত কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
> মহাপৃথিবী।
৭) জীবনানন্দ দাশের শঙ্খমালা কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
> মহাপৃথিবী।
৮) জীবনানন্দ দাশের হাওয়ার রাত কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
> মহাপৃথিবী।
৯) জীবনানন্দ দাশের ঘাস কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
>মহাপৃথিবী।
১০) মহাপৃথিবী কাব্য গ্রন্থের প্রকাশকাল কত?
> 1944 খ্রিস্টাব্দে।


1 মন্তব্যসমূহ
Khub Bhalo hoyeche sir aro mcq questions answers chai
উত্তরমুছুনThank you